Ajker Patrika

ছোট পোশাক পরায় উরফি জাভেদকে গ্রেপ্তারের দাবিটি অসত্য

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ২১: ৫২
ছোট পোশাক পরায় উরফি জাভেদকে গ্রেপ্তারের দাবিটি অসত্য

পোশাক নিয়ে প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমের নজর কেড়ে থাকেন ভারতের টিভি অভিনেত্রী উরফি জাভেদ। সম্প্রতি পোশাক ঘিরেই তিনি আবার আলোচনায় এসেছেন, তবে এবার ভিন্নভাবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে তার ছবিযুক্ত স্ত্রিনশট ছড়িয়ে দাবি করা হচ্ছে, ‘ছোট পোশাক’ পরার জন্য উরফি জাবেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ওই ছবিসহ একটি ভিডিও আগে থেকেই সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। তাতে দেখা যায়, উরফিকে পুলিশের পোশাক পরা দুজন নারী গাড়িতে তুলছেন। তাঁরা উরফির বিরুদ্ধে ছোট পোশাক পরার অভিযোগ করেন। উরফি তাকে এভাবে গ্রেপ্তারের আপত্তি জানিয়ে তর্ক করছেন। 

বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়ে দেখা যায়, উরফি জাভেদকে ছোট ছোট পোশাক পরার অভিযোগে পুলিশের আটকের দাবিতে প্রচারিত ভিডিওটি স্ক্রিপ্টেড। 

বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়ে উরফি জাভেদের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৩ নভেম্বর তার দেওয়া পোস্ট খুঁজে পাওয়া যায়। 

সেখানে উরফি লেখেন, ‘আমার উগ্র ফ্যাশন গেমের জন্য ফ্যাশন পুলিশ আমাকে গ্রেপ্তার করেছে। কিন্তু কিছুই আমাকে থামাতে পারবে না! ফ্রিকইন্সইন্ডিয়ার সাথে কাজ করতে পেরে আমি উচ্ছ্বসিত।’ 

উরফির দাবিমতে, তাকে ফ্যাশন পুলিশ গ্রেপ্তার করেছে। তবে অনুসন্ধানে ভারতে পুলিশ বিভাগে ফ্যাশন পুলিশ নাম কোনো বিভাগের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে এই নামে একটি ফ্যাশন প্রতিষ্ঠানের খোঁজ মিলেছে। 

এছাড়া তার পোস্টে উল্লিখিত ফ্রিকইন্সইন্ডিয়া সম্পর্কে অনুসন্ধানে দেখা যায়, এটি ডেনিম ফ্যাশনকেন্দ্রিক অনলাইন প্রতিষ্ঠান। 

অপরদিকে কি-ওয়ার্ড ধরে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ডেকান হেরাল্ডে গত ৪ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

এতে মুম্বাই পুলিশের বরাতে বলা হয়, অশ্লীলতার অভিযোগে মুম্বাই পুলিশের এক নারীকে গ্রেপ্তারের ভাইরাল ভিডিওটি সত্য নয়। এখানে পুলিশের পোশাকের অপব্যবহার করা হয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে উরফি জাভেদকে গ্রেপ্তারের ভাইরাল ভিডিও নিজস্ব প্রচারণার উদ্দেশ্যে তৈরি। এই ভিডিও স্বল্পবসনা নারীদের কাছে পুলিশ নিয়ে ভুল বার্তা দিয়েছে। এতে আরও বলা হয়, সস্তা প্রচারণার জন্য কেউ দেশের আইন ভঙ্গ করতে পারে না। 

এই প্রতিবেদনের সূত্রে পরে মুম্বাই পুলিশের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একইদিনে করা একটি টুইট বার্তা খুঁজে পাওয়া যায়। 

 টুইটে আরও বলা হয়, এই বিভ্রান্তিকর ভিডিও তৈরিতে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার ও এই কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। 

সিদ্ধান্ত 
সোশ্যাল মিডিয়ায় ছোট পোশাক পরায় ভারতীয় অভিনেত্রী উরফি জাভেদকে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে বলে যে ভিডিও প্রচার করা হচ্ছে। তা মূলত দুটি ফ্যাশন প্রতিষ্ঠানের প্রচারণার অংশ হিসেবে তৈরি করা, বাস্তব কোনো ঘটনার অংশ নয়। তাই এ খবরটি অসত্য।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত