Ajker Patrika

জিংকযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন

তাওহীদা রহমান ইরিন
আপডেট : ২৪ মার্চ ২০২২, ০৯: ৩৯
জিংকযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন

পুষ্টি

আমার বয়স ২৮ বছর। বিবাহিত। টানা অনেক দিন তলপেটে ব্যথা অনুভব করার পর ডাক্তারি পরীক্ষা করাই। জরায়ুর আশপাশে ইনফেকশন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। অ্যান্টিবায়োটিক খাওয়া চলছে। খাওয়াদাওয়ায় কি কোনো পরিবর্তন আনতে হবে?

দিশা হালদার, ঢাকা

মিষ্টি-জাতীয় খাবার আপাতত খাবেন না। ফার্মেন্টেড ও অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ খাবার খেতে হবে। এ ছাড়া প্রচুর পানি পান করতে হবে।

জাকিয়া নাজনীন
পুষ্টিবিদ ও হলিস্টিক লাইফস্টাইল মোডিফায়ার, ঢাকা

দাঁতের স্বাস্থ্য

দাঁতে ক্যাপ করালে তা কত দিন ঠিক থাকবে?

নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

যদি ভালো জায়গা থেকে রুট ক্যানেল করে ক্যাপ করান, তাহলে তা পাঁচ থেকে আট বছর থাকবে। কারণ সামনের দাঁতের ক্যাপে সাধারণত অ্যাস্থেটিক পারপাস বেশি থাকে, চাপ কম পড়ে। সে ক্ষেত্রে কিছু নির্দেশনা আছে, যেমন হাড়, পেয়ারার বিচি ইত্যাদি শক্ত জিনিস খাওয়া যাবে না। 

লিউনা লুভাইনা ইসলাম, ডেনটিস্ট, ব্লুটুথ ডেন্টাল পয়েন্ট, ঢাকা

ত্বকের স্বাস্থ্য

আমার বয়স ২৭ বছর। ইদানীং আমার ত্বকে খুব সমস্যা দেখা দিচ্ছে। ত্বক খুব শুষ্ক হয়ে যাচ্ছে। মুখের ত্বক থেকে চামড়া ওঠে এবং পানি লাগলে জ্বলে। পেট্রোলিয়াম জেলি কিংবা ময়েশ্চারাইজার লাগালেও জ্বলে। আগে কখনো 
এমন হয়নি। এ ক্ষেত্রে কী করণীয়? 

রিমি, সিলেট‍

 যাঁদের ত্বক শুষ্ক তাঁদের হঠাৎ করে এমন জ্বালাপোড়া হতে পারে। যাঁদের ত্বক স্বাভাবিক ও তৈলাক্ত তাঁদেরও এমন হতে পারে। আবহাওয়া পরিবর্তনের কারণেও এ ধরনের সমস্যা হতে পারে।  অনেক সময় নতুন পণ্য বা মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার করলেও সমস্যা হতে পারে। যেসব পণ্যে ত্বক শুষ্ক করার উপাদান ব্যবহার করা হয়, সেই সব পণ্য ব্যবহার করলেও ত্বক জ্বালা করতে পারে। 
সে ক্ষেত্রে গরম পানি ও খুব ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া যাবে না। স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে মুখ ধুতে হবে। ফেস ক্লিনজারের ক্ষেত্রে দেখবেন যেন তাতে ওটমিল, ক্যামোমাইল এক্সট্রাক্ট থাকে। সেসব উপাদান সুথিং ও রিপেয়ারিং ইফেক্ট দেবে। ময়েশ্চারাইজার ব্যবহারের আগে দেখবেন  ময়েশ্চারাইজারের উপাদান হিসেবে পানি, সেমাইড, লিপিড ও হায়ালোনিক অ্যাসিড আছে কি না।  জিংকযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যেতে পারে। 

তাওহীদা রহমান ইরিন
চর্মরোগ বিশেষজ্ঞ
শিওর সেল মেডিকেল, ঢাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত