ফ্যাক্টচেক ডেস্ক
অভিনেতা মনোজ কুমার প্রামাণিক ছোটপর্দার একজন আলোচিত মুখ। অভিনয়ের পাশাপাশি তিনি ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষক।
মনোজ কুমার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসার হিসেবে যোগ দিয়েছেন— এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘অভিনেতার পাশাপাশি তিনি এখন একজন কাস্টমস অফিসার! বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা তে কর্মরত আছেন!’
‘ডিপ্রেশন’ নামে একটি ফেসবুকপেজ থেকে গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে পোস্ট করা এ সংক্রান্ত ভিডিওটি বেশি ছড়িয়েছে। আজ সোমবার রাত ৮টা পর্যন্ত পোস্টটিতে ৪ হাজার ৫০০ রিঅ্যাকশন পড়েছে এবং ৩ লাখ ৬৪ হাজারের বেশিবার দেখা হয়েছে।
একই ক্যাপশনে ফেসবুকে একাধিক পোস্ট হয়েছে। এসব পোস্টের কমেন্টে অনেকে এটিকে কোনো নাটকের দৃশ্য বলে উল্লেখ করেছে। অনেকে সত্য ভেবে কমেন্ট করেছেন। রাসু ইসলাম (Rasu Islam) নামে অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘মাশাআল্লাহ অনেক অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।’
অভিনেতা মনোজ কুমার প্রামাণিক বিমানবন্দরে কাস্টমস অফিসার হিসেবে যোগ দেওয়ার তথ্যের সত্যতা যাচাইয়ের শুরুতে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইটে অফিসারদের তালিকা পর্যবেক্ষণ করে। তালিকায় মনোজ কুমার প্রামাণিক নামে কেউ নেই।
এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইটে থাকা হটলাইন নম্বরে যোগাযোগ করা হয়। অপরপ্রান্ত থেকে মেহেদী নামের একজন কথা বলেন। তাঁর কাছে মনোজ কুমার প্রামাণিকের বিমানবন্দরে কাস্টমস অফিসার হিসেবে যোগ দেওয়ার খবরটির সত্যতা জানতে চাইলে বলেন, এমন কিছু তাঁর জানা নেই।
এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাভিয়েশন সিকিউরিটির নম্বরে যোগাযোগ করতে বলেন। তাদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা বিমানবন্দরের কাস্টমসের শিফট ইনিচার্জ কিফায়েত উল্লাহ মজুমদারের ফোন নম্বর দেন।
কিফায়েত উল্লাহ মজুমদারের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তিনি জানান, আগামী ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃক একটি ওভিসি (অনলাইন ভিডিও কমার্শিয়াল) তৈরির পরিকল্পনা করা হয়। এতে মনোজ প্রামাণিক অভিনয় করেছেন।
বিষয়টি নিয়ে বিকেল ৫টার দিকে হোয়াটসঅ্যাপে মনোজ কুমারের সঙ্গে ফ্যাক্টচেক বিভাগের কথা হয়। মনোজ জানান, তিনি বিমানবন্দরের একটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন, চাকরিতে যোগ দেননি।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ থেকে যোগাযোগ করার পর মনোজ কুমার বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে এ বিষয়ে বিভ্রান্তি দূর করেছেন।
মনোজ কুমার বিমানবন্দরে চাকরি নিয়েছেন এমন তথ্য কীভাবে ছড়াল?
এ বিষয়ে খোঁজ নিয়ে দেখা যায়, মনোজ কুমার তাঁর ফেসবুক অ্যাকাউন্টে গত শনিবার (১৮ জানুয়ারি) একটি পোস্টের ক্যাপশনে লেখেন, ‘চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো? কাস্টমস অফিসার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।’
এই ক্যাপশনের কারণেই অনেক ফেসবুক ব্যবহারকারী বিভ্রান্ত হয়েছেন।
প্রকৃতপক্ষে, আগামী ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃকপক্ষের একটি বিজ্ঞাপনচিত্রে মনোজ কুমার অভিনয় করেছেন।
অভিনেতা মনোজ কুমার প্রামাণিক ছোটপর্দার একজন আলোচিত মুখ। অভিনয়ের পাশাপাশি তিনি ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষক।
মনোজ কুমার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসার হিসেবে যোগ দিয়েছেন— এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘অভিনেতার পাশাপাশি তিনি এখন একজন কাস্টমস অফিসার! বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা তে কর্মরত আছেন!’
