অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
শ্রোণি শব্দের অর্থ নিতম্ব বা কটি। কেইগেল ব্যায়াম হলো শ্রোণিদেশের পেশিকে শক্তিশালী করার ব্যায়াম। একে পেলভিক ফ্লোর এক্সারসাইজও বলা হয়। পেলভিক ফ্লোর বা নিতম্বদেশের পেশির বিভিন্ন ব্যায়াম একত্রে কেইগেল এক্সারসাইজ নামে পরিচিত।
এই ব্যায়াম কেবল শ্রোণির পেশিগুলো শক্ত-সবল রাখতেই যে উপকারী, তা নয়; এটি জরায়ু, মূত্রথলি, ক্ষুদ্রান্ত্র আর মলাশয়ের জন্যও উপকারী। এই ব্যায়াম করলে প্রস্রাব চুয়ে পড়া বা দুর্ঘটনাক্রমে মল বেরিয়ে যাওয়া বা গ্যাস বেরিয়ে যাওয়া ঠেকানো যায়।
পেলভিক ফ্লোরের পেশিগুলো তরুণ বয়সে ঠিক থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো দুর্বল হতে থাকে। এ সময় নারীদের হতে পারে প্রলাপস। গর্ভধারণ, প্রসব, সিজার বা জরায়ু অপসারণ, উচ্চ শব্দে হাসি, কফ-হাঁচি ইত্যাদি কারণে প্রলাপস হতে পারে। প্রলাপস ঠেকাতে কেইগেল ব্যায়াম উপকারী। এ ছাড়া এটি প্রসবের পরে নারীদের জন্য বিশেষ উপকারী ব্যায়াম।
কেইগেল ব্যায়াম কেবল যে নারীদের জন্য উপকারী, তা নয়; এটি পুরুষের জন্যও উপকারী। এই ব্যায়াম করলে পুরুষের শ্রোণিদেশের পেশি মজবুত হয়। শ্রোণিদেশের পেশিগুলো বায়ু নির্গমন, প্রস্রাব চুয়ে পড়া বা ধরে রাখতে না পারার সমস্যা সামাল দেয়। এ ছাড়া এটি যৌনকর্ম নির্বিঘ্ন করতে সহায়তা করে থাকে।
কীভাবে করবেন
কেইগেল করে বেশির ভাগ নারী সুফল পান। এটি নিয়মিত করলে কয়েক মাসের মধ্যে প্রস্রাব চুয়ে পড়া প্রায় বন্ধ হয়ে আসে। কোমর, নিতম্বের জোর বাড়ানো, সেখানকার পেশি টাইট করা এবং টোন-আপ করার ক্ষেত্রে খুবই কাজে দেয় এ ধরনের ব্যায়াম। মাঝবয়সী নারীদের তলপেট ঝুলে যাওয়ার সমস্যা রোধ, থাই মাসল টোনিংও হয় এই ব্যায়ামে।
তবে এটি নিরাপদ ব্যায়াম হলেও কিছু কথা আছে। প্রস্রাব করতে করতে কেইগেল করবেন না। তাতে মূত্রথলিতে সংক্রমণের আশঙ্কা আছে। এ ছাড়া এটি অতিরিক্ত করার দরকার নেই। দিনে ১০ বার করলেই চলবে।
শ্রোণি শব্দের অর্থ নিতম্ব বা কটি। কেইগেল ব্যায়াম হলো শ্রোণিদেশের পেশিকে শক্তিশালী করার ব্যায়াম। একে পেলভিক ফ্লোর এক্সারসাইজও বলা হয়। পেলভিক ফ্লোর বা নিতম্বদেশের পেশির বিভিন্ন ব্যায়াম একত্রে কেইগেল এক্সারসাইজ নামে পরিচিত।
এই ব্যায়াম কেবল শ্রোণির পেশিগুলো শক্ত-সবল রাখতেই যে উপকারী, তা নয়; এটি জরায়ু, মূত্রথলি, ক্ষুদ্রান্ত্র আর মলাশয়ের জন্যও উপকারী। এই ব্যায়াম করলে প্রস্রাব চুয়ে পড়া বা দুর্ঘটনাক্রমে মল বেরিয়ে যাওয়া বা গ্যাস বেরিয়ে যাওয়া ঠেকানো যায়।
পেলভিক ফ্লোরের পেশিগুলো তরুণ বয়সে ঠিক থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো দুর্বল হতে থাকে। এ সময় নারীদের হতে পারে প্রলাপস। গর্ভধারণ, প্রসব, সিজার বা জরায়ু অপসারণ, উচ্চ শব্দে হাসি, কফ-হাঁচি ইত্যাদি কারণে প্রলাপস হতে পারে। প্রলাপস ঠেকাতে কেইগেল ব্যায়াম উপকারী। এ ছাড়া এটি প্রসবের পরে নারীদের জন্য বিশেষ উপকারী ব্যায়াম।
কেইগেল ব্যায়াম কেবল যে নারীদের জন্য উপকারী, তা নয়; এটি পুরুষের জন্যও উপকারী। এই ব্যায়াম করলে পুরুষের শ্রোণিদেশের পেশি মজবুত হয়। শ্রোণিদেশের পেশিগুলো বায়ু নির্গমন, প্রস্রাব চুয়ে পড়া বা ধরে রাখতে না পারার সমস্যা সামাল দেয়। এ ছাড়া এটি যৌনকর্ম নির্বিঘ্ন করতে সহায়তা করে থাকে।
কীভাবে করবেন
কেইগেল করে বেশির ভাগ নারী সুফল পান। এটি নিয়মিত করলে কয়েক মাসের মধ্যে প্রস্রাব চুয়ে পড়া প্রায় বন্ধ হয়ে আসে। কোমর, নিতম্বের জোর বাড়ানো, সেখানকার পেশি টাইট করা এবং টোন-আপ করার ক্ষেত্রে খুবই কাজে দেয় এ ধরনের ব্যায়াম। মাঝবয়সী নারীদের তলপেট ঝুলে যাওয়ার সমস্যা রোধ, থাই মাসল টোনিংও হয় এই ব্যায়ামে।
তবে এটি নিরাপদ ব্যায়াম হলেও কিছু কথা আছে। প্রস্রাব করতে করতে কেইগেল করবেন না। তাতে মূত্রথলিতে সংক্রমণের আশঙ্কা আছে। এ ছাড়া এটি অতিরিক্ত করার দরকার নেই। দিনে ১০ বার করলেই চলবে।
একটি রক্ত পরীক্ষার মাধ্যমে ৫০টিরও বেশি ধরনের ক্যানসার শনাক্ত করা সম্ভব বলে গবেষণায় উঠে এসেছে। ওই গবেষণায় বলা হয়েছে, এই রক্ত পরীক্ষা ক্যানসার শনাক্ত করার গতিও বাড়িয়ে দেয়।
১৫ ঘণ্টা আগেজাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী ১৫ থেকে ২৯ বছর বয়সীদের তরুণ বলা হয়। বাংলাদেশে তরুণের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ। বর্তমানে এই তরুণদের মধ্যেও বিভিন্ন রকমের নন-কমিউনিকেবল রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে। তার মধ্যে ডায়াবেটিস অন্যতম। আগে মনে করা হতো, ডায়াবেটিস বয়স্ক মানুষের রোগ।
২১ ঘণ্টা আগেহিমালয়ের ‘হিমলুং’ পর্বত শিখরে অভিযান শুরু করতে যাচ্ছেন দেশের নারী পর্বতারোহী নুরুননাহার নিম্মি। ৩০ দিনের এই অভিযানে শনিবার (আজ) নেপালের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। শুক্রবার (গতকাল) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলন করে অভিযাত্রী নুরুননাহার নিম্মির হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
১ দিন আগেনারীর ক্যানসারের মধ্যে স্তন ক্যানসারই বিশ্বব্যাপী সবচেয়ে বেশি নির্ণয় হওয়া রোগ। ২০২২ সালে আনুমানিক ২ দশমিক ৩ মিলিয়ন নারী এই রোগে আক্রান্ত হয়েছিলেন এবং আরও ৬ লাখ ৭০ হাজার নারী মারা গেছেন। যেখানে উচ্চ আয়ের দেশগুলোতে এই রোগে ৫ বছর বেঁচে থাকার হার ৯০ শতাংশের বেশি, সেখানে ভারতে এই সংখ্যা ৬৬ শতাংশ...
১ দিন আগে