ফ্যাক্টচেক ডেস্ক
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে মসজিদের সামনে রাস্তায় কাফনের কাপড়ে মোড়ানো লাশ দেখা যায়। ভিডিওটিতে ‘আল্লাহ ফিলিস্তিনি শহীদদের কবুল করেন’ শীর্ষক লেখা।
আজ শনিবার (২৫ নভেম্বর) পর্যন্ত প্রায় ১৬ লাখ বার দেখা হয়েছে এই ভিডিও, রিয়েক্ট পড়েছে দেড় লাখের বেশি। এটি শেয়ার হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার বার, মন্তব্য টেনেছে সাড়ে তিন হাজারের বেশি। লাশগুলো ফিলিস্তিনিদের ভেবে অনেকেই কমেন্ট করছে এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছে।
অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটিতে দৃশ্যমান লাশগুলো বাস্তবে লাশ নয়। ইরানের তেহরান স্কয়ারে ইসরায়েলের হামলায় গাজায় নিহতদের স্মরণে আয়োজন করা শিল্প প্রদর্শনীর ভিডিও এটি।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির ওয়েবসাইটে গত ১৪ নভেম্বর একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তা থেকে জানা যায়, ইরানে ইসরায়েলের হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘সিম্ফনি অব দ্য কিল্ড’ নামে এই শিল্প প্রদর্শনী হয়। এটি গত ১৩ নভেম্বর ইরানের তেহরান স্কয়ারে হয়। প্রতিবেদনটি থেকে পাওয়া ছবির সঙ্গে টিকটকে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।প্রতিবেদনটি দেখুন এখানে।
এছাড়া ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার ওয়েবসাইটেও ১৪ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে একই তথ্য খুঁজে পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসকদের হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে কাফনে মোড়ানো ৪ হাজার লাশ প্রতীকী হিসেবে প্রদর্শন করা হয়।
প্রতিবেদনটি দেখুন এখানে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। একমাসের বেশি সময় চলা যুদ্ধে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন বলে গাজা কর্তৃপক্ষের তথ্য। এর মধ্যে সাড়ে পাঁচ হাজার শিশু। তবে গত শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৭টা থেকে হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে যায়। আগামী চার দিন চলবে এই যুদ্ধবিরতি। এর মধ্যে হামাস ১৩ জন ইসরায়েলি নারী ও শিশু জিম্মিকে মুক্তি দেবে। বিপরীতে প্রায় ৪০ ফিলিস্তিনি নারী ও শিশু বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল।
সিদ্ধান্ত
গাজায় ইসরায়েলের হামলায় নিহতদের স্মরণে গত ১৩ নভেম্বর ইরানের তেহরান স্কয়ারে ‘সিম্ফনি অব দ্য কিল্ড’ নামে শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। সম্প্রতি এই প্রদর্শনীর একটি ভিডিও ঘটনার উল্লেখ ছাড়া ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়। ফলে ভিডিওটির কমেন্ট বক্সে টিকটক ব্যবহারকারীদের ভিডিওটি বাস্তব ধরে নিয়ে মন্তব্য করতে দেখা যায়।
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে মসজিদের সামনে রাস্তায় কাফনের কাপড়ে মোড়ানো লাশ দেখা যায়। ভিডিওটিতে ‘আল্লাহ ফিলিস্তিনি শহীদদের কবুল করেন’ শীর্ষক লেখা।
আজ শনিবার (২৫ নভেম্বর) পর্যন্ত প্রায় ১৬ লাখ বার দেখা হয়েছে এই ভিডিও, রিয়েক্ট পড়েছে দেড় লাখের বেশি। এটি শেয়ার হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার বার, মন্তব্য টেনেছে সাড়ে তিন হাজারের বেশি। লাশগুলো ফিলিস্তিনিদের ভেবে অনেকেই কমেন্ট করছে এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছে।
অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটিতে দৃশ্যমান লাশগুলো বাস্তবে লাশ নয়। ইরানের তেহরান স্কয়ারে ইসরায়েলের হামলায় গাজায় নিহতদের স্মরণে আয়োজন করা শিল্প প্রদর্শনীর ভিডিও এটি।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির ওয়েবসাইটে গত ১৪ নভেম্বর একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তা থেকে জানা যায়, ইরানে ইসরায়েলের হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘সিম্ফনি অব দ্য কিল্ড’ নামে এই শিল্প প্রদর্শনী হয়। এটি গত ১৩ নভেম্বর ইরানের তেহরান স্কয়ারে হয়। প্রতিবেদনটি থেকে পাওয়া ছবির সঙ্গে টিকটকে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।প্রতিবেদনটি দেখুন এখানে।
এছাড়া ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার ওয়েবসাইটেও ১৪ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে একই তথ্য খুঁজে পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসকদের হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে কাফনে মোড়ানো ৪ হাজার লাশ প্রতীকী হিসেবে প্রদর্শন করা হয়।
প্রতিবেদনটি দেখুন এখানে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। একমাসের বেশি সময় চলা যুদ্ধে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন বলে গাজা কর্তৃপক্ষের তথ্য। এর মধ্যে সাড়ে পাঁচ হাজার শিশু। তবে গত শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৭টা থেকে হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে যায়। আগামী চার দিন চলবে এই যুদ্ধবিরতি। এর মধ্যে হামাস ১৩ জন ইসরায়েলি নারী ও শিশু জিম্মিকে মুক্তি দেবে। বিপরীতে প্রায় ৪০ ফিলিস্তিনি নারী ও শিশু বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল।
সিদ্ধান্ত
গাজায় ইসরায়েলের হামলায় নিহতদের স্মরণে গত ১৩ নভেম্বর ইরানের তেহরান স্কয়ারে ‘সিম্ফনি অব দ্য কিল্ড’ নামে শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। সম্প্রতি এই প্রদর্শনীর একটি ভিডিও ঘটনার উল্লেখ ছাড়া ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়। ফলে ভিডিওটির কমেন্ট বক্সে টিকটক ব্যবহারকারীদের ভিডিওটি বাস্তব ধরে নিয়ে মন্তব্য করতে দেখা যায়।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৮ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
২২ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