ডা. মোহাম্মদ মনিরুল ইসলাম
কিডনি বা প্রস্রাবসংক্রান্ত যেসব নৈমিত্তিক সমস্যা আমাদের ভোগান্তিতে ফেলে, তার মধ্যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা সোজা ভাষায় ইউরিন ইনফেকশন উল্লেখযোগ্য। হিসাব করে দেখা যায়, রোগীদের মধ্যে আনুমানিক শতকরা তিনজন প্রস্রাবের ইনফেকশনে ভুগে থাকে। একটু সচেতন হলে এ থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রস্রাব যে পথে তৈরি ও নিঃসরণ হয়, তার ইনফেকশন বা প্রদাহই হলো প্রস্রাবে সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। সে হিসেবে এ রোগ মানে কিডনি, ইউরেটার, মূত্রথলি ও মূত্রনালির ইনফেকশন বোঝায়। যদিও মানুষ বেশি আক্রান্ত হয় মূত্রথলি ও মূত্রনালির ইনফেকশনে, যাদের যথাক্রমে সিস্টাইটিস ও ইউরেথ্রাইটিস বলে। জটিল অবস্থায় ইনফেকশন কিডনি পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, যাকে পাইলোনেফ্রাইটিস বলে।
কাদের বেশি হয়
ইউরিন ইনফেকশন সাধারণত মূত্রনালি থেকে ওপরে কিডনি পর্যন্ত ছড়ায়। নারীদের মূত্রনালি লম্বায় অপেক্ষাকৃত ছোট এবং অবস্থান পায়ুপথের কাছাকাছি হওয়ায় পুরুষদের তুলনায় নারীদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে।
কারা বেশি ঝুঁকিতে থাকেন
লক্ষণ
প্রতিরোধব্যবস্থা
পরীক্ষা
চিকিৎসা
সাধারণত রোগবাহী জীবাণু চিহ্নিত করে তার বিপরীতে কর্মক্ষম অ্যান্টিমাইক্রোবিয়াল দিয়ে চিকিৎসা করা হয়। অপর্যাপ্ত ও ভুল চিকিৎসা উল্টো বিপদ ডেকে আনতে পারে।
চিকিৎসা না করা বা অপচিকিৎসার জটিলতা
লেখক: রেসিডেন্ট, নেফ্রোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
কিডনি বা প্রস্রাবসংক্রান্ত যেসব নৈমিত্তিক সমস্যা আমাদের ভোগান্তিতে ফেলে, তার মধ্যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা সোজা ভাষায় ইউরিন ইনফেকশন উল্লেখযোগ্য। হিসাব করে দেখা যায়, রোগীদের মধ্যে আনুমানিক শতকরা তিনজন প্রস্রাবের ইনফেকশনে ভুগে থাকে। একটু সচেতন হলে এ থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রস্রাব যে পথে তৈরি ও নিঃসরণ হয়, তার ইনফেকশন বা প্রদাহই হলো প্রস্রাবে সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। সে হিসেবে এ রোগ মানে কিডনি, ইউরেটার, মূত্রথলি ও মূত্রনালির ইনফেকশন বোঝায়। যদিও মানুষ বেশি আক্রান্ত হয় মূত্রথলি ও মূত্রনালির ইনফেকশনে, যাদের যথাক্রমে সিস্টাইটিস ও ইউরেথ্রাইটিস বলে। জটিল অবস্থায় ইনফেকশন কিডনি পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, যাকে পাইলোনেফ্রাইটিস বলে।
কাদের বেশি হয়
ইউরিন ইনফেকশন সাধারণত মূত্রনালি থেকে ওপরে কিডনি পর্যন্ত ছড়ায়। নারীদের মূত্রনালি লম্বায় অপেক্ষাকৃত ছোট এবং অবস্থান পায়ুপথের কাছাকাছি হওয়ায় পুরুষদের তুলনায় নারীদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে।
কারা বেশি ঝুঁকিতে থাকেন
লক্ষণ
প্রতিরোধব্যবস্থা
পরীক্ষা
চিকিৎসা
সাধারণত রোগবাহী জীবাণু চিহ্নিত করে তার বিপরীতে কর্মক্ষম অ্যান্টিমাইক্রোবিয়াল দিয়ে চিকিৎসা করা হয়। অপর্যাপ্ত ও ভুল চিকিৎসা উল্টো বিপদ ডেকে আনতে পারে।
চিকিৎসা না করা বা অপচিকিৎসার জটিলতা
লেখক: রেসিডেন্ট, নেফ্রোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
দেশের ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার। বদলি/পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী বৃহস্পতিবারের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগাদান করবেন। অন্যথায় আগামী রোববার থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।
১ দিন আগেবিগত কয়েক দশক ধরেই বিশ্বে অন্যতম স্বাস্থ্য সমস্যা মুটিয়ে যাওয়া ও স্থূলতা। আগামী কয়েক দশকে এই সমস্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন গবেষকেরা। তাঁরা বলছেন, বিশ্বব্যাপী ২০৫০ সালের মধ্যে অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক এবং এক-তৃতীয়াংশ শিশু ও কিশোর-কিশোরী অতিরিক্ত ওজন বা স্থূলতার শিকার হবে। এই বিষয়টি
১ দিন আগে২০২৫ সালে এসেও এই চিত্র খুব একটা বদলায়নি। এখনো স্বাস্থ্যের জন্য জরুরি ৪টি উপাদান লৌহ, ভিটামিন ডি, ভিটামিন বি ১২, জিংকের ঘাটতিতে ভুগছে প্রায় ২৫ শতাংশ কিশোরী এবং স্থূলতায় আক্রান্ত কমপক্ষে ১০ শতাংশ।
১ দিন আগেআত্মহত্যা একটি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা বিশেষভাবে উদ্বেগজনক। বিশ্বব্যাপী আত্মহত্যা প্রতিরোধের উদ্যোগ নেওয়া হলেও বাংলাদেশে এখনো আত্মহত্যা সংক্রান্ত পর্যাপ্ত গবেষণা ও কার্যকর নীতিমালা তৈরি হয়নি
১ দিন আগে