ফ্যাক্টচেক ডেস্ক
কুমিল্লার দাউদকান্দিতে চাঁদা না পাওয়ায় কয়েকজন যুবক মিলে এক দম্পতিকে বিবস্ত্র করেছে—এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওটির বেশির ভাগ অংশ ঝাপসা করা। এতে দেখা যায়, চার থেকে পাঁচজন যুবক একটি ঘরের ভেতরে এক পুরুষ ও এক নারীকে বিবস্ত্র করার চেষ্টা করছে।
Mohammed Sumon নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত মঙ্গলবার (১ এপ্রিল) বেলা ১১টা ৮ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ক্যাপশনে লেখা, ‘কুমিল্লার দাউদকান্দিতে চাঁদা না পেয়ে দম্পতিকে বিবস্ত্র করা ভিডিও ভাইরাল। বর্তমানে আমরা এ কোন সমাজে বাস করতেছি? বিবস্ত্র সমাজ, উলঙ্গ প্রশাসন, লজ্জিত জাতি। এদের মত মানুষের এই বাংলাদেশে বেঁচে থাকার কোন দরকার নাই এদের মত মানুষ থাকলে এই বাংলাদেশে আরো কত মানুষ আহত নিহত নির্যাতনের শিকার হবে এটা শুধু একমাত্র আল্লাহ জানে আমরা চাই এই ধরনের মানুষগুলাকে আইনের আওতায় আনা হোক এবং এদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক।’ (বানান অপরিবর্তিত)
আজ শুক্রবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টা পর্যন্ত ভিডিওটি ১ লাখ ৩ হাজার বার দেখা হয়েছে এবং পোস্টটিতে ৩৫১টি রিঅ্যাকশন পড়েছে, ৯১টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৭৯৯। পোস্টে কেউ কেউ ঘটনাটি পুরোনো উল্লেখ করে কমেন্ট করেছেন। আবার অনেকে সাম্প্রতিক ঘটনা লিখেও মন্তব্য করেছেন।
Shohidul Islam নামে একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘দেশে কি এটা অবস্থা।’ (বানান অপরিবর্তিত) Riya Moni লিখেছে, ‘এখন বলেন ছাএদেরকে এগুলো ঠিক করে দিতে খুব তো বড় বড় কথা বলে এখন কার দোষ দিবেন।’ (বানান অপরিবর্তিত)
Al Amin Sikder, Nusrat Jahan Fariya ও Sheikh Rasel নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে। এ ছাড়া BM Jahid Hasan নামে এক্স অ্যাকাউন্ট থেকে এটি সাম্প্রতিক ঘটনা দাবিতে পোস্ট করা হয়েছে।
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে Shahin Alam Shahin নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে একই ভিডিও পাওয়া যায়। এটি ২০২৩ সালের গত ২১ ডিসেম্বর প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা যুবকদের মুখমণ্ডল, পোশাক, ঘরের আসবাব, দেয়াল এসবের সাদৃশ্য রয়েছে।
ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, এটি কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর নামের জায়গার ঘটনা। স্থানীয় প্রভাবশালীর ছত্রচ্ছায়ায় থাকা কয়েকজন যুবক এক দম্পতির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। না পাওয়ায় তাঁদের বিবস্ত্র করে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়।
এসব তথ্যসূত্র গুগলে সার্চ করে দৈনিক আমাদের সময় পত্রিকার ওয়েবসাইটে ২০২৩ সালের ২৩ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, কুমিল্লার দাউদকান্দিতে টাকা না পেয়ে তরুণ-তরুণীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন কয়েকজন যুবক। দাউদকান্দি থানার ওসি মোজাম্মেল হক জানান, ভিডিওটি দাউদকান্দি উপজেলার গোরীপুর এলাকা থেকে ধারণ করা হয়েছে বলে তাঁরা ধারণা করেন। তবে ভুক্তভোগী তরুণ-তরুণী ও অভিযুক্তদের পরিচয় সেই সময় তাঁরা নিশ্চিত করতে পারেননি।
