Ajker Patrika

আলু রপ্তানির পদক্ষেপ নিয়েছে সরকার, জানালেন বাণিজ্যমন্ত্রী

কাউনিয়া প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৫: ৩৩
আলু রপ্তানির পদক্ষেপ নিয়েছে সরকার, জানালেন বাণিজ্যমন্ত্রী

কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আলু রপ্তানির পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি গতকাল রোববার বিকেলে কাউনিয়ার সারাই ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

মন্ত্রী ইউপি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের অসহায় দুস্থ শীতার্ত মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র বিতরণ করেন।

স্থানীয় সাংসদ টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনার সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে। সংক্রমণ প্রতিরোধে সারা দেশে সব নাগরিককে টিকার আওতায় আনা হচ্ছে।

নতুন বছরের শুরুতেই করোনার এই সংক্রমণের কারণে দেশের ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে জানান বাণিজ্যমন্ত্রী।

হঠাৎ করে আলুর দাম কমে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, নতুন আলু বাজারে আসতে শুরু করেছে, এ কারণে আলুর দাম কিছুটা কমেছে। তবে কৃষকেরা যাতে ন্যায্যমূল্য পায় এ জন্য আলু রপ্তানির পদক্ষেপ নিয়েছে সরকার।

টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। মানুষের আয় বেড়েছে। দেশের শহর থেকে শুরু করে গ্রামগঞ্জে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটেছে, বেড়েছে আমদানি-রপ্তানি।

মন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহায় মানুষদের ভালোবাসতেন। তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষদের সব সময় খোঁজখবর নেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা তারিন, হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ও কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান।

আরও উপস্থিত ছিলেন হারাগাছ পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান, বাণিজ্যমন্ত্রীর রাজনৈতিক সরকারী কামরুজজামান চৌধুরী তুহিন, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনসার আলী, হারাগাছ পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল আক্তার, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকি রনি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত