ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি ফেসবুকে একজন নারীর রমজানে দিনের বেলায় প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হলুদ রঙের পোশাক পরিহিত একজন নারী রাস্তার ধারে টং দোকানে বসে আছেন। তাঁর এক হাতে সিগারেট এবং অন্য হাতে চা। এই সময় কিছু পুরুষ এসে তাঁকে রোজায় দিনের বেলায় প্রকাশ্যে ধুমপান করার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছেন।
এমন একটি ভিডিও শেয়ার করে মুহাম্মদ সেলিম নামে এক ব্যক্তি লিখেছেন, ‘পবিত্র মাহে রমজানেও ওরা থেমে নেই। আমরা পুরুষেরা (ভাইরা, বাবারা, স্বামীরা) যদি সচেতন হতাম, এই দুরাবস্থা দেখা লাগতো না।’ গত ২০ মার্চ তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন। এটি আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৩টা পর্যন্ত ৪৭ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটি শেয়ার হয়েছে ৪০০ এর বেশি। একই ভিডিও শেয়ার করে পিয়াস মাহমুদ নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘পবিত্র মাহে রমজানেও ওরা থেমে নেই। আল্লাহ তুমি হেদায়েত করো।’ এটিও দেখা হয়েছে ২২ হাজার বার।
ভিডিওটির সত্যতা নিয়ে অনুসন্ধানে ফেসবুকে কি-ওয়ার্ড অনুসন্ধানে ‘Today C News’ নামের একটি পেজে একই শিরোনামে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটি গত ২০ মার্চ পেজটিতে পোস্ট করা হয়েছিল। পরে আরও খুঁজে একই পেজে গত ২২ মার্চ পোস্ট করা আরেকটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে একই নারীকে সিগারেট হাতে দেখা যায়। এতে ওই নারী বলেন, ‘কদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আমাকে সিগারেট হাতে দেখা যাচ্ছিল। সবাই ওই ভিডিওটা নিয়ে বিভ্রান্ত হচ্ছে, কেউ কেউ অন্যদের বিভ্রান্ত করছে। আসলে ওইটা একটা নাটকের অংশ ছিল। সবাই অভিনয় হিসেবেই নেবেন। সিগারেটটা আমি খাইনি। জাস্ট হাতে নিয়ে বসেছিলাম। সিগারেট আমি খাই না, আপনারাও খাবেন না। সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।’
ভিডিওয়ের ওই নারী আরও বলেন, ‘আমি ওইদিন সিগারেট খাইনি। আমি কিছুদিন ধরেই অভিনয় করছি। বিভিন্ন ফেসবুক পেজ ও ইউটিউবে কাজ করছি। সব তো আর ভাইরাল হয় না। এটা ভাইরাল হয়েছে বলে এত আলোচনা হচ্ছে। আসলে আমাদের সমাজে এমন অনেক ঘটনা ঘটে। আমরা ব্লগ আকারে এটা তুলে এনেছি।’
ভিডিওয়ের নারীর এই বক্তব্য থেকে এটি নিশ্চিত, রমজানে দিনে বেলায় এক নারীর ধুমপানের ভাইরাল হওয়া ভিডিওটি স্ক্রিপ্টেড বা পূর্বপরিকল্পিত, কোনো বাস্তব ঘটনা নয়।
প্রসঙ্গত, গত সপ্তাহেই রমজান মাসে পর্দা না করায় এক নারীকে বাস থেকে নামিয়ে দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, রমজানে দিনের বেলায় প্রকাশ্যে ধুমপানের ভাইরাল ভিডিওটির মতোই সেটিও একটি স্ক্রিপ্টেড ভিডিও ছিল।
সম্প্রতি ফেসবুকে একজন নারীর রমজানে দিনের বেলায় প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হলুদ রঙের পোশাক পরিহিত একজন নারী রাস্তার ধারে টং দোকানে বসে আছেন। তাঁর এক হাতে সিগারেট এবং অন্য হাতে চা। এই সময় কিছু পুরুষ এসে তাঁকে রোজায় দিনের বেলায় প্রকাশ্যে ধুমপান করার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছেন।
