Ajker Patrika

ডেঙ্গুতে শিশুসহ দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৮

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৮: ১৭
ফাইল ছবি
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুসহ আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২৭৮ জন।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৫, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চার, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ ও রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৩০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরের এ পর্যন্ত ১৯ হাজার ৬৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ২৬২ জন।

চলতি বছরের আজ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৯৮০ জন। এর মধ্যে ৫৮ দশমিক আট শতাংশ পুরুষ ও ৪১ দশমিক দুই শতাংশ নারী রয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত দুজনের মধ্যে ওই শিশু (১৩) চট্টগ্রামের সীতাকুণ্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অপর তরুণী (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

বিরল খনিজ ও তোষামোদের কূটনীতি: পাকিস্তান দেখাল কীভাবে ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত