ডা. এম মুজিবুর রহমান
পৃথিবীতে মানুষের জানা সবচেয়ে প্রাচীন রোগগুলোর একটি জলাতঙ্ক। রেবিস ভাইরাস সংক্রমিত মারাত্মক এ রোগটি জুনোটিক প্রকৃতির। এই রোগে মৃত্যুহার শতভাগ হলেও এটি প্রতিরোধযোগ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত সর্বশেষ রিপোর্ট (২০১৮) মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৯৬ শতাংশ জলাতঙ্ক সংক্রমণের জন্য কুকুর দায়ী।
আক্রান্ত রোগী তরল গিলতে গিয়ে গলা ও শ্বাসনালির মাংসপেশি সংকোচনে তীব্র ব্যথা অনুভব করে। এ ছাড়া শ্বাস-প্রশ্বাসের সমন্বয় না হওয়ায় ফুসফুসে পানি ঢুকে অনবরত কাশি হতে থাকে। এই অসহ্য ব্যথা ও কাশির জন্য তৈরি হওয়া ভয়ংকর পরিস্থিতির কারণে পানি দেখলে রোগী আতঙ্কিত হয়ে ওঠে। পানি বা জলের প্রতি তীব্র আতঙ্কের কারণেই এ রোগের নাম জলাতঙ্ক আর ইংরেজিতে হাইড্রোফোবিয়া। দুই ধরনের জলাতঙ্ক রোগ দেখা যায়—ফিউরিয়াস ও প্যারালাইটিক। তবে ফিউরিয়াস ধরনটি বেশি দেখা যায়।
আক্রান্ত মানুষের লক্ষণ
কুকুর বা প্রাণী কামড়ে করণীয়
চিকিৎসার জন্য অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
জলাতঙ্ক রোগ প্রতিরোধের কার্যকরী সমাধান কুকুরকে নিয়মিত জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া। এতে কুকুরের শরীরে সম্মিলিত প্রতিরোধব্যবস্থা গড়ে ওঠে। ফলে জলাতঙ্ক ভাইরাস কুকুর থেকে কুকুরে কিংবা মানুষে সংক্রামিত হতে পারে না; অর্থাৎ ব্যাপক হারে টিকাদান নিশ্চিত করলে মানুষ ও কুকুর উভয়ই নিরাপদ থাকবে।
লেখক: এমডিভি এক্সপার্ট, স্বাস্থ্য অধিদপ্তর ও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, র্যাবিস ইন ফাউন্ডেশন, বাংলাদেশ
আরও পড়ুন:
পৃথিবীতে মানুষের জানা সবচেয়ে প্রাচীন রোগগুলোর একটি জলাতঙ্ক। রেবিস ভাইরাস সংক্রমিত মারাত্মক এ রোগটি জুনোটিক প্রকৃতির। এই রোগে মৃত্যুহার শতভাগ হলেও এটি প্রতিরোধযোগ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত সর্বশেষ রিপোর্ট (২০১৮) মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৯৬ শতাংশ জলাতঙ্ক সংক্রমণের জন্য কুকুর দায়ী।
আক্রান্ত রোগী তরল গিলতে গিয়ে গলা ও শ্বাসনালির মাংসপেশি সংকোচনে তীব্র ব্যথা অনুভব করে। এ ছাড়া শ্বাস-প্রশ্বাসের সমন্বয় না হওয়ায় ফুসফুসে পানি ঢুকে অনবরত কাশি হতে থাকে। এই অসহ্য ব্যথা ও কাশির জন্য তৈরি হওয়া ভয়ংকর পরিস্থিতির কারণে পানি দেখলে রোগী আতঙ্কিত হয়ে ওঠে। পানি বা জলের প্রতি তীব্র আতঙ্কের কারণেই এ রোগের নাম জলাতঙ্ক আর ইংরেজিতে হাইড্রোফোবিয়া। দুই ধরনের জলাতঙ্ক রোগ দেখা যায়—ফিউরিয়াস ও প্যারালাইটিক। তবে ফিউরিয়াস ধরনটি বেশি দেখা যায়।
আক্রান্ত মানুষের লক্ষণ
কুকুর বা প্রাণী কামড়ে করণীয়
চিকিৎসার জন্য অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
জলাতঙ্ক রোগ প্রতিরোধের কার্যকরী সমাধান কুকুরকে নিয়মিত জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া। এতে কুকুরের শরীরে সম্মিলিত প্রতিরোধব্যবস্থা গড়ে ওঠে। ফলে জলাতঙ্ক ভাইরাস কুকুর থেকে কুকুরে কিংবা মানুষে সংক্রামিত হতে পারে না; অর্থাৎ ব্যাপক হারে টিকাদান নিশ্চিত করলে মানুষ ও কুকুর উভয়ই নিরাপদ থাকবে।
লেখক: এমডিভি এক্সপার্ট, স্বাস্থ্য অধিদপ্তর ও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, র্যাবিস ইন ফাউন্ডেশন, বাংলাদেশ
আরও পড়ুন:
দেশের ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার। বদলি/পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী বৃহস্পতিবারের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগাদান করবেন। অন্যথায় আগামী রোববার থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।
১২ ঘণ্টা আগেবিগত কয়েক দশক ধরেই বিশ্বে অন্যতম স্বাস্থ্য সমস্যা মুটিয়ে যাওয়া ও স্থূলতা। আগামী কয়েক দশকে এই সমস্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন গবেষকেরা। তাঁরা বলছেন, বিশ্বব্যাপী ২০৫০ সালের মধ্যে অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক এবং এক-তৃতীয়াংশ শিশু ও কিশোর-কিশোরী অতিরিক্ত ওজন বা স্থূলতার শিকার হবে। এই বিষয়টি
১৮ ঘণ্টা আগে২০২৫ সালে এসেও এই চিত্র খুব একটা বদলায়নি। এখনো স্বাস্থ্যের জন্য জরুরি ৪টি উপাদান লৌহ, ভিটামিন ডি, ভিটামিন বি ১২, জিংকের ঘাটতিতে ভুগছে প্রায় ২৫ শতাংশ কিশোরী এবং স্থূলতায় আক্রান্ত কমপক্ষে ১০ শতাংশ।
১৯ ঘণ্টা আগেআত্মহত্যা একটি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা বিশেষভাবে উদ্বেগজনক। বিশ্বব্যাপী আত্মহত্যা প্রতিরোধের উদ্যোগ নেওয়া হলেও বাংলাদেশে এখনো আত্মহত্যা সংক্রান্ত পর্যাপ্ত গবেষণা ও কার্যকর নীতিমালা তৈরি হয়নি
২০ ঘণ্টা আগে