ডা. তাওহীদা রহমান ইরিন
শিশুদের সবচেয়ে বেশি যে সমস্যা দেখা দেয়, সেটি হলো ডায়াপার বা ন্যাপি র্যাশ। দীর্ঘ সময় একই ডায়াপার পরিধানে পায়খানা-প্রস্রাব ত্বকের সংস্পর্শে আসে। এর সঙ্গে যুক্ত হয় ঘাম। এসব একসঙ্গে তৈরি করে বিভিন্ন রকম সমস্যা।
যা করবেন
দুই ঘণ্টা অন্তর ডায়াপার বদলাতে হবে। ন্যাপি র্যাশ হয়ে গেলে সুদিং ক্রিম ব্যবহার করা যেতে পারে।
অনেক সময় অ্যান্টি-ফাঙ্গাল, জিংক বা হাইড্রো কর্টিসনযুক্ত ক্রিম ব্যবহারের নির্দেশ দেন বিশেষজ্ঞরা।
অনেক সময় শিশুদের কাপড় ক্ষারযুক্ত সাবান দিয়ে ধোয়া হয়। এ কাপড়গুলো শিশুকে পরানো হলে ত্বকে নানা ধরনের র্যাশ দেখা দেয়। এগুলোকে কন্টাক্ট ডারমাটাইটিস বলে।
তাই শিশুর কাপড় ধোয়ার সময় ক্ষারমুক্ত সাবান বেছে নিতে হবে। আজকাল বাজারে ফেব্রিক সফটনার পাওয়া যায়, যা ব্যবহার করা যেতে পারে।
অনেক সময় শিশুর মুখের লালা গড়িয়ে পড়ে ঠোঁটের চারপাশে প্রদাহ হয়ে পেরিওরাল ডারমাটাইটিস সৃষ্টি করে।
ফিডারে দুধ খাওয়ানোর সময় দুধ গড়িয়ে গলা পর্যন্ত চলে যায়, ফলে গলার ভাঁজে ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয়। তাই শিশুদের খাওয়ানোর সময় একটু খেয়াল রাখলেই এ সমস্যা এড়ানো যায়। আর যদি ইনফেকশন হয়েই যায়, তাহলে পরামর্শের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক তো আছেনই।
শিশুর যখন দুই মাস বয়স হয়, তখন তাদের মাথায় হলুদ রঙের একধরনের পদার্থ দেখা দেয়। মায়েরা হঠাৎ করে ভয় পেয়ে যান। এটি আসলে মাথার ওপর আরেকটি বাড়তি প্রলেপ। এর চিকিৎসাও খুব স্বাভাবিক, খুব সাধারণ। একটি বাড়তি আবরণ পড়ে বলে মায়েরা ঘষে ঘষে তোলার চেষ্টা করেন। এটি করবেন না। মিনারেল অয়েল বা প্রাকৃতিক তেল মাথায় দিয়ে এই লেয়ারকে নরম করে, নরম ব্রাশ বা চিরুনি দিয়ে আঁচড়ে পরে সাধারণ বেবি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটি নিয়ে ভয়ের কিছু নেই। কারণ, আট মাস থেকে এক বছরের মধ্যে এটি চলে যায়।
নবজাতকের সঙ্গে কিন্তু আসেন নবজাতকের মা। যখন সন্তানকে কোলে নেবেন, তখন অবশ্যই হাত ধুয়ে নেবেন। কারণ, শিশুর ত্বক আমাদের তুলনায় ৩০ শতাংশ পাতলা, তাই যেকোনো ধরনের জীবাণু কিন্তু শিশুকে সংক্রমিত করতে পারে। তাদের ত্বক অনেক স্পর্শকাতর ও নাজুক। যখন আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব শিশুকে দেখতে আসবেন, তখন হাত জীবাণুমুক্ত করে নেবেন। এতে শিশু জীবাণুর হাত থেকে
রক্ষা পাবে।
লেখক: চর্মরোগ বিশেষজ্ঞ, শিওর সেল মেডিকেল বাংলাদেশ
স্বাস্থ্য সম্পর্কিত আরও পড়ুন:
শিশুদের সবচেয়ে বেশি যে সমস্যা দেখা দেয়, সেটি হলো ডায়াপার বা ন্যাপি র্যাশ। দীর্ঘ সময় একই ডায়াপার পরিধানে পায়খানা-প্রস্রাব ত্বকের সংস্পর্শে আসে। এর সঙ্গে যুক্ত হয় ঘাম। এসব একসঙ্গে তৈরি করে বিভিন্ন রকম সমস্যা।
যা করবেন
দুই ঘণ্টা অন্তর ডায়াপার বদলাতে হবে। ন্যাপি র্যাশ হয়ে গেলে সুদিং ক্রিম ব্যবহার করা যেতে পারে।
অনেক সময় অ্যান্টি-ফাঙ্গাল, জিংক বা হাইড্রো কর্টিসনযুক্ত ক্রিম ব্যবহারের নির্দেশ দেন বিশেষজ্ঞরা।
অনেক সময় শিশুদের কাপড় ক্ষারযুক্ত সাবান দিয়ে ধোয়া হয়। এ কাপড়গুলো শিশুকে পরানো হলে ত্বকে নানা ধরনের র্যাশ দেখা দেয়। এগুলোকে কন্টাক্ট ডারমাটাইটিস বলে।
তাই শিশুর কাপড় ধোয়ার সময় ক্ষারমুক্ত সাবান বেছে নিতে হবে। আজকাল বাজারে ফেব্রিক সফটনার পাওয়া যায়, যা ব্যবহার করা যেতে পারে।
অনেক সময় শিশুর মুখের লালা গড়িয়ে পড়ে ঠোঁটের চারপাশে প্রদাহ হয়ে পেরিওরাল ডারমাটাইটিস সৃষ্টি করে।
ফিডারে দুধ খাওয়ানোর সময় দুধ গড়িয়ে গলা পর্যন্ত চলে যায়, ফলে গলার ভাঁজে ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয়। তাই শিশুদের খাওয়ানোর সময় একটু খেয়াল রাখলেই এ সমস্যা এড়ানো যায়। আর যদি ইনফেকশন হয়েই যায়, তাহলে পরামর্শের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক তো আছেনই।
শিশুর যখন দুই মাস বয়স হয়, তখন তাদের মাথায় হলুদ রঙের একধরনের পদার্থ দেখা দেয়। মায়েরা হঠাৎ করে ভয় পেয়ে যান। এটি আসলে মাথার ওপর আরেকটি বাড়তি প্রলেপ। এর চিকিৎসাও খুব স্বাভাবিক, খুব সাধারণ। একটি বাড়তি আবরণ পড়ে বলে মায়েরা ঘষে ঘষে তোলার চেষ্টা করেন। এটি করবেন না। মিনারেল অয়েল বা প্রাকৃতিক তেল মাথায় দিয়ে এই লেয়ারকে নরম করে, নরম ব্রাশ বা চিরুনি দিয়ে আঁচড়ে পরে সাধারণ বেবি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটি নিয়ে ভয়ের কিছু নেই। কারণ, আট মাস থেকে এক বছরের মধ্যে এটি চলে যায়।
নবজাতকের সঙ্গে কিন্তু আসেন নবজাতকের মা। যখন সন্তানকে কোলে নেবেন, তখন অবশ্যই হাত ধুয়ে নেবেন। কারণ, শিশুর ত্বক আমাদের তুলনায় ৩০ শতাংশ পাতলা, তাই যেকোনো ধরনের জীবাণু কিন্তু শিশুকে সংক্রমিত করতে পারে। তাদের ত্বক অনেক স্পর্শকাতর ও নাজুক। যখন আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব শিশুকে দেখতে আসবেন, তখন হাত জীবাণুমুক্ত করে নেবেন। এতে শিশু জীবাণুর হাত থেকে
রক্ষা পাবে।
লেখক: চর্মরোগ বিশেষজ্ঞ, শিওর সেল মেডিকেল বাংলাদেশ
স্বাস্থ্য সম্পর্কিত আরও পড়ুন:
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ ও সরকারের রপ্তানি বৈচিত্র্যকরণ কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে ১১ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
১৮ ঘণ্টা আগেপ্রাচীনকাল থেকেই দীর্ঘায়ু, প্রাণশক্তি ও তারুণ্য ধরে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য ভ্রান্ত ধারণা। তবে এসব বিভ্রান্তির মধ্যেও কয়েকটি সত্য টিকে রয়েছে। খ্রিষ্টপূর্ব ৪০০ সালে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জনক হিসেবে পরিচিত হিপোক্রেটিস বলেছিলেন, ‘হাঁটাহাঁটি মানুষের সেরা ওষুধ।’ দুই হাজার বছরেরও বেশি সময় পর, আধুনিক
২১ ঘণ্টা আগেডেঙ্গুতে আক্রান্ত আরও ২০২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তারা ভর্তি হয়েছে। তবে এ সময়ে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য...
২ দিন আগেগরিব রোগীদের অনর্থক টেস্ট না দেওয়ার আহ্বান জানিয়ে চিকিৎসকদের উদ্দেশে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, রোগের কথা ভালোভাবে না শুনেই অনেক চিকিৎসক অনর্থক ১৪-১৫টি পরীক্ষা দেন। গরিব রোগীদের প্রতি এই অত্যাচার বন্ধ করুন।
২ দিন আগে