Ajker Patrika

আয়মান সাদিকের কোলে শিশু, পাশে হাস্যোজ্জ্বল মুনজেরিন—শিশুটি কি এই দম্পতির

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৩: ৫২
Thumbnail image

আয়মান সাদিক-মুনজেরিন শহিদ বাংলাদেশের তরুণদের কাছে জনপ্রিয় জুটি। গত বছরের ১৫ সেপ্টেম্বর তাঁদের বিয়ে হয়। সম্প্রতি তাঁদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, আয়মানের কোলে একটি শিশু, পাশে হাস্যোজ্জ্বল মুখে বসে আছেন মুনজেরিন শহিদ।

তাঁদের এই ছবি শেয়ার করে ‘Champa Khan’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত বুধবার (১৭ এপ্রিল) এমন একটি ছবি ‘বিদ্যাসাগর কি দুনিয়ায় এসে গেছে তাহলে’ ক্যাপশনে পোস্ট করা হয়। পোস্টটিতে আজ শনিবার (২০ এপ্রিল) বেলা ২টা পর্যন্ত ৫২ হাজার রিঅ্যাকশন পড়েছে। কমেন্ট হয়েছে দুই হাজারের বেশি। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের আয়মান সাদিকের কোলে থাকা শিশুটি আয়মান-মুনজেরিন দম্পতির দাবিতে কমেন্ট করতে দেখা গেছে। 

ভাইরাল ছবিটি সম্পর্কে অনুসন্ধানে আয়মান সাদিকের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরে ১২ এপ্রিল একটি ছবি পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে আয়মান সাদিক লিখেছেন, ‘পুরানো বন্ধুদের সঙ্গে ঈদ।’ 

ওই ছবিতে আয়মান সাদিক ও মুনজেরিন শহিদের পরিহিত পোশাকের সঙ্গে ভাইরাল ছবিটির পোশাকের মিল পাওয়া যায়। ছবিতে তাঁদের কোলে কোনো শিশু ছিল না। ভাইরাল ছবিতে থাকা শিশুটিকে এখানে ভিন্ন আরেক নারীর কোলে দেখা যায়। ওই নারী সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায়, তিনি ইউটিউবার ও অভিনেতা সৌমিক আহমেদের স্ত্রী ফাতেমা তুজ জোহরা

আয়মান-মুনজেরিন দম্পতির সন্তান দাবিতে ভাইরাল পোস্টপ্রসঙ্গত, চলতি মাসের শুরুতে ১ এপ্রিল সৌমিক-ফাতেমা দম্পতির একটি কন্যাসন্তান হয়।

ঈদের পরদিন বন্ধুদের সঙ্গে ঈদ উদ্‌যাপনে আয়মান-মুনজেরিন দম্পতিপরে আয়মান সাদিকের কোলে থাকা শিশুটির পরিচয় সম্পর্কে জানতে আয়মান সাদিকের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। 

তিনি বলেন, কোলে থাকা শিশুটি তাঁর বন্ধু সৌমিকের মেয়ে। ছবিটি ঈদের পরদিন তোলা হয়েছিল। 

অর্থাৎ এটি স্পষ্ট, আয়মান সাদিক-মুনজেরিন শহিদ দম্পতির কোলে থাকা শিশুটি তাঁদের নয়। এটি আয়মান সাদিকের বন্ধু ইউটিউবার ও অভিনেতা সৌমিক আহমেদের মেয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত