Ajker Patrika

বীর মুক্তিযোদ্ধার নামে সড়ক উদ্বোধন

সিলেট সংবাদদাতা
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১১: ৪৪
Thumbnail image

ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিশ গ্রামে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর নামে সড়ক উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সড়কটির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মাহতাব উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুল হাই নন্না, সদস্য মো. নজরুল ইসলাম, হাসান আহমদ, জুবেল আহমদ, রাখাদুল ইসলাম, জাহিদুল ইসলাম, আব্দুল ওয়াহিদ মননা, জয়নাল আহমেদ ঝানু, মাওলানা শিব্বির আহমদ, ক্বারি মিনহাজ উদ্দিন, ছালেক আহমদ, মাহবুবুর রহমান জিল্লু প্রমুখ।

এ সময় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসেন তখনই দেশ ও মানুষের উন্নয়ন হয়। মুক্তিযোদ্ধাদের সব রকম সুযোগ-সুবিধা বাড়াতে প্রধানমন্ত্রী বদ্ধপরিকর। তিনি বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত