Ajker Patrika

ওয়াজেদ মিয়ার কবরে নতুন চেয়ারম্যানদের শ্রদ্ধা নিবেদন

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৩: ৪১
ওয়াজেদ মিয়ার কবরে নতুন চেয়ারম্যানদের শ্রদ্ধা নিবেদন

পীরগঞ্জের আট ইউনিয়ন পরিষদে (ইউপি) নৌকা প্রতীক নিয়ে নবনির্বাচিত চেয়ারম্যানেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদন করেছেন।

চেয়ারম্যানেরা গতকাল বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ফতেহপুর মিয়া বাড়িতে ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।

গত ১১ নভেম্বর পীরগঞ্জের ১০ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা আটটিতে বেসরকারিভাবে জয় লাভ করেন।

নৌকা প্রতীকের নবনির্বাচিত চেয়ারম্যানেরা হলেন চৈত্রকোলে আরিফুজ্জামান শাহ, ভেন্ডাবাড়িতে সাদেকুল ইসলাম, কুমেদপুরে সাংবাদিক আমিনুল ইসলাম, টুকুরিয়াতে আতোয়ার রহমান, শানেরহাটে মেজবাহুর রহমান, পাঁচগাছিতে বাবলু মিয়া, চতরায় এনামুল হক শাহিন ও কাবিলপুরে রবিউল ইসলাম রবি।

চতরা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান এনামুল হক শাহীন বলেন, ‘আমরা ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে এবং আগামী দিনে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি এবং কবর জিয়ারত করেছি। আমরা সবার সহযোগিতা কামনা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত