ফ্যাক্টচেক ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত রোববার (৭ জানুয়ারি)। নির্বাচন ঘিরে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনকে জড়িয়ে একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ছড়িয়েছে। ওই মন্তব্যের সঙ্গে একটি ভিডিও জুড়ে দাবি করা হচ্ছে, খালেদ মুহিউদ্দীন সদ্য অনুষ্ঠিত নির্বাচন নিয়ে বলেছেন, ‘৭০ উইকেটের বিনিময়ে অর্জন ৪০% তার মধ্যে ৩৮% জাল ২% কাস্ট গত ১৫ বছরে এটাই তাদের অর্জন...! সাংবাদিক হিসেবে আমি লজ্জিত।’
Mohammad Imran- মোহাম্মদ ইমরান নামের একটি ফেসবুক পেজে গতকাল সোমবার (৮ জানুয়ারি) খালেদ মুহিউদ্দীনের একটি ভিডিও যুক্ত করে দেওয়া এমন একটি পোস্ট হয়। পোস্টটি আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ২টা পর্যন্ত প্রায় ২ লাখ ৯২ হাজার বার দেখা হয়েছে। এটি শেয়ার হয়েছে প্রায় সাড়ে ৭ হাজারবার, রিয়েকশন পড়েছে প্রায় ৩২ হাজারের বেশি; মন্তব্য পড়েছে প্রায় ১ হাজার। এসব মন্তব্যে নেটিজেনদের ফেসবুকে প্রচারিত মন্তব্যটি খালেদ মুহিউদ্দীনের বক্তব্য হিসেবে বিশ্বাস করতে দেখা গেছে। এ পোস্টটি ছাড়াও কেবল ফেসবুকেই এমন শতাধিক পোস্ট খুঁজে পাওয়া যায়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে খালেদ মুহিউদ্দিনের দাবি করা মন্তব্যটির সত্যতা যাচাইয়ে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ তাঁর ফেসবুক অ্যাকাউন্ট, ডয়েচে ভেলে বাংলার ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে দেখেছে। পর্যবেক্ষণে নির্বাচন নিয়ে তাঁর এমন কোনো মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
সোশ্যাল মিডিয়ায় খালেদ মুহিউদ্দীনের নামে ভাইরাল মন্তব্যটির সঙ্গে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে, ওই ভিডিওটি যাচাই করে দেখা যায়, এটি নির্বাচনের দিন ডয়েচে ভেলে বাংলার ফেসবুক পেজে দুপুর ১.৫৩ মিনিটে প্রচারিত একটি লাইভ। ২৩ মিনিট ২৩ সেকেন্ডের ওই লাইভটির শিরোনাম ছিল ‘ভোটের পরস্থিতি কেমন দেখা যাচ্ছে? দেখুন লাইভ, জানান মতামত।’লাইভ ভিডিওটিতে খালেদ মুহিউদ্দীন ভোটের দিন ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতিসহ তাঁর দেখা ভোটকেন্দ্রগুলোর অভিজ্ঞতা শেয়ার করেন উপস্থাপকের সঙ্গে। এখানেও তাঁকে ‘৭০ উইকেটের বিনিময়ে অর্জন ৪০% তার মধ্যে ৩৮% জাল ২% কাস্ট গত ১৫ বছরে এটাই তাদের অর্জন...! সাংবাদিক হিসেবে আমি লজ্জিত।’ এমন কোনো মন্তব্য করতে শোনা যায়নি।
পরে মন্তব্যটির সত্যতা যাচাইয়ে খালেদ মুহিউদ্দিনের সঙ্গে হোয়াটস অ্যাপে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তিনি আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগকে বলেন, ‘আমি এমন কোনো মন্তব্য করিনি। নির্বাচনের দিন আমি যা বলেছি, সব তো লাইভেই প্রচার করা হয়েছে।’
খালেদ মুহিউদ্দিনের নামে দাবিকৃত মন্তব্যটির উৎস যাচাই করে দেখা গেছে, ৮ জানুয়ারির সকালের দিকের একাধিক পোস্টে মন্তব্যটিতে কারো নাম যুক্ত করা ছাড়াই ফেসবুকে প্রচার হয়েছে। যেমন, ওইদিন সকাল ৭টা ১৪ মিনিটে দেওয়া সম্ভাব্য প্রথম পোস্টে কারো নাম উল্লেখ করা হয়নি। ‘পোস্টটির ভাষ্য ছিল, ৭০ উইকেটের বিনিময়ে অর্জন ৪০%, তার মধ্যে ৩৮% জাল, ২% কাস্ট, ১৫ বছরের উন্নয়নে এটাই তাদের অর্জন!।’ তবে এই পোস্টের সঙ্গে ডয়েচে ভেলের নির্বাচনের দিনের ওই লাইভটি যুক্ত করে দেওয়া হয়েছে।
এ থেকে স্পষ্ট, প্রথমে মন্তব্যটি কারো নাম উল্লেখ ছাড়াই ডয়েচে ভেলের ভিডিওসহ সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়। পরে এটিই পরিবর্তিত হয়ে খালেদ মুহিউদ্দিনের নামসহ ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, গতকাল সোমবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাপানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্তভাবে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। এর আগে রোববার (৭ জানুয়ারি) বিকেলে ভোট গ্রহণ শেষে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে গড়ে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে।
নির্বাচন নিয়ে আরও খবরের লিংক-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত রোববার (৭ জানুয়ারি)। নির্বাচন ঘিরে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনকে জড়িয়ে একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ছড়িয়েছে। ওই মন্তব্যের সঙ্গে একটি ভিডিও জুড়ে দাবি করা হচ্ছে, খালেদ মুহিউদ্দীন সদ্য অনুষ্ঠিত নির্বাচন নিয়ে বলেছেন, ‘৭০ উইকেটের বিনিময়ে অর্জন ৪০% তার মধ্যে ৩৮% জাল ২% কাস্ট গত ১৫ বছরে এটাই তাদের অর্জন...! সাংবাদিক হিসেবে আমি লজ্জিত।’
