Ajker Patrika

তামিম ইকবালকে কি খালেদা জিয়ার ছবি উপহার দিয়েছেন এই ভক্ত

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৬: ২১
Thumbnail image

শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি ১১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) একটি ম্যাচে এক তরুণ ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে একটি ছবি দিচ্ছেন। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে আঁকা ছবি আছে।

ফয়সাল ০১৮৬ (Foysal 0186) নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। এতে রিয়েকশন পড়েছে প্রায় ৫৬ হাজার। ভিডিওটি আজ শুক্রবার (১ মার্চ) বিকাল ৩টা পর্যন্ত দেখা হয়েছে প্রায় ২লাখ ৪০হাজার বার, শেয়ার হয়েছে ১ হাজারের কাছাকাছি। 

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভেরিফায়েড ফেসবুক পেজে গত ২৩ ফেব্রুয়ারি পোস্ট করা একটি ছবি খুঁজে পাওয়া যায়। এখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখা যায়নি।

ভাইরাল ছবিটিতে প্রকৃতপক্ষে তামিম ইকবালের বাবা, মা সন্তানসহ পুরো পরিবার ছিল। ছবি: বিসিবির ফেসবুক পেজ ছবিটি সম্পর্কে বিসিবির ফেসবুক পেজে বলা হয়, ছবিটি চলমান বিপিএলের ৪১ তম ম্যাচের। ওই ম্যাচে ফরচুন বরিশাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছিল। মাহিন নামের এক দর্শককে ওই ম্যাচের ‘মোস্ট অ্যানথোজিয়াস্টিক ফ্যান অব দ্য ম্যাচ’ ঘোষণা করা হয়। 

এই পোস্টের সূত্রে আরও খুঁজে মুহাম্মদ মাহিন হাসান (Md Mahin Hasan) নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ২৩ ফেব্রুয়ারি দেওয়া পোস্টে মূল ছবিটি পাওয়া যায়। এখানেও খালেদা জিয়ার প্রতিকৃতি দেখা যায়নি। বরং ছবিটিতে তামিম ইকবাল ও তাঁর প্রয়াত বাবা, মা, স্ত্রী এবং দুই সন্তানকে দেখা যায়।

ছবিটি প্রসঙ্গে মাহিন লিখেন, ‘আলহামদুলিল্লাহ। কোথার থেকে শুরু করব বুঝতেছি না। মানুষটার সঙ্গে দেখা করার স্বপ্ন দীর্ঘদিন ধরেই। ছবিটা আমি প্রায় ১৫ দিন সময় নিয়ে এঁকেছি ভাইকে দেব বলে। আর আজ আসল আমার সেই দীর্ঘদিনের অপেক্ষার ফল। ভাইয়া এত ভালো একটা ইনিংস খেলছে আর আমি সেরা ফ্যান হয়েছি। ভাইয়া শুধু যে আমার ছবিটা নিয়েছে এমনটা না, আমাকে কথাও দিয়েছে যে, নিজের একটা জার্সি আমাকে দেবে।’

তামিম ইকবালের বাবা, মা সন্তানসহ পুরো পরিবারের ছবিটি আঁকেন এবং তামিমকে উপহার দেন মুহাম্মদ মাহিন হাসান নামে এক ভক্ত। ছবি: ফেসবুক স্পষ্টত, মাহিন হাসান নামে তামিম ইকবালের এক ভক্ত গত ২৩ ফেব্রুয়ারি বিপিএলের ম্যাচ শেষে তাঁকে নিজের আঁকা একটি ছবি উপহার দেন। ছবিটিতে তামিমের বাবা ইকবাল খান, এরপর তামিমসহ তার মা, স্ত্রী এবং সন্তানরা ছিলেন। ওই ছবিটিই সম্পাদনা করে তাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি যুক্ত করে টিকটকে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত