Ajker Patrika

বিয়ানীবাজারে মুরগির দাম বাড়ায় বিপাকে ক্রেতা

বিয়ানীবাজার প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২: ৪৯
Thumbnail image

বিয়ানীবাজার উপজেলায় অস্বাভাবিকভাবে বেড়েছে ব্রয়লারসহ সব মুরগির দাম। কয়েক দিনে প্রতি কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার মুরগির দাম। আর সোনালির দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।

উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা ব্রয়লার মুরগি বিক্রি করছেন ১৭৫ থেকে ১৮০ টাকা কেজি দরে। এক সপ্তাহ আগেও ছিল ১৬৫ থেকে ১৭০ টাকা কেজি। আর গত বছরের সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে ছিল এ দাম।

এ ছাড়া পাকিস্তানি কক বা সোনালি মুরগির দামও দফায় দফায় বেড়েছে। এ মুরগির দাম কয়েক দফা বেড়ে এখন ৩২০ থেকে ৩৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এই মুরগির কেজি বিক্রি হয় ৩০০ থেকে ৩২০ টাকা। এ হিসেবে সপ্তাহের ব্যবধানে সোনালি মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ টাকা।

খামারি বছিত আহমদ বলেন, ‘আমরা পোলট্রি খামার করে বছরের পর বছর লোকসান গুনছি। অথচ দাম যখন বাড়ছে, তখন এর সুফল ঘরে তুলতে পারছি না। পাঁচ বছরে খামার বন্ধ হয়েছে অর্ধলক্ষাধিক। এদিকে দিন দিন দাম বাড়ায় বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা।’

ব্যবসায়ী হুমায়ুন কবির বলেন, মুরগির বাচ্চা ও খাদ্যের দাম অস্বাভাবিক বাড়ার কারণে খামারে সব ধরনের মুরগির উৎপাদন কম হচ্ছে। করোনার সময় এমনিতেই অনেক খামার বন্ধ হয়ে গেছে। এরপরও যেসব খামারি পুনরায় কাজ শুরু করতে চাইছেন তাঁদের জন্য মুরগির খাদ্যের দাম বাধা হয়ে দাঁড়িয়েছে। চলতি বছর কয়েক দফায় খাদ্যের দাম বাড়ায় অনেকে খামারে মুরগি উৎপাদন করছেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত