গৌরনদী প্রতিনিধি
গৌরনদী উপজেলার বার্থীতে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় গতকাল শনিবার পাল্টাপাল্টি তিনটি অভিযোগ দায়ের করা হয়।
এ ঘটনায় বরিশালে চিকিৎসাধীন আজিজ ফকিরের শারীরিক অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন চারজনকে বরিশাল পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গৌরনদীর বার্থীতে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা পাল্টা হামলার ঘটনায় গৌরনদী থানায় পাল্টাপাল্টি তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বার্থী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য করিম লস্করের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। তিনি জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আল-আমিন (২৮), ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ফকির (২৬), শাহজাহান ফকির (৫৫), রিপন ব্যাপারী (৩৫) মোসলেম ব্যাপারীকে (৭০) প্রধান আসামি এ অভিযোগ করেন।
অপর দিকে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ফকিরের ভাই আনিস ফকির বাদী হয়ে আরেকটি অভিযোগ করেছেন। তিনি করিম লস্কর (৩৬), করিমের স্ত্রী রিনা বেগম (৩০), বড় ভাই আব্দুল কাদের লস্করকে (৪০) প্রধান আসামি করে এ অভিযোগ করেন।
এ ছাড়া বিএনপির সদস্য মকবুল হোসেন ব্যাপারীর স্ত্রী লাকি বেগম (৩২) বাদী হয়ে ১০ জনকে আসামি করে আরও একটি অভিযোগ করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, শুক্রবার বার্থী এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শনিবার পৃথক তিনটি অভিযোগ করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আসামিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চলাচলের রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে গৌরনদী উপজেলার বার্থী এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে গত শুক্রবার দুপুরে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে তিনটি বসতঘর, একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় কমপক্ষে ১২ জন আহত হন। গুরুতর আহত ৮ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য আজিজ ফকিরকে ঢাকায় পাঠানো হয়।
গৌরনদী উপজেলার বার্থীতে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় গতকাল শনিবার পাল্টাপাল্টি তিনটি অভিযোগ দায়ের করা হয়।
এ ঘটনায় বরিশালে চিকিৎসাধীন আজিজ ফকিরের শারীরিক অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন চারজনকে বরিশাল পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গৌরনদীর বার্থীতে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা পাল্টা হামলার ঘটনায় গৌরনদী থানায় পাল্টাপাল্টি তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বার্থী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য করিম লস্করের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। তিনি জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আল-আমিন (২৮), ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ফকির (২৬), শাহজাহান ফকির (৫৫), রিপন ব্যাপারী (৩৫) মোসলেম ব্যাপারীকে (৭০) প্রধান আসামি এ অভিযোগ করেন।
অপর দিকে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ফকিরের ভাই আনিস ফকির বাদী হয়ে আরেকটি অভিযোগ করেছেন। তিনি করিম লস্কর (৩৬), করিমের স্ত্রী রিনা বেগম (৩০), বড় ভাই আব্দুল কাদের লস্করকে (৪০) প্রধান আসামি করে এ অভিযোগ করেন।
এ ছাড়া বিএনপির সদস্য মকবুল হোসেন ব্যাপারীর স্ত্রী লাকি বেগম (৩২) বাদী হয়ে ১০ জনকে আসামি করে আরও একটি অভিযোগ করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, শুক্রবার বার্থী এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শনিবার পৃথক তিনটি অভিযোগ করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আসামিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চলাচলের রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে গৌরনদী উপজেলার বার্থী এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে গত শুক্রবার দুপুরে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে তিনটি বসতঘর, একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় কমপক্ষে ১২ জন আহত হন। গুরুতর আহত ৮ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য আজিজ ফকিরকে ঢাকায় পাঠানো হয়।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