যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য জর্জিয়া নিবন্ধিত রোগীদের চিকিৎসার জন্য ফার্মেসিগুলোকে গাঁজার তৈরি ওষুধ সরবরাহের অনুমতি দিতে যাচ্ছে। এতে রোগীদের গাঁজার ওষুধ পাওয়ার সুযোগ প্রসারিত হবে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পিবিএস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
পিবিএসের মতে, জর্জিয়া বোর্ড অব ফার্মেসি এই সপ্তাহে ফার্মেসিতে গাঁজার তৈরি ওষুধ বিক্রির জন্য আবেদন জমা নেওয়া শুরু করেছে।
ফার্মেসিগুলোকে গাঁজার তৈরি ওষুধ বিতরণের অনুমতি দেওয়ার বিধিবিধান গত মাসে জর্জিয়া বোর্ডে চূড়ান্ত হয়েছিল। ওই সময় নির্ধারণ করা হয়, ফার্মেসিতে বিক্রির জন্য ওষুধের টেট্রাহাইড্রোকানাবিনল (টিএইচসি) খুবই স্বল্প হবে, যা ৫ শতাংশের বেশি হবে না।
স্বল্প টিএইচসি সম্পন্ন এসব ওষুধ ‘জর্জিয়া অ্যাক্সেস টু মেডিকেল ক্যানাবিস কমিশনের’ লাইসেন্সপ্রাপ্ত একটি ফার্ম থেকে কিনতে বা গ্রহণ করতে হবে। অঙ্গরাজ্যে প্রথম প্রতিষ্ঠিত গাঁজার তৈরি ওষুধ সরবরাহকারী বোটানিক্যাল সায়েন্সেস থেকে প্রায় ১২০টি ফার্মেসি গাঁজা সরবরাহ করবে।
বোটানিক্যাল সায়েন্সেস এখন গোটা জর্জিয়ায় স্বাধীন ও লাইসেন্সপ্রাপ্ত ফার্মেসিতে নিজের পণ্য বিতরণ করবে।
বোটানিক্যাল সায়েন্সেসের সিইও গ্যারি লং বলেছেন, ‘লক্ষ্যে আমরা অটল ছিলাম বলেই জর্জিয়ার নিবন্ধিত রোগীদের আশাকে বাস্তবে রূপ দিতে পেরেছি। তাঁরা এখন স্বস্তিতে আছে। আমাদের পাঁচটি মালিকানাধীন ওষুধের দোকান এবং প্রায় ১২০টি স্বাধীন ফার্মেসি অংশীদার রয়েছে।
‘এতে রাজ্যের প্রায় ৯০ শতাংশ মানুষ বোটানিক্যাল সায়েন্সেসের তৈরি গাঁজার ওষুধ ৩০ মিনিটের মধ্যে হাতের নাগেলে পেতে পারবে। আমরা জর্জিয়ায় নিবন্ধিত রোগীদের জন্য ন্যায়সংগত এ অধিকার প্রতিষ্ঠা করতে পেরে গর্বিত। ফার্মাসিস্টদের বিশ্বাস এবং পেশাদারত্বকে কাজে লাগিয়ে দেশের জন্য একটি মডেল হতে পেরেছি।’
বোটানিক্যাল সায়েন্সেস বলেছে, এটি জর্জিয়া বোর্ড অব ফার্মেসি, জর্জিয়া ফার্মেসি অ্যাসোসিয়েশন এবং একাডেমি অব ইনডিপেন্ডেন্ট ফার্মেসির সঙ্গে এই পদ্ধতিকে কার্যকর করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করছে।
যেসব রোগীর চিকিৎসকের কাছ থেকে ব্যবস্থাপত্র এবং মেডিকেল গাঁজা কার্ড রয়েছে, তাঁদের এখন গাঁজার তৈরি ওষুধ প্রাপ্যতা আরও বাড়বে।
যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য জর্জিয়া নিবন্ধিত রোগীদের চিকিৎসার জন্য ফার্মেসিগুলোকে গাঁজার তৈরি ওষুধ সরবরাহের অনুমতি দিতে যাচ্ছে। এতে রোগীদের গাঁজার ওষুধ পাওয়ার সুযোগ প্রসারিত হবে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পিবিএস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
পিবিএসের মতে, জর্জিয়া বোর্ড অব ফার্মেসি এই সপ্তাহে ফার্মেসিতে গাঁজার তৈরি ওষুধ বিক্রির জন্য আবেদন জমা নেওয়া শুরু করেছে।
ফার্মেসিগুলোকে গাঁজার তৈরি ওষুধ বিতরণের অনুমতি দেওয়ার বিধিবিধান গত মাসে জর্জিয়া বোর্ডে চূড়ান্ত হয়েছিল। ওই সময় নির্ধারণ করা হয়, ফার্মেসিতে বিক্রির জন্য ওষুধের টেট্রাহাইড্রোকানাবিনল (টিএইচসি) খুবই স্বল্প হবে, যা ৫ শতাংশের বেশি হবে না।
স্বল্প টিএইচসি সম্পন্ন এসব ওষুধ ‘জর্জিয়া অ্যাক্সেস টু মেডিকেল ক্যানাবিস কমিশনের’ লাইসেন্সপ্রাপ্ত একটি ফার্ম থেকে কিনতে বা গ্রহণ করতে হবে। অঙ্গরাজ্যে প্রথম প্রতিষ্ঠিত গাঁজার তৈরি ওষুধ সরবরাহকারী বোটানিক্যাল সায়েন্সেস থেকে প্রায় ১২০টি ফার্মেসি গাঁজা সরবরাহ করবে।
বোটানিক্যাল সায়েন্সেস এখন গোটা জর্জিয়ায় স্বাধীন ও লাইসেন্সপ্রাপ্ত ফার্মেসিতে নিজের পণ্য বিতরণ করবে।
বোটানিক্যাল সায়েন্সেসের সিইও গ্যারি লং বলেছেন, ‘লক্ষ্যে আমরা অটল ছিলাম বলেই জর্জিয়ার নিবন্ধিত রোগীদের আশাকে বাস্তবে রূপ দিতে পেরেছি। তাঁরা এখন স্বস্তিতে আছে। আমাদের পাঁচটি মালিকানাধীন ওষুধের দোকান এবং প্রায় ১২০টি স্বাধীন ফার্মেসি অংশীদার রয়েছে।
‘এতে রাজ্যের প্রায় ৯০ শতাংশ মানুষ বোটানিক্যাল সায়েন্সেসের তৈরি গাঁজার ওষুধ ৩০ মিনিটের মধ্যে হাতের নাগেলে পেতে পারবে। আমরা জর্জিয়ায় নিবন্ধিত রোগীদের জন্য ন্যায়সংগত এ অধিকার প্রতিষ্ঠা করতে পেরে গর্বিত। ফার্মাসিস্টদের বিশ্বাস এবং পেশাদারত্বকে কাজে লাগিয়ে দেশের জন্য একটি মডেল হতে পেরেছি।’
বোটানিক্যাল সায়েন্সেস বলেছে, এটি জর্জিয়া বোর্ড অব ফার্মেসি, জর্জিয়া ফার্মেসি অ্যাসোসিয়েশন এবং একাডেমি অব ইনডিপেন্ডেন্ট ফার্মেসির সঙ্গে এই পদ্ধতিকে কার্যকর করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করছে।
যেসব রোগীর চিকিৎসকের কাছ থেকে ব্যবস্থাপত্র এবং মেডিকেল গাঁজা কার্ড রয়েছে, তাঁদের এখন গাঁজার তৈরি ওষুধ প্রাপ্যতা আরও বাড়বে।
দেশের গ্রামাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিক। তবে শুরুতেই কম বরাদ্দ এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে বিদ্যমান সাড়ে ১৪ হাজারের মধ্যে এক-তৃতীয়াংশ ক্লিনিকের অবকাঠামোই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্যবহার-অনুপযোগী এ বিপুলসংখ্যক অবকাঠামো পুনর্নির্মাণের..
১ দিন আগেতীব্র গরমে আইসক্রিম, ঠান্ডা পানীয় বা হিমায়িত মিষ্টান্ন খাওয়ার প্রবণতা বেড়ে যায়। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা যত বাড়ছে, আমেরিকানেরা তত বেশি এসব মিষ্টি খাবারের দিকে ঝুঁকছেন—এমনটাই জানাচ্ছে নতুন গবেষণা। তবে বিজ্ঞানীরা সতর্ক করছেন, এর স্বাস্থ্যঝুঁকি মারাত্মক হতে পারে।
১ দিন আগেএখন জ্বরের মৌসুম চলছে; বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিদের বিভিন্ন ভাইরাস জ্বর হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হলো ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৭ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৯৪৪ এবং মারা গেছে ১১৮ জন। চিকিৎসকেরা বলছেন, একটি এডিস
৪ দিন আগেহৃদ্রোগ, স্ট্রোক কিংবা ধমনি বন্ধ হওয়ার অন্যতম কারণ রক্তে অতিরিক্ত কোলেস্টেরল; বিশেষ করে লো-ডেনসিটি লাইপোপ্রোটিন (এলডিএল) বা খারাপ কোলেস্টেরল রক্তনালিতে জমে ধমনি শক্ত করে। অন্যদিকে হাই-ডেনসিটি লাইপোপ্রোটিন (এইচডিএল) কিংবা ভালো কোলেস্টেরল শরীর থেকে অতিরিক্ত কোলেস্টেরল সরিয়ে দেয়।
৪ দিন আগে