বিশ্বের প্রথম ‘জেনেটিক্যালি মডিফায়েড’ (জিএম) বা জিনগত পরিবর্তন সাধিত কলার জাত অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়া। পানামা রোগ নামে পরিচিত ছত্রাকের সংক্রমণকে প্রতিরোধ করার জন্য জেনেটিক পরিবর্তন করা হয়েছে বলে বিশেষ এই কলাকে জিএম কলা বলা হয়। ফ্রি থিংক ডটকমের এক প্রতিবেদনে খবরটি জানানো হয়েছে।
কলার ক্ষেত্রে রোগ প্রতিরোধী প্রজাতির অনুমোদন এটিই প্রথম হলেও অন্যান্য রোগ প্রতিরোধের জন্য জেনেটিক পরিবর্তন আনা ফসলের চাষ ইতিমধ্যেই হচ্ছে। কলা একটি বড় ব্যবসা। ২০২৩ সালের হিসেব অনুসারে, কলা শিল্পের মূল্য ছিল প্রায় ২৫০০ কোটি ডলারের এবং বিশ্বজুড়ে অনেক মানুষই আয় বা পুষ্টির জন্য ফলটির ওপর নির্ভর করে।
তবে দুরারোগ্য রোগ পানামা ডিজিজ টিআর-৪ এর সংক্রমণে যে কোনো মুহূর্তে একটি দেশের কলা শিল্প ধসে যেতে পারে। গত কয়েক দশক ধরেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে টিআর-৪ রোগটি। এতে সংক্রমিত হয়েছে ক্যাভেন্ডিশসহ প্রায় সকল কলার জাত। উল্লেখ্য, পানামা রোগের মহামারিতে ১৯৫০ এর দশকে গ্রস মিশেল কলা নিশ্চিহ্ন হওয়ার পর থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কলার জাত ধরা হয় ক্যাভেন্ডিসকে।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির (কিউইউটি) সেন্টার ফর ট্রপিক্যাল ক্রপস অ্যান্ড বায়োকমোডিটির পরিচালক জেমস ডেল বলেন, বিধ্বংসী পানামা ডিজিজ টিআর-৪ একটি মাটিবাহিত ছত্রাকের কারণে ঘটে—যা ৫০ বছরেরও বেশি সময় ধরে মাটিতে থেকে যায়। এই সংক্রমণ কলা নিশ্চিহ্ন করে দেয় এবং কয়েক প্রজন্মের জন্য ধ্বংস করে দেয় খামারগুলোকে।
জিএম কলা খাওয়ার ব্যাপারে জেমস ডেল বলেন, ‘ভয়ের কিছু নেই। জিনটি ইতিমধ্যেই ক্যাভেন্ডিশে ছিল। এটি কাজ করে না। তাই আমরা কলার এমন একটি জাতে এটি ব্যবহার করেছি যা কাজ করে।’
ডেল এবং তার সহকর্মীরা কিউসিএভি-৪ নামের কলার প্রজাতি তৈরি করতে ২০ বছরেরও বেশি সময় ব্যয় করেছেন। এটি জেনেটিক পরিবর্তন আনা ক্যাভেন্ডিশ কলারই একটি জাত যা পানামা ডিজিজ টিআর-৪ কে প্রতিরোধ করতে পারে। তাদের কঠোর পরিশ্রম এখন সার্থক হয়েছে।
অস্ট্রেলিয়ান নিয়ন্ত্রকেরা সম্প্রতি রায় দিয়েছেন যে, জিএম কলা প্রাকৃতিক কলার মতোই নিরাপদ এবং পুষ্টিকর। অস্ট্রেলিয়ার খাদ্যমন্ত্রী এপ্রিলের মাঝামাঝি সময়ে এই রায়কে প্রশ্নবিদ্ধ না করলে এই কলা অস্ট্রেলিয়ায় বিক্রির জন্য অনুমোদিত হবে।
কিউইউটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর মার্গারেট শিল বলেন, মৌলিক গবেষণায় বাস্তব ফলাফল পাওয়ার মাধ্যমে বাণিজ্যিকীকরণের দিকে যাত্রার একটি চমৎকার উদাহরণ এটি।
তবে জেনেটিক পরিবর্তন আনা প্রথম কলা নয় কিউসিএভি-৪। এর আগে ২০২৩ সালে ফিলিপাইনে বিভিন্ন ধরনের কলার মধ্যে জেনেটিক পরিবর্তন আনা হয় যাতে কলাগুলো খুব দ্রুত বাদামি না হয়।
বিশ্বের প্রথম ‘জেনেটিক্যালি মডিফায়েড’ (জিএম) বা জিনগত পরিবর্তন সাধিত কলার জাত অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়া। পানামা রোগ নামে পরিচিত ছত্রাকের সংক্রমণকে প্রতিরোধ করার জন্য জেনেটিক পরিবর্তন করা হয়েছে বলে বিশেষ এই কলাকে জিএম কলা বলা হয়। ফ্রি থিংক ডটকমের এক প্রতিবেদনে খবরটি জানানো হয়েছে।
কলার ক্ষেত্রে রোগ প্রতিরোধী প্রজাতির অনুমোদন এটিই প্রথম হলেও অন্যান্য রোগ প্রতিরোধের জন্য জেনেটিক পরিবর্তন আনা ফসলের চাষ ইতিমধ্যেই হচ্ছে। কলা একটি বড় ব্যবসা। ২০২৩ সালের হিসেব অনুসারে, কলা শিল্পের মূল্য ছিল প্রায় ২৫০০ কোটি ডলারের এবং বিশ্বজুড়ে অনেক মানুষই আয় বা পুষ্টির জন্য ফলটির ওপর নির্ভর করে।
তবে দুরারোগ্য রোগ পানামা ডিজিজ টিআর-৪ এর সংক্রমণে যে কোনো মুহূর্তে একটি দেশের কলা শিল্প ধসে যেতে পারে। গত কয়েক দশক ধরেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে টিআর-৪ রোগটি। এতে সংক্রমিত হয়েছে ক্যাভেন্ডিশসহ প্রায় সকল কলার জাত। উল্লেখ্য, পানামা রোগের মহামারিতে ১৯৫০ এর দশকে গ্রস মিশেল কলা নিশ্চিহ্ন হওয়ার পর থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কলার জাত ধরা হয় ক্যাভেন্ডিসকে।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির (কিউইউটি) সেন্টার ফর ট্রপিক্যাল ক্রপস অ্যান্ড বায়োকমোডিটির পরিচালক জেমস ডেল বলেন, বিধ্বংসী পানামা ডিজিজ টিআর-৪ একটি মাটিবাহিত ছত্রাকের কারণে ঘটে—যা ৫০ বছরেরও বেশি সময় ধরে মাটিতে থেকে যায়। এই সংক্রমণ কলা নিশ্চিহ্ন করে দেয় এবং কয়েক প্রজন্মের জন্য ধ্বংস করে দেয় খামারগুলোকে।
জিএম কলা খাওয়ার ব্যাপারে জেমস ডেল বলেন, ‘ভয়ের কিছু নেই। জিনটি ইতিমধ্যেই ক্যাভেন্ডিশে ছিল। এটি কাজ করে না। তাই আমরা কলার এমন একটি জাতে এটি ব্যবহার করেছি যা কাজ করে।’
ডেল এবং তার সহকর্মীরা কিউসিএভি-৪ নামের কলার প্রজাতি তৈরি করতে ২০ বছরেরও বেশি সময় ব্যয় করেছেন। এটি জেনেটিক পরিবর্তন আনা ক্যাভেন্ডিশ কলারই একটি জাত যা পানামা ডিজিজ টিআর-৪ কে প্রতিরোধ করতে পারে। তাদের কঠোর পরিশ্রম এখন সার্থক হয়েছে।
অস্ট্রেলিয়ান নিয়ন্ত্রকেরা সম্প্রতি রায় দিয়েছেন যে, জিএম কলা প্রাকৃতিক কলার মতোই নিরাপদ এবং পুষ্টিকর। অস্ট্রেলিয়ার খাদ্যমন্ত্রী এপ্রিলের মাঝামাঝি সময়ে এই রায়কে প্রশ্নবিদ্ধ না করলে এই কলা অস্ট্রেলিয়ায় বিক্রির জন্য অনুমোদিত হবে।
কিউইউটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর মার্গারেট শিল বলেন, মৌলিক গবেষণায় বাস্তব ফলাফল পাওয়ার মাধ্যমে বাণিজ্যিকীকরণের দিকে যাত্রার একটি চমৎকার উদাহরণ এটি।
তবে জেনেটিক পরিবর্তন আনা প্রথম কলা নয় কিউসিএভি-৪। এর আগে ২০২৩ সালে ফিলিপাইনে বিভিন্ন ধরনের কলার মধ্যে জেনেটিক পরিবর্তন আনা হয় যাতে কলাগুলো খুব দ্রুত বাদামি না হয়।
দীর্ঘ এক দশকের বেশি সময়ের গবেষণার পর কিডনি প্রতিস্থাপনে এক বড় অগ্রগতির খুব কাছাকাছি পৌঁছেছেন বিজ্ঞানীরা। এবার এমন এক যুগান্তকারী সাফল্যের সম্ভাবনা দেখা দিয়েছে, যাতে দাতার ও গ্রহীতার রক্তের গ্রুপ আলাদা হলেও কিডনি প্রতিস্থাপন সম্ভব হতে পারে। এতে অপেক্ষার সময় অনেক কমবে, আর অসংখ্য প্রাণ বাঁচানো যাবে।
২ ঘণ্টা আগেআজ সোমবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনই পুরুষ।
২ ঘণ্টা আগেএকটি রক্ত পরীক্ষার মাধ্যমে ৫০টিরও বেশি ধরনের ক্যানসার শনাক্ত করা সম্ভব বলে গবেষণায় উঠে এসেছে। ওই গবেষণায় বলা হয়েছে, এই রক্ত পরীক্ষা ক্যানসার শনাক্ত করার গতিও বাড়িয়ে দেয়।
২ দিন আগেজাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী ১৫ থেকে ২৯ বছর বয়সীদের তরুণ বলা হয়। বাংলাদেশে তরুণের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ। বর্তমানে এই তরুণদের মধ্যেও বিভিন্ন রকমের নন-কমিউনিকেবল রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে। তার মধ্যে ডায়াবেটিস অন্যতম। আগে মনে করা হতো, ডায়াবেটিস বয়স্ক মানুষের রোগ।
২ দিন আগে