আজকের পত্রিকা ডেস্ক
স্ত্রীরোগ
প্রশ্ন: আমার বয়স ২৯ বছর। উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। ওজন ৫৪ কেজি। আমি বিবাহিত। এর আগে কখনো আমার পিরিয়ড অনিয়মিত ছিল না। দুই মাস ধরে পিরিয়ড হয় না। শরীর ব্যথা, কোমরে ব্যথা আছে। মনে হচ্ছে পিরিয়ড হবে। কিন্তু হচ্ছে না। প্রেগনেন্সি টেস্ট করিয়েছি তিনবার। কিন্তু প্রতিবারই নেগেটিভ ফল এসেছে। এখন আমি কী করতে পারি?
-নাম প্রকাশে অনিচ্ছুক, রাজশাহী
উত্তর: বিবাহিত জীবন কত দিনের তা উল্লেখ করেননি। সম্প্রতি আপনার কোনো শারীরিক বা মানসিক পরিবর্তন ঘটেছে কি না লক্ষ করুন। যেমন কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া কিংবা হঠাৎ করে ওজন বেড়ে বা কমে যাওয়া ইত্যাদি। এই কারণগুলো মাসিকের ওপর সরাসরি প্রভাব ফেলে থাকে। কারণগুলো দূর করতে পারলে আবার সঠিক নিয়মে মাসিক হয়।
যদি এ ধরনের কিছু না হয়ে থাকে, তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখা প্রয়োজন হরমোনের অসামঞ্জস্যতা হয়েছে কি না।
-ডা. ফরিদা ইয়াসমিন সুমি, সহকারী অধ্যাপক (গাইনি), চট্টগ্রাম মেডিকেল কলেজ।
শিশুস্বাস্থ্য
প্রশ্ন: আমার মেয়ের বয়স চার বছর। দুই মাস ধরে সে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছে। ফলে ওয়াশরুমে যেতে ভয় পায়। বেশির ভাগ সময় চাপ হলে আটকে রাখে। বুঝিয়েও ওয়াশরুমে নেওয়া যায় না, কোলে উঠে বসে থাকে। এভাবে এক সপ্তাহ বা নয় দিন পর্যন্ত সে পায়খানা করেনি। সে মিষ্টিজাতীয় খাবার ছাড়া কিছুই খায় না। দুধভাত, পুডিং, চকলেট, দই এগুলোই খায়। আগে লবণ দিয়ে ভাজা মাছ খেত, এখন তা-ও খায় না। কোনো প্রকার ঝাল, তেতো, টক খাবার খায় না। জোর করেও খাওয়ানো যায় না। এর মধ্য়ে একবার চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলাম। ওষুধ ব্যবহার ও খাওয়ার পর কদিন স্বাভাবিক মলত্যাগ করেছে। কিন্তু এখন আবারও সমস্যা হচ্ছে। মেয়েকে কোনো বিশেষজ্ঞ দেখাতে পারি? আর খাদ্যাভ্যাসে কীভাবে বদল আনতে পারি?
-নীলুফার ইয়াসমিন, ঢাকা
উত্তর: আপনার শিশুর সম্ভবত এনাল ফিসার হয়েছে। শিশুটিকে বাংলাদেশ শিশু হাসপাতালের সার্জারি বহির্বিভাগে দেখান। চিকিৎসক দেখাতেই হবে। শিশুকে বসিয়ে পায়খানা করাতে হবে। আঁশযুক্ত ফল ও শাকসবজি খাওয়াতে হবে। যেমন লালশাক, পালংশাক, লাউ, পেঁপে—এগুলো। ইসবগুলের ভুসি রাতে ঘুমানোর সময় পানিতে ভিজিয়ে সঙ্গে সঙ্গে খাওয়াতে হবে, যাতে পেটের মধ্যে গিয়ে ভেজে।
-ডা. দেলোয়ার হোসেন, আরএমও, বাংলাদেশ শিশু হাসপাতাল
চুলের যত্ন
আমার বয়স ১৯ বছর। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছি। সপ্তাহে এক থেকে দুইবার চুলে তেল দিচ্ছি, প্যাক লাগাচ্ছি। তবুও ইদানীং আমার চুল একেবারে পাটের আঁশের মতো হয়ে গেছে। চুল রুক্ষ হয়ে গেছে। মাঝ থেকে চুল ভেঙে যাচ্ছে এবং মাথায় অনেক উকুন হয়েছে। এসব সমস্যা থেকে কীভাবে মুক্তি পাওয়া যেতে পারে?
-মেহনাজ, কুমিল্লা
উত্তর: আপনার যেসব সমস্যা দেখা গেছে তা হলো, আপনার চুল ভীষণ শুষ্ক ও ক্ষতিগ্রস্ত। সাধারণত খাবারে পুষ্টির অভাবে, যেমন ভিটামিন বি কমপ্লেক্স, জিংক, ভিটামিন ডি, সি, বি, এ, আয়রন ইত্যাদির অভাবে এ বয়সে চুল এমন হয়। অতিরিক্ত স্টাইলিং টুলসের ব্যবহার, যেমন আয়রন, স্ট্রেইটনার, কার্লার ইত্যাদি ব্যবহারে চুল ক্ষতিগ্রস্ত হয় এবং চুলের উপরিভাগের কিউটিকল ক্ষতিগ্রস্ত হয়।
যা করতে পারেন
-ডা. তাওহীদা রহমান ইরিন, চর্মরোগ বিশেষজ্ঞ, শিওর সেল মেডিকেল, ঢাকা
স্ত্রীরোগ
প্রশ্ন: আমার বয়স ২৯ বছর। উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। ওজন ৫৪ কেজি। আমি বিবাহিত। এর আগে কখনো আমার পিরিয়ড অনিয়মিত ছিল না। দুই মাস ধরে পিরিয়ড হয় না। শরীর ব্যথা, কোমরে ব্যথা আছে। মনে হচ্ছে পিরিয়ড হবে। কিন্তু হচ্ছে না। প্রেগনেন্সি টেস্ট করিয়েছি তিনবার। কিন্তু প্রতিবারই নেগেটিভ ফল এসেছে। এখন আমি কী করতে পারি?
-নাম প্রকাশে অনিচ্ছুক, রাজশাহী
উত্তর: বিবাহিত জীবন কত দিনের তা উল্লেখ করেননি। সম্প্রতি আপনার কোনো শারীরিক বা মানসিক পরিবর্তন ঘটেছে কি না লক্ষ করুন। যেমন কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া কিংবা হঠাৎ করে ওজন বেড়ে বা কমে যাওয়া ইত্যাদি। এই কারণগুলো মাসিকের ওপর সরাসরি প্রভাব ফেলে থাকে। কারণগুলো দূর করতে পারলে আবার সঠিক নিয়মে মাসিক হয়।
যদি এ ধরনের কিছু না হয়ে থাকে, তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখা প্রয়োজন হরমোনের অসামঞ্জস্যতা হয়েছে কি না।
-ডা. ফরিদা ইয়াসমিন সুমি, সহকারী অধ্যাপক (গাইনি), চট্টগ্রাম মেডিকেল কলেজ।
শিশুস্বাস্থ্য
প্রশ্ন: আমার মেয়ের বয়স চার বছর। দুই মাস ধরে সে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছে। ফলে ওয়াশরুমে যেতে ভয় পায়। বেশির ভাগ সময় চাপ হলে আটকে রাখে। বুঝিয়েও ওয়াশরুমে নেওয়া যায় না, কোলে উঠে বসে থাকে। এভাবে এক সপ্তাহ বা নয় দিন পর্যন্ত সে পায়খানা করেনি। সে মিষ্টিজাতীয় খাবার ছাড়া কিছুই খায় না। দুধভাত, পুডিং, চকলেট, দই এগুলোই খায়। আগে লবণ দিয়ে ভাজা মাছ খেত, এখন তা-ও খায় না। কোনো প্রকার ঝাল, তেতো, টক খাবার খায় না। জোর করেও খাওয়ানো যায় না। এর মধ্য়ে একবার চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলাম। ওষুধ ব্যবহার ও খাওয়ার পর কদিন স্বাভাবিক মলত্যাগ করেছে। কিন্তু এখন আবারও সমস্যা হচ্ছে। মেয়েকে কোনো বিশেষজ্ঞ দেখাতে পারি? আর খাদ্যাভ্যাসে কীভাবে বদল আনতে পারি?
-নীলুফার ইয়াসমিন, ঢাকা
উত্তর: আপনার শিশুর সম্ভবত এনাল ফিসার হয়েছে। শিশুটিকে বাংলাদেশ শিশু হাসপাতালের সার্জারি বহির্বিভাগে দেখান। চিকিৎসক দেখাতেই হবে। শিশুকে বসিয়ে পায়খানা করাতে হবে। আঁশযুক্ত ফল ও শাকসবজি খাওয়াতে হবে। যেমন লালশাক, পালংশাক, লাউ, পেঁপে—এগুলো। ইসবগুলের ভুসি রাতে ঘুমানোর সময় পানিতে ভিজিয়ে সঙ্গে সঙ্গে খাওয়াতে হবে, যাতে পেটের মধ্যে গিয়ে ভেজে।
-ডা. দেলোয়ার হোসেন, আরএমও, বাংলাদেশ শিশু হাসপাতাল
চুলের যত্ন
আমার বয়স ১৯ বছর। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছি। সপ্তাহে এক থেকে দুইবার চুলে তেল দিচ্ছি, প্যাক লাগাচ্ছি। তবুও ইদানীং আমার চুল একেবারে পাটের আঁশের মতো হয়ে গেছে। চুল রুক্ষ হয়ে গেছে। মাঝ থেকে চুল ভেঙে যাচ্ছে এবং মাথায় অনেক উকুন হয়েছে। এসব সমস্যা থেকে কীভাবে মুক্তি পাওয়া যেতে পারে?
-মেহনাজ, কুমিল্লা
উত্তর: আপনার যেসব সমস্যা দেখা গেছে তা হলো, আপনার চুল ভীষণ শুষ্ক ও ক্ষতিগ্রস্ত। সাধারণত খাবারে পুষ্টির অভাবে, যেমন ভিটামিন বি কমপ্লেক্স, জিংক, ভিটামিন ডি, সি, বি, এ, আয়রন ইত্যাদির অভাবে এ বয়সে চুল এমন হয়। অতিরিক্ত স্টাইলিং টুলসের ব্যবহার, যেমন আয়রন, স্ট্রেইটনার, কার্লার ইত্যাদি ব্যবহারে চুল ক্ষতিগ্রস্ত হয় এবং চুলের উপরিভাগের কিউটিকল ক্ষতিগ্রস্ত হয়।
যা করতে পারেন
-ডা. তাওহীদা রহমান ইরিন, চর্মরোগ বিশেষজ্ঞ, শিওর সেল মেডিকেল, ঢাকা
অনেকে মনে করি, ফ্রিজ বা রেফ্রিজারেটর হলো দীর্ঘদিন খাবার ভালো রাখার নিরাপদ জায়গা। কিন্তু সব খাবার ফ্রিজে ভালো থাকে না। কিছু কিছু খাবার ফ্রিজে রাখলে সেগুলোর গুণগত মান নষ্ট হয়ে যায়। এমনকি ক্ষতিকরও হয়ে উঠতে পারে। আধুনিক জীবনব্যবস্থায় ফ্রিজ অত্যাবশ্যকীয় অনুষঙ্গ, যা আমাদের জীবনযাত্রার সঙ্গে মিশে গেছে।
৫ ঘণ্টা আগেকানে পানি ঢুকলে কান পাকে, এ ধারণা ভুল। আগে থেকে যদি কারও মধ্যকর্ণে বা কানের পর্দায় ফুটো থাকে, তাহলে পানি ঢুকলে কান পাকে। যাদের আগে থেকে কান পাকার সমস্যা, তাদের কানে পানি ঢুকলে সমস্যাটি আরও খারাপ পর্যায়ে চলে যেতে পারে। তবে যাদের এ ধরনের সমস্যা নেই, তাদের কানে পানি প্রবেশ করলেও কান পাকার আশঙ্কা নেই...
৫ ঘণ্টা আগেকাজ, পড়াশোনা কিংবা দৈনন্দিন জীবনের বিভিন্ন চাপে অনেকের মনে অস্থিরতা কাজ করে। অনেক সময় মন শান্ত রাখা খুব কঠিন। এমনকি দিনের পর দিন কাজের শেষে বিশ্রাম নিলেও মন খারাপ হওয়া থামতে চায় না। জেনে রাখা ভালো মন শান্ত রাখার কিছু সহজ উপায়—
৫ ঘণ্টা আগেশিশুর মনোবল বাড়ানোর জন্য মা-বাবা, অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা থেকে শিশুর মনোবল বাড়ানোর কিছু কার্যকরী কৌশল খুঁজে পেয়েছেন। এসব কৌশল শিশুর শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে তুলতে সাহায্য করবে।
৬ ঘণ্টা আগে