ডা. মালিহা আহমেদ
বাসার যাবতীয় কাজ নিজেই করতে পছন্দ করেন করিম সাহেব। কিন্তু কিছুদিন ধরে খেয়াল করছেন, ভেজা কাপড় চেপার সময় বা স্ক্রু-ড্রাইভার চালানোর সময় কনুইয়ের বাইরের দিকে চিনচিনে ব্যথা হয়। ব্যথাটা ক্রমাগত বাড়তে থাকায় তিনি একজন চিকিৎসকের শরণাপন্ন হলেন। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানালেন, করিম সাহেবের ‘টেনিস অ্যালবো’ হয়েছে। অবাক হয়ে করিম সাহেব ভাবছেন, উনি তো কখনো টেনিস খেলেন না, টেনিস অ্যালবো হলো কীভাবে!
আসলে বিষয়টা কী
আমাদের বাহুর বড় হাড়টির নাম হিউমেরাস। হিউমেরাসের নিচের অংশে কনুইয়ের বাইরের দিকে উঁচু হয়ে থাকা হাড়ের অংশটির নাম ল্যাটেরাল এপিকন্ডাইল। কনুই ও কবজি নড়াচড়ার অনেক মাংসপেশি ও টেন্ডন এই ল্যাটেরাল এপিকন্ডাইলের সংস্পর্শে থাকে। অতিরিক্ত কাজ বা নড়াচড়ার কারণে এই সংস্পর্শী মাংসপেশি ও টেন্ডনে ক্ষত সৃষ্টি হয়ে দীর্ঘমেয়াদি ব্যথা তৈরি হয়। এই অবস্থাকেই ল্যাটেরাল এপিকন্ডাইলাইটিস বা টেনিস অ্যালবো বলে। টেনিস খেলোয়াড়দের এই রোগ বেশি হলেও সবারই আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে এতে। রঙের মিস্ত্রি, কাঠের মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান এমনকি ঘরোয়া কাজে যাঁদের নিবাহু বা ফোরআর্মের কাজ বেশি, তাঁরা সচরাচর আক্রান্ত হন টেনিস অ্যালবোতে। এমনকি বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় শচীন টেন্ডুলকারও আক্রান্ত
ছিলেন এতে।
লক্ষণ
রোগ নির্ণয়
এ রকম ব্যথা অনেক রোগেই হতে পারে, তাই সব দিক খেয়াল রেখে ডায়াগনসিস করতে হবে।
টেনিস এলবো সনাক্তের জন্য এই দুটো পরীক্ষাই সবচেয়ে নির্ভরযোগ্য। এ ছাড়া মাস্কুলোস্কেলেটাল আলট্রাসনোগ্রাম ও কনুইয়ের এমআরআইও করাতে হবে।
চিকিৎসা
এ ছাড়া পিআরপি চিকিৎসা ও ফিজিওথেরাপিও দিতে হবে। প্রয়োজন হলে অপারেশন করাতে হবে। যা-ই করুন না কেন, চিকিৎসকের পরামর্শ মেনে করতে হবে।
লেখক: মেডিকেল অফিসার, অর্থোপেডিকস, মা ও শিশু মেডিকেল কলেজ
বাসার যাবতীয় কাজ নিজেই করতে পছন্দ করেন করিম সাহেব। কিন্তু কিছুদিন ধরে খেয়াল করছেন, ভেজা কাপড় চেপার সময় বা স্ক্রু-ড্রাইভার চালানোর সময় কনুইয়ের বাইরের দিকে চিনচিনে ব্যথা হয়। ব্যথাটা ক্রমাগত বাড়তে থাকায় তিনি একজন চিকিৎসকের শরণাপন্ন হলেন। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানালেন, করিম সাহেবের ‘টেনিস অ্যালবো’ হয়েছে। অবাক হয়ে করিম সাহেব ভাবছেন, উনি তো কখনো টেনিস খেলেন না, টেনিস অ্যালবো হলো কীভাবে!
আসলে বিষয়টা কী
আমাদের বাহুর বড় হাড়টির নাম হিউমেরাস। হিউমেরাসের নিচের অংশে কনুইয়ের বাইরের দিকে উঁচু হয়ে থাকা হাড়ের অংশটির নাম ল্যাটেরাল এপিকন্ডাইল। কনুই ও কবজি নড়াচড়ার অনেক মাংসপেশি ও টেন্ডন এই ল্যাটেরাল এপিকন্ডাইলের সংস্পর্শে থাকে। অতিরিক্ত কাজ বা নড়াচড়ার কারণে এই সংস্পর্শী মাংসপেশি ও টেন্ডনে ক্ষত সৃষ্টি হয়ে দীর্ঘমেয়াদি ব্যথা তৈরি হয়। এই অবস্থাকেই ল্যাটেরাল এপিকন্ডাইলাইটিস বা টেনিস অ্যালবো বলে। টেনিস খেলোয়াড়দের এই রোগ বেশি হলেও সবারই আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে এতে। রঙের মিস্ত্রি, কাঠের মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান এমনকি ঘরোয়া কাজে যাঁদের নিবাহু বা ফোরআর্মের কাজ বেশি, তাঁরা সচরাচর আক্রান্ত হন টেনিস অ্যালবোতে। এমনকি বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় শচীন টেন্ডুলকারও আক্রান্ত
ছিলেন এতে।
লক্ষণ
রোগ নির্ণয়
এ রকম ব্যথা অনেক রোগেই হতে পারে, তাই সব দিক খেয়াল রেখে ডায়াগনসিস করতে হবে।
টেনিস এলবো সনাক্তের জন্য এই দুটো পরীক্ষাই সবচেয়ে নির্ভরযোগ্য। এ ছাড়া মাস্কুলোস্কেলেটাল আলট্রাসনোগ্রাম ও কনুইয়ের এমআরআইও করাতে হবে।
চিকিৎসা
এ ছাড়া পিআরপি চিকিৎসা ও ফিজিওথেরাপিও দিতে হবে। প্রয়োজন হলে অপারেশন করাতে হবে। যা-ই করুন না কেন, চিকিৎসকের পরামর্শ মেনে করতে হবে।
লেখক: মেডিকেল অফিসার, অর্থোপেডিকস, মা ও শিশু মেডিকেল কলেজ
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ ও সরকারের রপ্তানি বৈচিত্র্যকরণ কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে ১১ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
১৮ ঘণ্টা আগেপ্রাচীনকাল থেকেই দীর্ঘায়ু, প্রাণশক্তি ও তারুণ্য ধরে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য ভ্রান্ত ধারণা। তবে এসব বিভ্রান্তির মধ্যেও কয়েকটি সত্য টিকে রয়েছে। খ্রিষ্টপূর্ব ৪০০ সালে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জনক হিসেবে পরিচিত হিপোক্রেটিস বলেছিলেন, ‘হাঁটাহাঁটি মানুষের সেরা ওষুধ।’ দুই হাজার বছরেরও বেশি সময় পর, আধুনিক
২১ ঘণ্টা আগেডেঙ্গুতে আক্রান্ত আরও ২০২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তারা ভর্তি হয়েছে। তবে এ সময়ে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য...
২ দিন আগেগরিব রোগীদের অনর্থক টেস্ট না দেওয়ার আহ্বান জানিয়ে চিকিৎসকদের উদ্দেশে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, রোগের কথা ভালোভাবে না শুনেই অনেক চিকিৎসক অনর্থক ১৪-১৫টি পরীক্ষা দেন। গরিব রোগীদের প্রতি এই অত্যাচার বন্ধ করুন।
২ দিন আগে