Mohammad Imran- মোহাম্মদ ইমরান নামের একটি ফেসবুক পেজে গতকাল সোমবার (৮ জানুয়ারি) খালেদ মুহিউদ্দীনের একটি ভিডিও যুক্ত করে দেওয়া এমন একটি পোস্ট হয়। পোস্টটি আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ২টা পর্যন্ত প্রায় ২ লাখ ৯২ হাজার বার দেখা হয়েছে। এটি শেয়ার হয়েছে প্রায় সাড়ে ৭ হাজারবার, রিয়েকশন পড়েছে প্রায় ৩২ হাজারের বেশি; মন্তব্য পড়েছে প্রায় ১ হাজার। এসব মন্তব্যে নেটিজেনদের ফেসবুকে প্রচারিত মন্তব্যটি খালেদ মুহিউদ্দীনের বক্তব্য হিসেবে বিশ্বাস করতে দেখা গেছে। এ পোস্টটি ছাড়াও কেবল ফেসবুকেই এমন শতাধিক পোস্ট খুঁজে পাওয়া যায়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে খালেদ মুহিউদ্দিনের দাবি করা মন্তব্যটির সত্যতা যাচাইয়ে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ তাঁর ফেসবুক অ্যাকাউন্ট, ডয়েচে ভেলে বাংলার ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে দেখেছে। পর্যবেক্ষণে নির্বাচন নিয়ে তাঁর এমন কোনো মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
সোশ্যাল মিডিয়ায় খালেদ মুহিউদ্দীনের নামে ভাইরাল মন্তব্যটির সঙ্গে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে, ওই ভিডিওটি যাচাই করে দেখা যায়, এটি নির্বাচনের দিন ডয়েচে ভেলে বাংলার ফেসবুক পেজে দুপুর ১.৫৩ মিনিটে প্রচারিত একটি লাইভ। ২৩ মিনিট ২৩ সেকেন্ডের ওই লাইভটির শিরোনাম ছিল ‘ভোটের পরস্থিতি কেমন দেখা যাচ্ছে? দেখুন লাইভ, জানান মতামত।’লাইভ ভিডিওটিতে খালেদ মুহিউদ্দীন ভোটের দিন ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতিসহ তাঁর দেখা ভোটকেন্দ্রগুলোর অভিজ্ঞতা শেয়ার করেন উপস্থাপকের সঙ্গে। এখানেও তাঁকে ‘৭০ উইকেটের বিনিময়ে অর্জন ৪০% তার মধ্যে ৩৮% জাল ২% কাস্ট গত ১৫ বছরে এটাই তাদের অর্জন...! সাংবাদিক হিসেবে আমি লজ্জিত।’ এমন কোনো মন্তব্য করতে শোনা যায়নি।
পরে মন্তব্যটির সত্যতা যাচাইয়ে খালেদ মুহিউদ্দিনের সঙ্গে হোয়াটস অ্যাপে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তিনি আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগকে বলেন, ‘আমি এমন কোনো মন্তব্য করিনি। নির্বাচনের দিন আমি যা বলেছি, সব তো লাইভেই প্রচার করা হয়েছে।’
খালেদ মুহিউদ্দিনের নামে দাবিকৃত মন্তব্যটির উৎস যাচাই করে দেখা গেছে, ৮ জানুয়ারির সকালের দিকের একাধিক পোস্টে মন্তব্যটিতে কারো নাম যুক্ত করা ছাড়াই ফেসবুকে প্রচার হয়েছে। যেমন, ওইদিন সকাল ৭টা ১৪ মিনিটে দেওয়া সম্ভাব্য প্রথম পোস্টে কারো নাম উল্লেখ করা হয়নি। ‘পোস্টটির ভাষ্য ছিল, ৭০ উইকেটের বিনিময়ে অর্জন ৪০%, তার মধ্যে ৩৮% জাল, ২% কাস্ট, ১৫ বছরের উন্নয়নে এটাই তাদের অর্জন!।’ তবে এই পোস্টের সঙ্গে ডয়েচে ভেলের নির্বাচনের দিনের ওই লাইভটি যুক্ত করে দেওয়া হয়েছে।
এ থেকে স্পষ্ট, প্রথমে মন্তব্যটি কারো নাম উল্লেখ ছাড়াই ডয়েচে ভেলের ভিডিওসহ সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়। পরে এটিই পরিবর্তিত হয়ে খালেদ মুহিউদ্দিনের নামসহ ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, গতকাল সোমবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাপানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্তভাবে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। এর আগে রোববার (৭ জানুয়ারি) বিকেলে ভোট গ্রহণ শেষে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে গড়ে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে।
নির্বাচন নিয়ে আরও খবরের লিংক-
ভারতে তিনি প্রথমবার প্রকাশ্যে আসার দাবিতে এর আগে একাধিক ভিডিও ছড়ালে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এরই মধ্যে ভারত থেকে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন—এমন দাবিতে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
২ দিন আগেসামরিক পোশাক পরা এবং সাধারণ পোশাক পরা লোকজনের মধ্যে হাতাহাতি চলছে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে।
২ দিন আগেছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এর পর থেকে মাঝে মাঝে তাকে নিয়ে নানা তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তেমনি একটি তথ্য...
৩ দিন আগেকক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে, ভিডিওতে থাকা তরুণী পর্যটক ছিলেন। তাঁর গাড়ি থামিয়ে ছিনতাই...
৪ দিন আগে