বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাঁরা গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে হলের সামনে আন্দোলন শুরু করেন। পরে ডাইনিংয়ের খাবারের মান বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবি তোলেন তাঁরা।
আন্দোলন শুরুর পরই প্রক্টরিয়াল বডি, প্রভোস্টসহ ছাত্র পরামর্শ দপ্তরের পরিচালক, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক ও বেরোবি বঙ্গবন্ধু পরিষদের নেতা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। দাবি পূরণের আশ্বাস পেয়ে রাত ১০টার দিকে হলে ফিরে যান ছাত্রীরা।
শিক্ষার্থীরা জানান, হলে বিদ্যুৎ সমস্যা লেগেই আছে। রমজান মাস আসার পর থেকে বিকেল বেলা বিদ্যুৎ থাকে না। বিষয়টি হলের অফিসে বারবার জানানো হলেও কোনো সমাধান আসেনি। পরে বাধ্য হয়ে দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট তানিয়া তোফাজকে ফোন দেন তাঁরা। ফোন পেয়ে প্রভোস্ট শিক্ষার্থীদের সঙ্গে রূঢ় আচরণ করেন বলে অভিযোগ করেন আন্দোলনরত ছাত্রীরা।
লোকপ্রশাসন বিভাগের আশা খাতুন বলেন, ‘আমাদের হলের সব সমস্যা দ্রুত সমাধান করার জন্য সংশ্লিষ্টদের কাছে আহ্বান করছি। কারণ আমাদের অধিকাংশ শিক্ষার্থীর বর্তমানে ফাইনাল পরীক্ষা চলমান। এই সময় এসব ঝামেলার মধ্যে পড়তে চাই না।’
অর্থনীতি বিভাগের সালমা সীমা জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর আবাসিক হলে শয্যা পাওয়া সব শিক্ষার্থীর সমঅধিকার। কিন্তু এই ক্যাম্পাসে মেয়েদের জন্য মাত্র একটি হল থাকায় তাঁদের নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে। রুমে গাদাগাদি করে থাকতে হয়। একটি রুমে নির্ধারিত শয্যা চারটি হলেও সেখানে ছয় থেকে আটজনকে থাকতে হয়।
হল ও প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রত্যেক রুমে দুই থেকে তিনটি বৈদ্যুতিক হিটার ব্যবহার করেন শিক্ষার্থীরা। সে হিসেবে ৫০০ থেকে ৬০০ হিটার ব্যবহৃত হচ্ছে। রমজান মাসে সবাই বিকেলের পর প্রায় একই সময়ে রান্নার জন্য হিটার ব্যবহার করায় ওভারলোডের কারণে লোডশেডিং হয়। হল কর্তৃপক্ষ হিটার ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করলেও তা বন্ধ হচ্ছে না।
তবে পরিসংখ্যান বিভাগের সানজিদা সীমা বলেন, ‘হলের ডাইনিংয়ের খাবারের মান খুবই খারাপ। এই কারণে আমরা বাধ্য হয়ে হিটার ব্যবহার শুরু করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের ১২ দফা দাবি মেনে নিতে হবে অতি দ্রুত।’
এ ব্যাপারে হল প্রভোস্ট তানিয়া তোফাজ জানান, শিক্ষার্থীরা তাঁদের দাবিগুলো লিখিতভাবে জানালে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের ব্যবস্থা করা হবে।
যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সব সমস্যার সমাধান করা হবে। ইলেকট্রিসিটির যে সমস্যা ছিল সেটার সমাধান ইতিমধ্যে করা হয়েছে। আশা করি বাকিগুলো খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে।’
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাঁরা গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে হলের সামনে আন্দোলন শুরু করেন। পরে ডাইনিংয়ের খাবারের মান বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবি তোলেন তাঁরা।
আন্দোলন শুরুর পরই প্রক্টরিয়াল বডি, প্রভোস্টসহ ছাত্র পরামর্শ দপ্তরের পরিচালক, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক ও বেরোবি বঙ্গবন্ধু পরিষদের নেতা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। দাবি পূরণের আশ্বাস পেয়ে রাত ১০টার দিকে হলে ফিরে যান ছাত্রীরা।
শিক্ষার্থীরা জানান, হলে বিদ্যুৎ সমস্যা লেগেই আছে। রমজান মাস আসার পর থেকে বিকেল বেলা বিদ্যুৎ থাকে না। বিষয়টি হলের অফিসে বারবার জানানো হলেও কোনো সমাধান আসেনি। পরে বাধ্য হয়ে দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট তানিয়া তোফাজকে ফোন দেন তাঁরা। ফোন পেয়ে প্রভোস্ট শিক্ষার্থীদের সঙ্গে রূঢ় আচরণ করেন বলে অভিযোগ করেন আন্দোলনরত ছাত্রীরা।
লোকপ্রশাসন বিভাগের আশা খাতুন বলেন, ‘আমাদের হলের সব সমস্যা দ্রুত সমাধান করার জন্য সংশ্লিষ্টদের কাছে আহ্বান করছি। কারণ আমাদের অধিকাংশ শিক্ষার্থীর বর্তমানে ফাইনাল পরীক্ষা চলমান। এই সময় এসব ঝামেলার মধ্যে পড়তে চাই না।’
অর্থনীতি বিভাগের সালমা সীমা জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর আবাসিক হলে শয্যা পাওয়া সব শিক্ষার্থীর সমঅধিকার। কিন্তু এই ক্যাম্পাসে মেয়েদের জন্য মাত্র একটি হল থাকায় তাঁদের নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে। রুমে গাদাগাদি করে থাকতে হয়। একটি রুমে নির্ধারিত শয্যা চারটি হলেও সেখানে ছয় থেকে আটজনকে থাকতে হয়।
হল ও প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রত্যেক রুমে দুই থেকে তিনটি বৈদ্যুতিক হিটার ব্যবহার করেন শিক্ষার্থীরা। সে হিসেবে ৫০০ থেকে ৬০০ হিটার ব্যবহৃত হচ্ছে। রমজান মাসে সবাই বিকেলের পর প্রায় একই সময়ে রান্নার জন্য হিটার ব্যবহার করায় ওভারলোডের কারণে লোডশেডিং হয়। হল কর্তৃপক্ষ হিটার ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করলেও তা বন্ধ হচ্ছে না।
তবে পরিসংখ্যান বিভাগের সানজিদা সীমা বলেন, ‘হলের ডাইনিংয়ের খাবারের মান খুবই খারাপ। এই কারণে আমরা বাধ্য হয়ে হিটার ব্যবহার শুরু করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের ১২ দফা দাবি মেনে নিতে হবে অতি দ্রুত।’
এ ব্যাপারে হল প্রভোস্ট তানিয়া তোফাজ জানান, শিক্ষার্থীরা তাঁদের দাবিগুলো লিখিতভাবে জানালে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের ব্যবস্থা করা হবে।
যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সব সমস্যার সমাধান করা হবে। ইলেকট্রিসিটির যে সমস্যা ছিল সেটার সমাধান ইতিমধ্যে করা হয়েছে। আশা করি বাকিগুলো খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