এমন একটি ভিডিও শেয়ার করে মুহাম্মদ সেলিম নামে এক ব্যক্তি লিখেছেন, ‘পবিত্র মাহে রমজানেও ওরা থেমে নেই। আমরা পুরুষেরা (ভাইরা, বাবারা, স্বামীরা) যদি সচেতন হতাম, এই দুরাবস্থা দেখা লাগতো না।’ গত ২০ মার্চ তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন। এটি আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৩টা পর্যন্ত ৪৭ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটি শেয়ার হয়েছে ৪০০ এর বেশি। একই ভিডিও শেয়ার করে পিয়াস মাহমুদ নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘পবিত্র মাহে রমজানেও ওরা থেমে নেই। আল্লাহ তুমি হেদায়েত করো।’ এটিও দেখা হয়েছে ২২ হাজার বার।
ভিডিওটির সত্যতা নিয়ে অনুসন্ধানে ফেসবুকে কি-ওয়ার্ড অনুসন্ধানে ‘Today C News’ নামের একটি পেজে একই শিরোনামে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটি গত ২০ মার্চ পেজটিতে পোস্ট করা হয়েছিল। পরে আরও খুঁজে একই পেজে গত ২২ মার্চ পোস্ট করা আরেকটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে একই নারীকে সিগারেট হাতে দেখা যায়। এতে ওই নারী বলেন, ‘কদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আমাকে সিগারেট হাতে দেখা যাচ্ছিল। সবাই ওই ভিডিওটা নিয়ে বিভ্রান্ত হচ্ছে, কেউ কেউ অন্যদের বিভ্রান্ত করছে। আসলে ওইটা একটা নাটকের অংশ ছিল। সবাই অভিনয় হিসেবেই নেবেন। সিগারেটটা আমি খাইনি। জাস্ট হাতে নিয়ে বসেছিলাম। সিগারেট আমি খাই না, আপনারাও খাবেন না। সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।’
ভিডিওয়ের ওই নারী আরও বলেন, ‘আমি ওইদিন সিগারেট খাইনি। আমি কিছুদিন ধরেই অভিনয় করছি। বিভিন্ন ফেসবুক পেজ ও ইউটিউবে কাজ করছি। সব তো আর ভাইরাল হয় না। এটা ভাইরাল হয়েছে বলে এত আলোচনা হচ্ছে। আসলে আমাদের সমাজে এমন অনেক ঘটনা ঘটে। আমরা ব্লগ আকারে এটা তুলে এনেছি।’
ভিডিওয়ের নারীর এই বক্তব্য থেকে এটি নিশ্চিত, রমজানে দিনে বেলায় এক নারীর ধুমপানের ভাইরাল হওয়া ভিডিওটি স্ক্রিপ্টেড বা পূর্বপরিকল্পিত, কোনো বাস্তব ঘটনা নয়।
প্রসঙ্গত, গত সপ্তাহেই রমজান মাসে পর্দা না করায় এক নারীকে বাস থেকে নামিয়ে দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, রমজানে দিনের বেলায় প্রকাশ্যে ধুমপানের ভাইরাল ভিডিওটির মতোই সেটিও একটি স্ক্রিপ্টেড ভিডিও ছিল।
ভারতীয় গণমাধ্যম ‘জি ২৪ ঘণ্টা’ (Zee 24 Ghanta) একই তথ্যে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে গণমাধ্যমটি একটি ছবি যুক্ত করেছে এবং জি ২৪ ঘণ্টার (Zee 24 Ghanta) ফেসবুক পেজেও ছবিটি প্রকাশ করা হয়। অর্থাৎ, ছবিটি দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে।
২৬ মিনিট আগেএটি বিশ্ব ইজতেমার ৫৮ তম আয়োজন। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তাবলিগ জামাতের শুরায়ি নেজামের তত্ত্বাবধানে অর্থাৎ মাওলানা জুবায়ের অনুসারীরা এবারের ইজতেমা পালন করছেন। আগামীকাল রোববার প্রথম পর্বের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে, ২০২৫
৯ ঘণ্টা আগেভারতে তিনি প্রথমবার প্রকাশ্যে আসার দাবিতে এর আগে একাধিক ভিডিও ছড়ালে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এরই মধ্যে ভারত থেকে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন—এমন দাবিতে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
২ দিন আগেসামরিক পোশাক পরা এবং সাধারণ পোশাক পরা লোকজনের মধ্যে হাতাহাতি চলছে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে।
৩ দিন আগে