ফ্যাক্টচেক ডেস্ক
সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। দেশের বিভিন্ন স্থানে হিট স্ট্রোকে মৃত্যু এবং অসুস্থতার ঘটনা ঘটছে। আবহাওয়া অধিদপ্তর থেকেও পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ‘হিট অ্যালার্ট’। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এক হাঁড়ি–পাতিলের ফেরিওয়ালার ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, ওই ফেরিওয়ালা তাঁর বাঁশের বাঁকের নিচে মাটিতে চিৎ হয়ে পড়ে রয়েছেন। সামান্য দূরে কিছু লোক জড়ো হয়ে তাঁর দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।ইসলামি সংগীতের ব্যান্ড কলরব শিল্পীগোষ্ঠীর সদস্য আবু রায়হান আজ সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টা ৫৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি শেয়ার করে লেখেন, ‘আহা পুরুষ, আহা জীবন!’ পোস্টের নিচে কমেন্টবক্সে তিনি আরও লেখেন, ‘তীব্র তাপ দাহে হিট স্ট্রোকে এই ব্যক্তির মৃত্যু হয়েছে।’
পোস্টটি আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেড় শর বেশি শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ১০ হাজারের বেশি।
ছবিটির সত্যতা যাচাইয়ে ফেসবুকে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে ‘ATN’ নামের একটি ফেসবুক পেজে ২০১৯ সালের ৩০ মে দেওয়া একটি পোস্টে ভিন্ন ফ্রেমে একই ধরনের একটি ছবি পাওয়া যায়। এই ছবিতে ওই ব্যক্তির শার্ট ও লুঙ্গি একই। ছবির অন্যান্য উপাদানগুলোও একই।
পোস্টে ছবিটি প্রসঙ্গে বলা হয়েছে, এই ফেরিওয়ালার নাম কামাল হোসেন। লক্ষ্মীপুরের রায়পুরে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়। রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের কয়ালবাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ডেইলি বাংলাদেশ নামের একটি পত্রিকার ওয়েবসাইটে এ ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়া যায়। ওয়েবসাইটটিত ২০১৯ সালের ২৯ মে ‘বিদ্যুতের তার মাটিতে, জীবন গেল ফেরিওয়ালার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ফেরিওয়ালা কামাল হোসেন কুমিল্লার হোমনা পৌরসভার লইট্রা গ্রামের আব্দুস সালামের ছেলে।
রায়পুর পৌরসভার প্যানেল মেয়র কাজি নাজমুল কাদের গুলজারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কামাল ১৬ বছর ধরে রায়পুর পৌরসভার ধানহাটার ডাকাতিয়া নদীর পাড়ে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ঘটনার দিন কয়াল বাড়ির জাকিরের বাসার সামনে দিয়ে যাওয়ার সময় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তার তাঁর পায়ে লাগে। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অর্থাৎ চলমান তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকে ফেরিওয়ালার মৃত্যু হয়েছে দাবিতে ভাইরাল ছবিটি অন্তত ছয় বছরের পুরোনো। ২০১৯ সালে লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুতায়িত হয়ে মারা যান এই ফেরিওয়ালা।
সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। দেশের বিভিন্ন স্থানে হিট স্ট্রোকে মৃত্যু এবং অসুস্থতার ঘটনা ঘটছে। আবহাওয়া অধিদপ্তর থেকেও পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ‘হিট অ্যালার্ট’। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এক হাঁড়ি–পাতিলের ফেরিওয়ালার ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, ওই ফেরিওয়ালা তাঁর বাঁশের বাঁকের নিচে মাটিতে চিৎ হয়ে পড়ে রয়েছেন। সামান্য দূরে কিছু লোক জড়ো হয়ে তাঁর দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।ইসলামি সংগীতের ব্যান্ড কলরব শিল্পীগোষ্ঠীর সদস্য আবু রায়হান আজ সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টা ৫৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি শেয়ার করে লেখেন, ‘আহা পুরুষ, আহা জীবন!’ পোস্টের নিচে কমেন্টবক্সে তিনি আরও লেখেন, ‘তীব্র তাপ দাহে হিট স্ট্রোকে এই ব্যক্তির মৃত্যু হয়েছে।’
পোস্টটি আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেড় শর বেশি শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ১০ হাজারের বেশি।
ছবিটির সত্যতা যাচাইয়ে ফেসবুকে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে ‘ATN’ নামের একটি ফেসবুক পেজে ২০১৯ সালের ৩০ মে দেওয়া একটি পোস্টে ভিন্ন ফ্রেমে একই ধরনের একটি ছবি পাওয়া যায়। এই ছবিতে ওই ব্যক্তির শার্ট ও লুঙ্গি একই। ছবির অন্যান্য উপাদানগুলোও একই।
পোস্টে ছবিটি প্রসঙ্গে বলা হয়েছে, এই ফেরিওয়ালার নাম কামাল হোসেন। লক্ষ্মীপুরের রায়পুরে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়। রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের কয়ালবাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ডেইলি বাংলাদেশ নামের একটি পত্রিকার ওয়েবসাইটে এ ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়া যায়। ওয়েবসাইটটিত ২০১৯ সালের ২৯ মে ‘বিদ্যুতের তার মাটিতে, জীবন গেল ফেরিওয়ালার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ফেরিওয়ালা কামাল হোসেন কুমিল্লার হোমনা পৌরসভার লইট্রা গ্রামের আব্দুস সালামের ছেলে।
রায়পুর পৌরসভার প্যানেল মেয়র কাজি নাজমুল কাদের গুলজারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কামাল ১৬ বছর ধরে রায়পুর পৌরসভার ধানহাটার ডাকাতিয়া নদীর পাড়ে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ঘটনার দিন কয়াল বাড়ির জাকিরের বাসার সামনে দিয়ে যাওয়ার সময় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তার তাঁর পায়ে লাগে। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অর্থাৎ চলমান তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকে ফেরিওয়ালার মৃত্যু হয়েছে দাবিতে ভাইরাল ছবিটি অন্তত ছয় বছরের পুরোনো। ২০১৯ সালে লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুতায়িত হয়ে মারা যান এই ফেরিওয়ালা।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
২ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
৫ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
১৮ দিন আগেপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২০ দিন আগে