‘ডিপ্রেশন’ নামে একটি ফেসবুকপেজ থেকে গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে পোস্ট করা এ সংক্রান্ত ভিডিওটি বেশি ছড়িয়েছে। আজ সোমবার রাত ৮টা পর্যন্ত পোস্টটিতে ৪ হাজার ৫০০ রিঅ্যাকশন পড়েছে এবং ৩ লাখ ৬৪ হাজারের বেশিবার দেখা হয়েছে।
একই ক্যাপশনে ফেসবুকে একাধিক পোস্ট হয়েছে। এসব পোস্টের কমেন্টে অনেকে এটিকে কোনো নাটকের দৃশ্য বলে উল্লেখ করেছে। অনেকে সত্য ভেবে কমেন্ট করেছেন। রাসু ইসলাম (Rasu Islam) নামে অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘মাশাআল্লাহ অনেক অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।’
অভিনেতা মনোজ কুমার প্রামাণিক বিমানবন্দরে কাস্টমস অফিসার হিসেবে যোগ দেওয়ার তথ্যের সত্যতা যাচাইয়ের শুরুতে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইটে অফিসারদের তালিকা পর্যবেক্ষণ করে। তালিকায় মনোজ কুমার প্রামাণিক নামে কেউ নেই।
এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইটে থাকা হটলাইন নম্বরে যোগাযোগ করা হয়। অপরপ্রান্ত থেকে মেহেদী নামের একজন কথা বলেন। তাঁর কাছে মনোজ কুমার প্রামাণিকের বিমানবন্দরে কাস্টমস অফিসার হিসেবে যোগ দেওয়ার খবরটির সত্যতা জানতে চাইলে বলেন, এমন কিছু তাঁর জানা নেই।
এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাভিয়েশন সিকিউরিটির নম্বরে যোগাযোগ করতে বলেন। তাদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা বিমানবন্দরের কাস্টমসের শিফট ইনিচার্জ কিফায়েত উল্লাহ মজুমদারের ফোন নম্বর দেন।
কিফায়েত উল্লাহ মজুমদারের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তিনি জানান, আগামী ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃক একটি ওভিসি (অনলাইন ভিডিও কমার্শিয়াল) তৈরির পরিকল্পনা করা হয়। এতে মনোজ প্রামাণিক অভিনয় করেছেন।
বিষয়টি নিয়ে বিকেল ৫টার দিকে হোয়াটসঅ্যাপে মনোজ কুমারের সঙ্গে ফ্যাক্টচেক বিভাগের কথা হয়। মনোজ জানান, তিনি বিমানবন্দরের একটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন, চাকরিতে যোগ দেননি।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ থেকে যোগাযোগ করার পর মনোজ কুমার বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে এ বিষয়ে বিভ্রান্তি দূর করেছেন।
মনোজ কুমার বিমানবন্দরে চাকরি নিয়েছেন এমন তথ্য কীভাবে ছড়াল?
এ বিষয়ে খোঁজ নিয়ে দেখা যায়, মনোজ কুমার তাঁর ফেসবুক অ্যাকাউন্টে গত শনিবার (১৮ জানুয়ারি) একটি পোস্টের ক্যাপশনে লেখেন, ‘চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো? কাস্টমস অফিসার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।’
এই ক্যাপশনের কারণেই অনেক ফেসবুক ব্যবহারকারী বিভ্রান্ত হয়েছেন।
প্রকৃতপক্ষে, আগামী ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃকপক্ষের একটি বিজ্ঞাপনচিত্রে মনোজ কুমার অভিনয় করেছেন।
যুবলীগ নেতাকে গুলি চালানোর সময় এক নারী এসে সন্ত্রাসীদের তাড়া করেছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে আলাদা ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
১ দিন আগেবাংলাদেশে এক হিন্দু নারী ইসলাম ধর্ম গ্রহণে রাজি না হওয়ায় ও জিযিয়া কর দিতে অস্বীকার করায় মুসলমানেরা পুরো হরিজন কলোনি আগুনে পুড়িয়ে দিয়েছে— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন এক্স অ্যাকাউন্ট থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে।
২ দিন আগেদুর্বৃত্তরা হাসপাতালের ভেতরে ঢুকে নির্মমভাবে যুবলীগ নেতা-কর্মীদের মারধর করছে— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে আলাদা ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৪ দিন আগেচাঁদা না দেওয়ায় দোকানিকে কয়েকজন মিলে মারধর—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে দোকানে এক ব্যক্তিকে তিন–চার মিলে লাঠি দিয়ে বেধড়ক মারতে দেখা যায়।
৫ দিন আগে