Ajker Patrika

১৯ ভোটকেন্দ্রের ১৬টিই ঝুঁকিপূর্ণ

কর্ণফুলী ও ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
১৯ ভোটকেন্দ্রের ১৬টিই ঝুঁকিপূর্ণ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল বুধবার অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ ও ফটিকছড়ি পৌরসভা নির্বাচন। এর মধ্যে ফটিকছড়িতে ১৯টি ভোটকেন্দ্রের ১৬টিই অত্যধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। তবে কর্ণফুলীতে ৪৫টি কেন্দ্রের সব কটি কেন্দ্র ঝুঁকিমুক্ত বলে দাবি করা হয়েছে।

জানা গেছে, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল আটটা থেকে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত ভোট হবে এই দুই নির্বাচনের। ইতিমধ্যে প্রার্থীদের প্রচার শেষ হয়েছে। গতকাল সোমবার শুরু হয়েছে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানোর কাজ।

পাশাপাশি ভোটকেন্দ্রসহ এলাকার সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, ‘বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য-উপাত্ত, আগের নির্বাচনের সময়কার পরিস্থিতি এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে নিরাপত্তার ছক করা হয়েছে।’

ফটিকছড়ি উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা দেবাশীষ দাস বলেন, নির্বাচনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ এবং সাধারণ সদস্য পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী এলাকার ভোটার ৩৬ হাজার ২৪৪ জন। প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট চলবে।

নির্বাচনের সমন্বয়কারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির রাহমান সানি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসনের পক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

এদিকে কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচনে ৪৫টি কেন্দ্রের ৩২০টি বুথে বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হবে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৫৭২। ভোট ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত