Ajker Patrika

ধর্ষণের অভিযোগ ওঠা শিক্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২২, ১০: ৪৮
Thumbnail image

বগুড়ার ধুনট উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণ করার মামলায় অভিযুক্ত শিক্ষক মুরাদুজ্জামান মকুলের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থী।

উপজেলা বিএম টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে উপজেলার প্রধান সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। মানববন্ধনে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধন কর্মসূচিতে বিএম টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রভাষক জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন অধ্যক্ষ আব্দুস ছালাম, প্রভাষক সাইদুজ্জামান, তোজাম্মেল হক, রাজু আহম্মেদ, জিয়াউল হক, বিউটি রানী, শিরিন আকতার, গোলাম আজম, আমিনুল ইসলাম, মিজানুর রহমান, তপন কুমার দেব প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কারাগারে আটক প্রভাষক মুরাদুজ্জামান মকুলের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ দিতে হবে। এতে করে অন্যরা এ রকম অপকর্ম করতে সাহস পাবেন না। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

ধর্ষণ মামলার আসামি মুরাদুজ্জামান মকুল ধুনট উপজেলার শৈলমারি গ্রামের বাসিন্দা। প্রায় এক মাস আগে মুরাদুজ্জামান এক স্কুলছাত্রীকে কৌশলে বাসায় ডেকে নিয়ে জড়িয়ে ধরে মোবাইল ফোনে ছবি তোলেন। সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন এবং মোবাইল ফোনে সেটির ভিডিও ধারণ করেন। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে গত ১২ মে থানায় মামলা করেন। ওই দিনই মুরাদুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি বগুড়া কারাগারে আটক রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত