Ajker Patrika

বানোয়াট স্ক্রিনশট ও এডিটেড ছবি দিয়ে উপদেষ্টা আসিফের নামে অপপ্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
Thumbnail image

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি ফেসবুকে তিনটি অন্তরঙ্গ ছবি ও ফেসবুক মেসেঞ্জার চ্যাটের কিছু স্ক্রিনশট ছড়িয়ে দাবি করা হচ্ছে, এসব ছবি ও চ্যাট আসিফ মাহমুদের। আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের ফেসবুক মনিটরিংয়ে এমন তিনটি ছবি ও চ্যাটের কিছু স্ক্রিনশট পাওয়া গেছে। 

আওয়ামী লীগের যুক্তরাজ্য যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা পলেন আজ সোমবার (২৬ আগস্ট) তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় এমন দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘উপদেষ্টা আসিফের কিছু ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আমার ইনবক্সে এসব এসেছিল। যেখানে স্ক্রিনশটে মেয়েটি ছবিগুলো ফাঁস করার হুমকি দিচ্ছিল। আসিফ উপহারের টোপ দিয়ে বলেন, এগুলো যাতে প্রকাশ করা না হয়।’ 

ছবিগুলোর সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।

বানোয়াট স্ক্রিনশট ও এডিটেড ছবি দিয়ে উপদেষ্টা আসিফের নামে গুজব। ছবি: ফেসবুক উপদেষ্টা আসিফ মাহমুদের অন্তরঙ্গ ছবি দাবিতে ভাইরাল এমন একটি ছবি রিভার্স ইমেজ অনুসন্ধানে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ‘alexystar 07’ নামের একটি অ্যাকাউন্টে পাওয়া যায়। গত ৮ জুন ছবিটি পোস্ট করা হয়। ছবিতে থাকা তরুণীর সঙ্গে আসিফ মাহমুদের দাবিতে ভাইরাল ছবিতে থাকা তরুণীর চেহারার মিল রয়েছে। এই ছবির তরুণের মুখাবয়ব সম্পাদনা করে সেখানে আসিফ মাহমুদের মুখ জুড়ে দেওয়া হয়েছে।

এডিটেড ছবি দিয়ে উপদেষ্টা আসিফের নামে অপপ্রচার। ছবি: আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ একই পদ্ধতিতে অনুসন্ধান করে স্ক্রলার নামের একটি কমিউনিটি ভিত্তিক ওয়েবসাইটে ছবিটি পাওয়া যায়। ‘গার্ল হোয়াটসঅ্যাপ ইন্ডিয়া’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। ছবিতে থাকা তরুণীর সঙ্গে আসিফ মাহমুদের দাবিতে ভাইরাল ছবিতে থাকা তরুণীর চেহারার মিল রয়েছে। এখানেও তরুণের মুখাবয়ব সম্পাদনা করে আসিফ মাহমুদের মুখ জুড়ে দেওয়া হয়েছে।এডিটেড ছবি দিয়ে উপদেষ্টা আসিফের নামে অপপ্রচার। ছবি: আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ আসিফ মাহমুদের ব্যক্তিগত ছবি দাবিতে ভাইরাল এ ছবিটি পাওয়া যায় ভিজ্যুয়াল ডিসকভারি সার্চ ইঞ্জিন পিন্টারেস্ট–এ। ‘উইশ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। আসিফ মাহমুদের দাবিতে ভাইরাল ছবিতে থাকা তরুণীর চেহারার সঙ্গে এ ছবির তরুণীর চেহারার মিল রয়েছে। এ ছবিতেও একই কায়দায় তরুণের মুখাবয়ব সম্পাদনা করে আসিফ মাহমুদের মুখ জুড়ে দেওয়া হয়েছে। 

অর্থাৎ আসিফ মাহমুদের অন্তরঙ্গ ছবি দাবিতে ভাইরাল ছবিগুলো এডিটেড। 

মেসেঞ্জার চ্যাটগুলোও বানোয়াট
জনৈক তরুণীর সঙ্গে আসিফ মাহমুদের মেসেঞ্জার চ্যাট দাবিতে ভাইরাল স্ক্রিনশটগুলো নিয়ে অনুসন্ধানে দেখা যায়, চ্যাটের স্ক্রিনশটগুলো আসল নয়। বিনামূল্যের কিছু ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন ব্যবহার করে এমন স্ক্রিনশট তৈরি করা যায়। কথিত চ্যাটের স্ক্রিনশটগুলোতে অসংগতিও নজরে পড়েছে। যেমন, ভাইরাল চ্যাটে আসিফ মাহমুদের নামের নিচে ‘অ্যাকটিভ নাও’ এবং পাশে সবুজ বিন্দু দেখা যাচ্ছে। এই সবুজ বিন্দু ব্যবহারকারী সক্রিয় আছেন বোঝায়।

উপদেষ্টা আসিফের দাবিতে কথিত মেসেঞ্জার চ্যাটগুলো বানোয়াট। ছবি: আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ কেউ মেসেঞ্জারে অ্যাকটিভ বা সক্রিয় থাকলে প্রতিটি চ্যাট বক্সের বাম পাশেও এই সবুজ বিন্দু দেখায়। বানোয়াট স্ক্রিনশটে এই সবুজ বিন্দু থাকে না। আসিফ মাহমুদের কথিত চ্যাটের স্ক্রিনশটগুলোতেও চ্যাটবক্সে সবুজ চিহ্ন নেই। যদিও আসিফ মাহমুদের নামের নিচে ‘অ্যাকটিভ নাও’ দেখাচ্ছে।

স্ক্রিনশটে এমন অসংগতি ও ভিন্ন ব্যক্তির ছবি সম্পাদনা থেকে এটি স্পষ্ট যে, উপদেষ্টা আসিফ মাহমুদের অন্তরঙ্গ ছবি ও চ্যাটের স্ক্রিনশটগুলো বানোয়াট।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত