ফ্যাক্টচেক ডেস্ক
দুবাইয়ের নাইট ক্লাবের দৃশ্য দাবিতে সোশ্যাল মিডিয়ায় ৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, সাদা জামা পরা কয়েকজন নারী কোনো একটি স্থাপনা থেকে বের হচ্ছেন বা প্রবেশ করছেন, পাশেই একজন পুরুষ দাঁড়িয়ে আছেন। ভিডিওটির নেপথ্যে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, দুবাইয়ের একটি নাইট ক্লাব থেকে একে একে বের হয়ে আসছেন সুন্দরী তরুণীরা। দুবাইয়ের শেখেরা এই নাইট ক্লাবে টাকার বিনিময়ে আনন্দ ফুর্তি করতে পারেন। গত ২০ মে ‘ধরলা টিভি-Dhorla TV’ নামের ফেসবুক পেজে এমন দাবিতে ভিডিও ক্লিপটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ বুধবার (২৯ মে) বিকেল ৩টা পর্যন্ত ২৮ লাখ বার দেখা হয়েছে, রিয়েকশন পড়েছে প্রায় ১৩ হাজার।
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে এক্সে (সাবেক টুইটার) ‘ইয়াজিদি কালচার’ নামের অ্যাকাউন্টের একটি টুইটে ভিডিওটি পাওয়া যায়। ২০২৩ সালের ১৭ অক্টোবর এক্স অ্যাকাউন্টটিতে ১ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওটি টুইট করা হয়। টুইটটির প্রথম অংশের সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। টুইটটিতে ভিডিওটি সম্পর্কে লেখা হয়, প্রতি বছর ইয়াজিদিরা তুরস্কের শিরনাক শহরে একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠানে একত্রিত হয়। এই অনুষ্ঠানে ভিন্ন ধর্মের অনুসারীরাও যোগ দিয়ে থাকেন।
এই সূত্র মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম রওদাতে ২০২২ সালের ৭ অক্টোবরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ইয়াজিদিদের এই উৎসবের নাম ‘জামা হলিডে’। প্রতি বছর অক্টোবরের প্রথম দিকে টানা সাত দিন তাঁরা এই উৎসব পালন করেন। উৎসবটি পালনের জন্য ওই সময় বিশ্বের নানা প্রান্ত থেকে ইয়াজিদি সম্প্রদায়ের অনুসারীরা তুরস্কের শিরনাক শহরে একত্রিত হয়েছিলেন।
এই সময় তাঁরা ঐতিহ্যবাহী নাচ ও বিভিন্ন ধর্মীয় রীতিনীতি পালন করেন। প্রতিবেদনটিতে ইয়াজিদিদের জামা হলিডে পালনের ভিডিও প্রতিবেদনও যুক্ত করা হয়েছে। তাতেও তরুণীদের একই পোশাক পরে ভাইরাল ভিডিওটিতে থাকা স্থাপনাটির মতো স্থাপনায় প্রবেশের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন।
পরে আরও খুঁজে ইউটিউবে ‘DENGE TORE TV’ নামের একটি চ্যানেলে ২০২৩ সালের ১৩ অক্টোবর পোস্ট করা প্রায় ৪০ মিনিটের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়। ভিডিওটিতে থকা স্থাপনাটিতে নারী, পুরুষ ও শিশুদের বিভিন্ন ধর্মীয় আচার পালন করে প্রবেশ করতে দেখা যায়। স্থাপনাটির পাশেই একটি ফলকে স্থাপনাটিতে প্রবেশের ক্ষেত্রে পালনীয় ও বর্জনীয় কাজ সম্পর্কে তুরস্কের ভাষায় নির্দেশনা দেওয়া রয়েছে।
ওপরে উল্লিখিত তথ্যসমূহের ভিত্তিতে এটি স্পষ্ট, দুবাইয়ের নাইট ক্লাবের দাবিতে ভাইরাল ভিডিওটি ইয়াজিদি সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনের। ভিডিওটির সঙ্গে মিথ্যা দাবি জুড়ে দিয়ে দেশের সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, ইয়াজিদিরা কুর্দি ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী। উত্তর ইরাক, দক্ষিণ-পূর্ব তুরস্ক, উত্তর সিরিয়া, ককেশাস অঞ্চল এবং ইরানের কিছু অংশে তাঁদের বসবাস। ইয়াজিদি ধর্মে প্রাচীন ইরানি ধর্মের উপাদানগুলোর পাশাপাশি ইহুদি ধর্ম, নেস্টোরিয়ান খ্রিষ্টান এবং ইসলামের উপাদান পাওয়া যায়।
দুবাইয়ের নাইট ক্লাবের দৃশ্য দাবিতে সোশ্যাল মিডিয়ায় ৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, সাদা জামা পরা কয়েকজন নারী কোনো একটি স্থাপনা থেকে বের হচ্ছেন বা প্রবেশ করছেন, পাশেই একজন পুরুষ দাঁড়িয়ে আছেন। ভিডিওটির নেপথ্যে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, দুবাইয়ের একটি নাইট ক্লাব থেকে একে একে বের হয়ে আসছেন সুন্দরী তরুণীরা। দুবাইয়ের শেখেরা এই নাইট ক্লাবে টাকার বিনিময়ে আনন্দ ফুর্তি করতে পারেন। গত ২০ মে ‘ধরলা টিভি-Dhorla TV’ নামের ফেসবুক পেজে এমন দাবিতে ভিডিও ক্লিপটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ বুধবার (২৯ মে) বিকেল ৩টা পর্যন্ত ২৮ লাখ বার দেখা হয়েছে, রিয়েকশন পড়েছে প্রায় ১৩ হাজার।
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে এক্সে (সাবেক টুইটার) ‘ইয়াজিদি কালচার’ নামের অ্যাকাউন্টের একটি টুইটে ভিডিওটি পাওয়া যায়। ২০২৩ সালের ১৭ অক্টোবর এক্স অ্যাকাউন্টটিতে ১ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওটি টুইট করা হয়। টুইটটির প্রথম অংশের সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। টুইটটিতে ভিডিওটি সম্পর্কে লেখা হয়, প্রতি বছর ইয়াজিদিরা তুরস্কের শিরনাক শহরে একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠানে একত্রিত হয়। এই অনুষ্ঠানে ভিন্ন ধর্মের অনুসারীরাও যোগ দিয়ে থাকেন।
এই সূত্র মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম রওদাতে ২০২২ সালের ৭ অক্টোবরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ইয়াজিদিদের এই উৎসবের নাম ‘জামা হলিডে’। প্রতি বছর অক্টোবরের প্রথম দিকে টানা সাত দিন তাঁরা এই উৎসব পালন করেন। উৎসবটি পালনের জন্য ওই সময় বিশ্বের নানা প্রান্ত থেকে ইয়াজিদি সম্প্রদায়ের অনুসারীরা তুরস্কের শিরনাক শহরে একত্রিত হয়েছিলেন।
এই সময় তাঁরা ঐতিহ্যবাহী নাচ ও বিভিন্ন ধর্মীয় রীতিনীতি পালন করেন। প্রতিবেদনটিতে ইয়াজিদিদের জামা হলিডে পালনের ভিডিও প্রতিবেদনও যুক্ত করা হয়েছে। তাতেও তরুণীদের একই পোশাক পরে ভাইরাল ভিডিওটিতে থাকা স্থাপনাটির মতো স্থাপনায় প্রবেশের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন।
পরে আরও খুঁজে ইউটিউবে ‘DENGE TORE TV’ নামের একটি চ্যানেলে ২০২৩ সালের ১৩ অক্টোবর পোস্ট করা প্রায় ৪০ মিনিটের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়। ভিডিওটিতে থকা স্থাপনাটিতে নারী, পুরুষ ও শিশুদের বিভিন্ন ধর্মীয় আচার পালন করে প্রবেশ করতে দেখা যায়। স্থাপনাটির পাশেই একটি ফলকে স্থাপনাটিতে প্রবেশের ক্ষেত্রে পালনীয় ও বর্জনীয় কাজ সম্পর্কে তুরস্কের ভাষায় নির্দেশনা দেওয়া রয়েছে।
ওপরে উল্লিখিত তথ্যসমূহের ভিত্তিতে এটি স্পষ্ট, দুবাইয়ের নাইট ক্লাবের দাবিতে ভাইরাল ভিডিওটি ইয়াজিদি সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনের। ভিডিওটির সঙ্গে মিথ্যা দাবি জুড়ে দিয়ে দেশের সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, ইয়াজিদিরা কুর্দি ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী। উত্তর ইরাক, দক্ষিণ-পূর্ব তুরস্ক, উত্তর সিরিয়া, ককেশাস অঞ্চল এবং ইরানের কিছু অংশে তাঁদের বসবাস। ইয়াজিদি ধর্মে প্রাচীন ইরানি ধর্মের উপাদানগুলোর পাশাপাশি ইহুদি ধর্ম, নেস্টোরিয়ান খ্রিষ্টান এবং ইসলামের উপাদান পাওয়া যায়।
যুবলীগ নেতাকে গুলি চালানোর সময় এক নারী এসে সন্ত্রাসীদের তাড়া করেছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে আলাদা ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৮ ঘণ্টা আগেবাংলাদেশে এক হিন্দু নারী ইসলাম ধর্ম গ্রহণে রাজি না হওয়ায় ও জিযিয়া কর দিতে অস্বীকার করায় মুসলমানেরা পুরো হরিজন কলোনি আগুনে পুড়িয়ে দিয়েছে— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন এক্স অ্যাকাউন্ট থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে।
১ দিন আগেদুর্বৃত্তরা হাসপাতালের ভেতরে ঢুকে নির্মমভাবে যুবলীগ নেতা-কর্মীদের মারধর করছে— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে আলাদা ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩ দিন আগেচাঁদা না দেওয়ায় দোকানিকে কয়েকজন মিলে মারধর—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে দোকানে এক ব্যক্তিকে তিন–চার মিলে লাঠি দিয়ে বেধড়ক মারতে দেখা যায়।
৪ দিন আগে