Ajker Patrika

ফ্যাক্টচেক /অভিনেতা শামীমের গ্রেপ্তার হওয়ার ছবি ভাইরাল, আসল ঘটনা কী

ফ্যাক্টচেক ডেস্ক  
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০০: ০৮
অভিনেতা ও কন্টেন্ট ক্রিয়েটর শামীম আহমেদ গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবি
অভিনেতা ও কন্টেন্ট ক্রিয়েটর শামীম আহমেদ গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবি

শামীম আহমেদ দেশের কন্টেন্টক্রিয়েটরদের মধ্যে অন্যতম জনপ্রিয়। কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি তাঁকে নিয়মিত ছোট পর্দায়ও দেখা যায়। চলতি বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়টাতেও তিনি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে সরব ছিলেন। এরই মধ্যে শামীম আহমেদ পুলিশের হাতকড়া পরা অবস্থায় একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘মনা কট লাল স্বাধীনতার স্বাদ নিচ্ছে।

‘মো. জীবন (MD Jibon)’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২২ ডিসেম্বর বিকাল পৌনে ৪টার দিকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টটিতে আজকে দুপুর ১টা পর্যন্ত ১১ হাজারেরও বেশি রিয়েকশন পড়েছে। এই পোস্ট ১০২টি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এবং ১ হাজার ৭০০ কমেন্ট পড়েছে। এসব কমেন্টে কেউ কেউ ছবিটিকে কোনো নাটিকার দৃশ্য বলে দাবি করছেন। আবার কেউ কেউ সত্য বলে কমেন্ট করছেন। সোহেল রানা (Sohel Rana) নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কমেন্টে লিখেছেন, ‘মনারে তিন দিনের রিমান্ডে নেওয়া হোক, সব তথ্য বের হয়ে আসবে, জয় বাংলা।’

শামীম আহমেদ অভিনীত ‘মন জড়াবো তোরই ঘরে’ নাটকের দৃশ্য
শামীম আহমেদ অভিনীত ‘মন জড়াবো তোরই ঘরে’ নাটকের দৃশ্য

ভাইরাল ছবিটি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে Peacock Entertainment-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি নাটক পাওয়া যায়। নাটকটি চলতি বছরের গত ২৯ এপ্রিল প্রকাশিত হয়। এটি পরিচালনা করেন মাবরুর রশিদ বান্নাহ। এতে শামীম আহমেদসহ খাইরুল বাসার, সাদিয়া আয়মান এবং রাশেদ আরমান অভিনয় করেন।

ভাইরাল ছবির সাথে নাটকের দৃশ্যের সাদৃশ্যতা
ভাইরাল ছবির সাথে নাটকের দৃশ্যের সাদৃশ্যতা

পরবর্তীতে শামীম আহমেদের ফেসবুক পেজে গতকাল (২৩ ডিসেম্বর) পোস্টকৃত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে শামীম আহমেদ জানান, তিনি সম্প্রতি গ্রেপ্তার হননি এবং গ্রেপ্তার হওয়ার দাবিতে প্রাচারিত ছবিটি একটি নাটকের দৃশ্য। তার গ্রেপ্তারের বিষয়টি সম্পূর্ণ গুজব

সুতরাং, এ থেকে নিশ্চিত হওয়া যায় কন্টেন্ট ক্রিয়েটর শামীম আহমেদ গ্রেপ্তার হননি, এটি নাটকের দৃশ্য।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত