ডা. মো. মোশাররফ হোসেন
আঁচিল ভাইরাসজনিত একটি সাধারণ চর্মরোগ। এর সঙ্গে সবাই কমবেশি পরিচিত। আঁচিল এমনিতে কোনো সমস্যা করে না। তবে খোঁটাখুঁটি করলে রক্ত বের হতে পারে এবং জীবাণুতে সংক্রমিত এবং ব্যথা হতে পারে। এটা অনেক ক্ষেত্রে ছোঁয়াচে।
আঁচিল কেন হয়: বিভিন্ন ধরনের হিউম্যান পেপিলোমা ভাইরাস কিংবা এইচপিভির সংক্রমণে আঁচিল হয়। এটি যেকোনো বয়সে হতে পারে। তবে ৫ থেকে ২০ বছর বয়সে বেশি হয়। যাঁদের রোগ প্রতিরোধক্ষমতা কম এবং পানির সংস্পর্শে কাজ করেন, তাঁদের এটি বেশি হয়। যাঁরা পায়ে চাপ দিয়ে হাঁটেন, তাঁদের পায়ে আঁচিল বেশি হয়। ধূমপানকারী ও যৌন সংস্পর্শের মাধ্যমে যৌনাঙ্গে আঁচিল হয়।
আঁচিল কোথায় হয়: শরীরের যেকোনো জায়গায় আঁচিল হতে পারে। সাধারণত হাতের ওপর ও আঙুলে, পায়ের আঙুল ও তলায়, হাঁটু, কনুই, মুখমণ্ডল, মাথা ও যৌনাঙ্গে আঁচিল হয়।
আঁচিলের চিকিৎসা: সাধারণত আঁচিলের জন্য কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। ৫ বছরের মধ্যে ৯০ শতাংশ আঁচিল চলে যায়। তবে কিছু ক্ষেত্রে চিকিৎসা নিতে হয়।
যেসব ক্ষেত্রে চিকিৎসা নিতে হয়
চিকিৎসা : রোগীর পছন্দ, বয়স, রোগ প্রতিরোধক্ষমতা, আঁচিলের ধরন ও অবস্থানের ওপর নির্ভর করে চিকিৎসা নেওয়া যায়। সাধারণ আঁচিল ও মুখমণ্ডলের ক্ষেত্রে রেটিন-এ ক্রিম ব্যবহার করতে হয়। এ ছাড়া ছয় থেকে ৪০ শতাংশ স্যালিসাইলিক অ্যাসিড মলম ব্যবহার করা হয়। সিলভার নাইট্রো ও কেন্থারিস ক্রিম ব্যবহার করা যায়। আঁচিল বড় এবং কমসংখ্যক হলে অপারেশনের মাধ্যমে কেটে ফেলা যায়।
ক্রায়োথেরাপি আধুনিক ও ফলপ্রসূ চিকিৎসা
ইমিউনোথেরাপি: যৌনাঙ্গের আঁচিলের ক্ষেত্রে ইমিকুইমড ক্রিম ব্যবহার করা হয়। ইনজেকশন কার্ডিডা দেওয়া হয়।
অ্যান্টিভাইরাল থেরাপি: কিছু কিছু ক্ষেত্রে সিডোফোভির ক্রিম ব্যবহার করা হয়। এইচপিভি ১৬/১৮ টাইপ দিয়ে যৌনাঙ্গের আঁচিল হলে বায়োপসি করে নিশ্চিন্ত হতে হয়, ক্যানসারের ঝুঁকি আছে কি না।
আঁচিল একটি সাধারণ ভাইরাসজনিত চর্মরোগ। যেসব কারণে এ রোগ হয় বা বাড়ে, সেগুলো থেকে বিরত থাকতে হবে। বেশির ভাগ আঁচিলের চিকিৎসার প্রয়োজন হয় না। যৌনাঙ্গের আঁচিল হলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞ, সার্জারি বিশেষজ্ঞ অথবা গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আঁচিলের চিকিৎসা দীর্ঘ মেয়াদে ধৈর্য সহকারে নিতে হয়।
পরামর্শ দিয়েছেন: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, সিনিয়র কনসালট্যান্ট, আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা
আঁচিল ভাইরাসজনিত একটি সাধারণ চর্মরোগ। এর সঙ্গে সবাই কমবেশি পরিচিত। আঁচিল এমনিতে কোনো সমস্যা করে না। তবে খোঁটাখুঁটি করলে রক্ত বের হতে পারে এবং জীবাণুতে সংক্রমিত এবং ব্যথা হতে পারে। এটা অনেক ক্ষেত্রে ছোঁয়াচে।
আঁচিল কেন হয়: বিভিন্ন ধরনের হিউম্যান পেপিলোমা ভাইরাস কিংবা এইচপিভির সংক্রমণে আঁচিল হয়। এটি যেকোনো বয়সে হতে পারে। তবে ৫ থেকে ২০ বছর বয়সে বেশি হয়। যাঁদের রোগ প্রতিরোধক্ষমতা কম এবং পানির সংস্পর্শে কাজ করেন, তাঁদের এটি বেশি হয়। যাঁরা পায়ে চাপ দিয়ে হাঁটেন, তাঁদের পায়ে আঁচিল বেশি হয়। ধূমপানকারী ও যৌন সংস্পর্শের মাধ্যমে যৌনাঙ্গে আঁচিল হয়।
আঁচিল কোথায় হয়: শরীরের যেকোনো জায়গায় আঁচিল হতে পারে। সাধারণত হাতের ওপর ও আঙুলে, পায়ের আঙুল ও তলায়, হাঁটু, কনুই, মুখমণ্ডল, মাথা ও যৌনাঙ্গে আঁচিল হয়।
আঁচিলের চিকিৎসা: সাধারণত আঁচিলের জন্য কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। ৫ বছরের মধ্যে ৯০ শতাংশ আঁচিল চলে যায়। তবে কিছু ক্ষেত্রে চিকিৎসা নিতে হয়।
যেসব ক্ষেত্রে চিকিৎসা নিতে হয়
চিকিৎসা : রোগীর পছন্দ, বয়স, রোগ প্রতিরোধক্ষমতা, আঁচিলের ধরন ও অবস্থানের ওপর নির্ভর করে চিকিৎসা নেওয়া যায়। সাধারণ আঁচিল ও মুখমণ্ডলের ক্ষেত্রে রেটিন-এ ক্রিম ব্যবহার করতে হয়। এ ছাড়া ছয় থেকে ৪০ শতাংশ স্যালিসাইলিক অ্যাসিড মলম ব্যবহার করা হয়। সিলভার নাইট্রো ও কেন্থারিস ক্রিম ব্যবহার করা যায়। আঁচিল বড় এবং কমসংখ্যক হলে অপারেশনের মাধ্যমে কেটে ফেলা যায়।
ক্রায়োথেরাপি আধুনিক ও ফলপ্রসূ চিকিৎসা
ইমিউনোথেরাপি: যৌনাঙ্গের আঁচিলের ক্ষেত্রে ইমিকুইমড ক্রিম ব্যবহার করা হয়। ইনজেকশন কার্ডিডা দেওয়া হয়।
অ্যান্টিভাইরাল থেরাপি: কিছু কিছু ক্ষেত্রে সিডোফোভির ক্রিম ব্যবহার করা হয়। এইচপিভি ১৬/১৮ টাইপ দিয়ে যৌনাঙ্গের আঁচিল হলে বায়োপসি করে নিশ্চিন্ত হতে হয়, ক্যানসারের ঝুঁকি আছে কি না।
আঁচিল একটি সাধারণ ভাইরাসজনিত চর্মরোগ। যেসব কারণে এ রোগ হয় বা বাড়ে, সেগুলো থেকে বিরত থাকতে হবে। বেশির ভাগ আঁচিলের চিকিৎসার প্রয়োজন হয় না। যৌনাঙ্গের আঁচিল হলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞ, সার্জারি বিশেষজ্ঞ অথবা গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আঁচিলের চিকিৎসা দীর্ঘ মেয়াদে ধৈর্য সহকারে নিতে হয়।
পরামর্শ দিয়েছেন: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, সিনিয়র কনসালট্যান্ট, আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা
দেশের গ্রামাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিক। তবে শুরুতেই কম বরাদ্দ এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে বিদ্যমান সাড়ে ১৪ হাজারের মধ্যে এক-তৃতীয়াংশ ক্লিনিকের অবকাঠামোই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্যবহার-অনুপযোগী এ বিপুলসংখ্যক অবকাঠামো পুনর্নির্মাণের..
১ দিন আগেতীব্র গরমে আইসক্রিম, ঠান্ডা পানীয় বা হিমায়িত মিষ্টান্ন খাওয়ার প্রবণতা বেড়ে যায়। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা যত বাড়ছে, আমেরিকানেরা তত বেশি এসব মিষ্টি খাবারের দিকে ঝুঁকছেন—এমনটাই জানাচ্ছে নতুন গবেষণা। তবে বিজ্ঞানীরা সতর্ক করছেন, এর স্বাস্থ্যঝুঁকি মারাত্মক হতে পারে।
১ দিন আগেএখন জ্বরের মৌসুম চলছে; বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিদের বিভিন্ন ভাইরাস জ্বর হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হলো ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৭ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৯৪৪ এবং মারা গেছে ১১৮ জন। চিকিৎসকেরা বলছেন, একটি এডিস
৪ দিন আগেহৃদ্রোগ, স্ট্রোক কিংবা ধমনি বন্ধ হওয়ার অন্যতম কারণ রক্তে অতিরিক্ত কোলেস্টেরল; বিশেষ করে লো-ডেনসিটি লাইপোপ্রোটিন (এলডিএল) বা খারাপ কোলেস্টেরল রক্তনালিতে জমে ধমনি শক্ত করে। অন্যদিকে হাই-ডেনসিটি লাইপোপ্রোটিন (এইচডিএল) কিংবা ভালো কোলেস্টেরল শরীর থেকে অতিরিক্ত কোলেস্টেরল সরিয়ে দেয়।
৪ দিন আগে