Ajker Patrika

আ.লীগ-বিএনপির ৩ অভিযোগ

গৌরনদী প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১০: ২৭
আ.লীগ-বিএনপির ৩ অভিযোগ

গৌরনদী উপজেলার বার্থীতে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় গতকাল শনিবার পাল্টাপাল্টি তিনটি অভিযোগ দায়ের করা হয়।

এ ঘটনায় বরিশালে চিকিৎসাধীন আজিজ ফকিরের শারীরিক অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন চারজনকে বরিশাল পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গৌরনদীর বার্থীতে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা পাল্টা হামলার ঘটনায় গৌরনদী থানায় পাল্টাপাল্টি তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বার্থী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য করিম লস্করের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। তিনি জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আল-আমিন (২৮), ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ফকির (২৬), শাহজাহান ফকির (৫৫), রিপন ব্যাপারী (৩৫) মোসলেম ব্যাপারীকে (৭০) প্রধান আসামি এ অভিযোগ করেন।

অপর দিকে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ফকিরের ভাই আনিস ফকির বাদী হয়ে আরেকটি অভিযোগ করেছেন। তিনি করিম লস্কর (৩৬), করিমের স্ত্রী রিনা বেগম (৩০), বড় ভাই আব্দুল কাদের লস্করকে (৪০) প্রধান আসামি করে এ অভিযোগ করেন।

এ ছাড়া বিএনপির সদস্য মকবুল হোসেন ব্যাপারীর স্ত্রী লাকি বেগম (৩২) বাদী হয়ে ১০ জনকে আসামি করে আরও একটি অভিযোগ করেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, শুক্রবার বার্থী এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শনিবার পৃথক তিনটি অভিযোগ করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আসামিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চলাচলের রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে গৌরনদী উপজেলার বার্থী এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে গত শুক্রবার দুপুরে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে তিনটি বসতঘর, একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় কমপক্ষে ১২ জন আহত হন। গুরুতর আহত ৮ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য আজিজ ফকিরকে ঢাকায় পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত