Ajker Patrika

বার্জের ধাক্কায় জাহাজ ডুবি, নিখোঁজ ৪ নাবিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ মার্চ ২০২২, ১১: ৩৫
বার্জের ধাক্কায় জাহাজ ডুবি, নিখোঁজ ৪ নাবিক

বন্দরের বহির্নোঙরে বালুবাহী একটি বার্জের ধাক্কায় টিটু-১৪ নামের লাইটার জাহাজ ডুবে চারজন নাবিক নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বহির্নোঙরের পার্কিচর এলাকায় এই জাহাজ ডুবির ঘটনা ঘটে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ১৫ ঘণ্টাও চার নাবিকের কোনো হদিস পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে কোস্টগার্ডের পূর্ব জোনের অপারেশন স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আশফাক বিন ইদ্রিস আজকের পত্রিকাকে বলেন, ‘বালুবাহী জাহাজের ধাক্কায় টিটু-১৪ জাহাজ ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই জাহাজের ৮ নাবিক ক্রুকে উদ্ধার করে। জাহাজে ১২ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে চারজন এখনো নিখোঁজ রয়েছেন।’

আশফাক বিন ইদ্রিস আরও বলেন, ‘আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন জাহাজটি বন্দরের বহির্নোঙর থেকে মালামাল লোড করে সি বিচ এলাকার দিকে যাচ্ছিল। এ সময় বালুবাহী একটি বার্জ ধাক্কা দিলে জাহাজটি ডুবে যায়। খবর পাওয়ার পর থেকে কোস্টগার্ডের দুটি জাহাজ নিখোঁজ নাবিকদের উদ্ধারে কাজ শুরু করে। দুটি জাহাজ এখনো অভিযান পরিচালনা করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত