Ajker Patrika

১২ বছর পর ভোট দিয়ে খুশি ৯০-ঊর্ধ্ব শশী রানী

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৬ জুন ২০২২, ১১: ৩৫
১২ বছর পর ভোট দিয়ে খুশি ৯০-ঊর্ধ্ব শশী রানী

পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৯০-ঊর্ধ্ব শশী রানী। বয়সের ভারে হাঁটাচলা করতে পারেন না। এই অবস্থায় ভাইয়ের ছেলের কোলে করে ভোট দিতে এসেছেন ১ নম্বর ওয়ার্ডের বানিয়াকাঠি সরকারি শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। দীর্ঘ ১২ বছর পর ভোট দিতে পেরে খুশি তিনি।

শশী রানীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘প্রত্যেকবারই আমি সকালে আইয়া সবার আগে ভোট দিই। কিন্তু এহন আর হাঁটতে পারি না। তাই ভোটও দিই না। তয় মোগো ইউনিয়নে ১২ বছর পরে এই ভোট হইতাছে মেশিনে (ইভিএম)। এই ভোট না দিয়া তো মুই ঘরে থাকতে পারি না। তাই মোর ভাইরপোলার লগে ভোট দিতে আইছি। ভোট দিতে পাইরা আমার খুব ভালো লাগছে।’ শুধু শশী রানীই নন, ইভিএমে ভোট দিতে পেরে খুশি পটুয়াখালীর আট ইউনিয়নের ভোটাররা।

শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সদর উপজেলার চার, কলাপাড়ার দুটি ও দশমিনার একটি ইউপিতে ভোট গ্রহণ শেষ হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত