ফ্যাক্টচেক ডেস্ক
‘সাকিবের ঘরে নতুন চাঁদের আগমন’— এমন শিরোনামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-৩ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান ও তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশিরের একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, শিশির হাসপাতালের শয্যায় শুয়ে আছেন, তাঁর পাশেই সাকিব আল হাসান বসা। তাঁদের কোলে একটি ছোট শিশু রয়েছে। ‘الجهرة’ নামের একটি ফেসবুক পেজে এমন ক্যাপশনে সম্ভাব্য ভাইরাল পোস্টটি পাওয়া যায়। পেজটিতে ৩ এপ্রিল ছবিটি পোস্ট করা হয়। ওই পোস্টে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ৩টা পর্যন্ত ৩২ হাজারের বেশি রিয়্যাকশন পড়েছে। কমেন্ট পড়েছে সাড়ে ৪ হাজারের বেশি। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের ছবির তথ্যটি সত্য ভেবে মন্তব্য করতে দেখা গেছে।
ভাইরাল ছবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘Shishir_ 75’ এ তাঁদের ভাইরাল ছবিটি পাওয়া যায়। ২০২১ সালের ১৯ জুলাই ছবিটি অ্যাকাউন্টটি থেকে পোস্ট করা হয়। ছবিটি সম্পর্কে ক্যাপশনে লেখা হয়, ‘২০২১ সালের ১৫ মার্চ, আমাদের জীবনের এক স্মরণীয় মুহূর্ত। সেদিন আমাদের ছেলের জন্ম হয়।’
একই দিনে ছবিটি শিশির তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজেও একই ক্যাপশনে পোস্ট করেন।
অর্থাৎ আগের সন্তানসহ সাকিব আল হাসান ও উম্মে শিশির দম্পতির ২০২১ সালের একটি পারিবারিক ছবিকেই সম্প্রতি সন্তান জন্মদানের দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
এর বাইরে সাম্প্রতিক সময়ে সাকিব-শিশিরের ঘরে নতুন অতিথি আসার ব্যাপারে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
‘সাকিবের ঘরে নতুন চাঁদের আগমন’— এমন শিরোনামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-৩ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান ও তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশিরের একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, শিশির হাসপাতালের শয্যায় শুয়ে আছেন, তাঁর পাশেই সাকিব আল হাসান বসা। তাঁদের কোলে একটি ছোট শিশু রয়েছে। ‘الجهرة’ নামের একটি ফেসবুক পেজে এমন ক্যাপশনে সম্ভাব্য ভাইরাল পোস্টটি পাওয়া যায়। পেজটিতে ৩ এপ্রিল ছবিটি পোস্ট করা হয়। ওই পোস্টে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ৩টা পর্যন্ত ৩২ হাজারের বেশি রিয়্যাকশন পড়েছে। কমেন্ট পড়েছে সাড়ে ৪ হাজারের বেশি। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের ছবির তথ্যটি সত্য ভেবে মন্তব্য করতে দেখা গেছে।
ভাইরাল ছবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘Shishir_ 75’ এ তাঁদের ভাইরাল ছবিটি পাওয়া যায়। ২০২১ সালের ১৯ জুলাই ছবিটি অ্যাকাউন্টটি থেকে পোস্ট করা হয়। ছবিটি সম্পর্কে ক্যাপশনে লেখা হয়, ‘২০২১ সালের ১৫ মার্চ, আমাদের জীবনের এক স্মরণীয় মুহূর্ত। সেদিন আমাদের ছেলের জন্ম হয়।’
একই দিনে ছবিটি শিশির তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজেও একই ক্যাপশনে পোস্ট করেন।
অর্থাৎ আগের সন্তানসহ সাকিব আল হাসান ও উম্মে শিশির দম্পতির ২০২১ সালের একটি পারিবারিক ছবিকেই সম্প্রতি সন্তান জন্মদানের দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
এর বাইরে সাম্প্রতিক সময়ে সাকিব-শিশিরের ঘরে নতুন অতিথি আসার ব্যাপারে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
তামার ব্রেসলেট শরীরের জয়েন্টের ব্যথা দূর করতে পারে— এমন কথা অনেকেই বিশ্বাস করেন। সত্যিই কি তাই? তামার ব্রেসলেট জয়েন্টের ব্যথা দূর করে— এই দাবির সত্যতা কতটুকু? চিকিৎসাবিজ্ঞান এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ।
২ দিন আগেগতকাল ৮ মার্চ (শনিবার) মাদারীপুরে বালুর ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মসজিদের মধ্যে ঢুকে প্রতিপক্ষ কর্তৃক তিন ভাইকে কুপিয়ে হত্যার খবর সংবাদ মাধ্যমে এসেছে। এরই মধ্যে, দেশে মসজিদের ভেতর মাথাবিহীন লাশের দৃশ্য দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ...
৩ দিন আগেসুনামগঞ্জে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে গেলে নেতা-কর্মীরা পুলিশকে ধাওয়া দেয়—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে।
৪ দিন আগেঝাল খাবার খেলে পাকস্থলীতে আলসার হয়— এমন ধারণা বহুদিন ধরে লোকমুখে প্রচার হয়ে আসছে। কিন্তু সত্যিই কি তাই? এই বিষয়ে চিকিৎসাবিজ্ঞান কী বলে তা জানার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
৬ দিন আগে