একই প্রতিবেদনে কুমিল্লার তৎকালীন পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নানের বক্তব্য রয়েছে। তিনি বলেন, ‘ভিডিওটি ২০২২ সালের ঘটনার। আমরা কয়েক দিন আগে এটি জেনেছি। অভিযুক্তরা প্রায় শনাক্ত। ভিকটিম পাওয়া যাচ্ছে না। ইতোমধ্যে আমরা জানতে পেরেছি, ভিকটিম ছেলেটি দেশের বাইরে চলে গেছে। সে এ বিষয়ে কথা বলতে চায় না। বিষয়টি নিয়ে আমরা খুব সিরিয়াস। আমাদের বিশেষ টিম কাজ করছে। খুব দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
২০২৩ সালের ২৩ ডিসেম্বর জাতীয় দৈনিক যুগান্তর ও ২২ ডিসেম্বরে দৈনিক সমকালে প্রকাশিত প্রতিবেদন থেকে একই তথ্য পাওয়া যায়।
সুতরাং, কুমিল্লার দাউদকান্দিতে চাঁদা দাবিতে দম্পতিকে বিবস্ত্র করা হয়েছে, দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। পুলিশের বক্তব্য অনুযায়ী, এটি ২০২২ সালের ঘটনা। যদিও স্থান এবং ঘটনার বর্ণনা একই।
কুমিল্লার দাউদকান্দিতে চাঁদা না পাওয়ায় কয়েকজন যুবক মিলে এক দম্পতিকে বিবস্ত্র করেছে—এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওটির বেশির ভাগ অংশ ঝাপসা করা। এতে দেখা যায়, চার থেকে পাঁচজন যুবক একটি ঘরের ভেতরে এক পুরুষ ও এক নারীকে বিবস্ত্র করার চেষ্টা করছে।
Mohammed Sumon নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত মঙ্গলবার (১ এপ্রিল) বেলা ১১টা ৮ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ক্যাপশনে লেখা, ‘কুমিল্লার দাউদকান্দিতে চাঁদা না পেয়ে দম্পতিকে বিবস্ত্র করা ভিডিও ভাইরাল। বর্তমানে আমরা এ কোন সমাজে বাস করতেছি? বিবস্ত্র সমাজ, উলঙ্গ প্রশাসন, লজ্জিত জাতি। এদের মত মানুষের এই বাংলাদেশে বেঁচে থাকার কোন দরকার নাই এদের মত মানুষ থাকলে এই বাংলাদেশে আরো কত মানুষ আহত নিহত নির্যাতনের শিকার হবে এটা শুধু একমাত্র আল্লাহ জানে আমরা চাই এই ধরনের মানুষগুলাকে আইনের আওতায় আনা হোক এবং এদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক।’ (বানান অপরিবর্তিত)
আজ শুক্রবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টা পর্যন্ত ভিডিওটি ১ লাখ ৩ হাজার বার দেখা হয়েছে এবং পোস্টটিতে ৩৫১টি রিঅ্যাকশন পড়েছে, ৯১টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৭৯৯। পোস্টে কেউ কেউ ঘটনাটি পুরোনো উল্লেখ করে কমেন্ট করেছেন। আবার অনেকে সাম্প্রতিক ঘটনা লিখেও মন্তব্য করেছেন।
Shohidul Islam নামে একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘দেশে কি এটা অবস্থা।’ (বানান অপরিবর্তিত) Riya Moni লিখেছে, ‘এখন বলেন ছাএদেরকে এগুলো ঠিক করে দিতে খুব তো বড় বড় কথা বলে এখন কার দোষ দিবেন।’ (বানান অপরিবর্তিত)
Al Amin Sikder, Nusrat Jahan Fariya ও Sheikh Rasel নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে। এ ছাড়া BM Jahid Hasan নামে এক্স অ্যাকাউন্ট থেকে এটি সাম্প্রতিক ঘটনা দাবিতে পোস্ট করা হয়েছে।
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে Shahin Alam Shahin নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে একই ভিডিও পাওয়া যায়। এটি ২০২৩ সালের গত ২১ ডিসেম্বর প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা যুবকদের মুখমণ্ডল, পোশাক, ঘরের আসবাব, দেয়াল এসবের সাদৃশ্য রয়েছে।
ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, এটি কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর নামের জায়গার ঘটনা। স্থানীয় প্রভাবশালীর ছত্রচ্ছায়ায় থাকা কয়েকজন যুবক এক দম্পতির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। না পাওয়ায় তাঁদের বিবস্ত্র করে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়।
এসব তথ্যসূত্র গুগলে সার্চ করে দৈনিক আমাদের সময় পত্রিকার ওয়েবসাইটে ২০২৩ সালের ২৩ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, কুমিল্লার দাউদকান্দিতে টাকা না পেয়ে তরুণ-তরুণীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন কয়েকজন যুবক। দাউদকান্দি থানার ওসি মোজাম্মেল হক জানান, ভিডিওটি দাউদকান্দি উপজেলার গোরীপুর এলাকা থেকে ধারণ করা হয়েছে বলে তাঁরা ধারণা করেন। তবে ভুক্তভোগী তরুণ-তরুণী ও অভিযুক্তদের পরিচয় সেই সময় তাঁরা নিশ্চিত করতে পারেননি।
একই প্রতিবেদনে কুমিল্লার তৎকালীন পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নানের বক্তব্য রয়েছে। তিনি বলেন, ‘ভিডিওটি ২০২২ সালের ঘটনার। আমরা কয়েক দিন আগে এটি জেনেছি। অভিযুক্তরা প্রায় শনাক্ত। ভিকটিম পাওয়া যাচ্ছে না। ইতোমধ্যে আমরা জানতে পেরেছি, ভিকটিম ছেলেটি দেশের বাইরে চলে গেছে। সে এ বিষয়ে কথা বলতে চায় না। বিষয়টি নিয়ে আমরা খুব সিরিয়াস। আমাদের বিশেষ টিম কাজ করছে। খুব দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
২০২৩ সালের ২৩ ডিসেম্বর জাতীয় দৈনিক যুগান্তর ও ২২ ডিসেম্বরে দৈনিক সমকালে প্রকাশিত প্রতিবেদন থেকে একই তথ্য পাওয়া যায়।
সুতরাং, কুমিল্লার দাউদকান্দিতে চাঁদা দাবিতে দম্পতিকে বিবস্ত্র করা হয়েছে, দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। পুলিশের বক্তব্য অনুযায়ী, এটি ২০২২ সালের ঘটনা। যদিও স্থান এবং ঘটনার বর্ণনা একই।
দুজন মধ্যবয়সী পুরুষ মিলে একজন তরুণী ও এক যুবককে মারধর করছে— এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে একটি পুরোনো ভবনের সামনে দুজন পুরুষ এক নারী ও এক পুরুষকে ইট ও লাঠি দিয়ে মারধর করতে দেখা যাচ্ছে।
১ দিন আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গান বাজিয়ে যুবককে মারধর— দাবিতে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে খালি গা থ্রি–কোয়ার্টার পরিহিত এক যুবক মেঝেতে বসা, আরেক যুবককে নাচের তালে লাঠি দিয়ে তাকে আঘাত করতে দেখা
২ দিন আগেচিনি খেলে শিশুদের হাইপারঅ্যাকটিভিটি বা অস্থিরতা দেখা দেয়—এমন ধারণা অনেকের। কিন্তু আসলেই কি চিনি খেলে শিশুদের মধ্যে অস্থির ভাব দেখা দেয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
৯ দিন আগেবৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রতে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ নামে একটি ট্রেন কুমিল্লার হাসানপুর রেলওয়ে স্টেশনে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে—এমন দাবিতে কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিগুলো বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে। ছবিগুলোতে, রাতের বেলা দুমড়ে
৯ দিন আগে