Ajker Patrika

জাওয়াদের প্রভাবে বৃষ্টি বোরো বীজতলার ক্ষতি

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১০: ৩৫
জাওয়াদের প্রভাবে বৃষ্টি বোরো বীজতলার ক্ষতি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সমুদ্র উপকূলবর্তী সাতক্ষীরার পাটকেলঘাটায় গত শনিবার থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। গত দুই দিনের বৃষ্টিতে শত শত বিঘা জমির আমন ধান নুয়ে পড়েছে। বোরো ধানের বীজতলাও পানিতে ডুবে গেছে।

তবে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, ‘থেমে থেমে বৃষ্টিপাত হলে ফসলের মাঠে পানি বেশিদিন জমে থাকতে পারবে না। তাই ক্ষয়ক্ষতির আশঙ্কা কম।’

এদিকে গত শনিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি ও দমকা হাওয়ায় ঘরবাড়ি এবং গাছপালার ক্ষয়ক্ষতি না হলেও উপজেলার শতাধিক একর জমির আমন ধান মাটিতে নুয়ে পড়েছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে এসব ধান কেটে ঘরে তুলতেন কৃষকেরা। এখন বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তাঁরা।

গতকাল সোমবার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সবজিখেত, আলু, পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি ও অনেক কৃষকের কাটা ধান পানিতে ভাসছে। এলাকার অনেকে খেতের পানি নালা দিয়ে বের করে দিতে ব্যস্ত।

পাটকেলঘাটার জুজখোলা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, বৃষ্টিতে কৃষকের কিছু আমন ধান, সবজিখেত ও বোরো বীজতলার ক্ষতি হয়েছে। তবে আজ থেকে যদি বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়, তাহলে ক্ষতির পরিমাণ কমবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত