কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট পৌর শহরের ফুটপাত ও সড়ক চলে গেছে সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন গাড়ির দখলে। এসব গাড়ির অপরিকল্পিত পার্কিংয়ের কারণে প্রায়ই লেগে থাকে যানজট। এতে পথচারীদের চলাচলে পড়তে হয় নানা ভোগান্তিতে।
কানাইঘাট পৌর শহরের প্রায় প্রতিটি মার্কেট ও দোকানের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোতে যে যার মতো করে যাত্রী ওঠানামা করায়।
কানাইঘাট পৌর শহরের দক্ষিণ বাজার, উত্তর বাজার, পূর্ব বাজার, মধ্যবাজার, সবজি মার্কেটসহ বিভিন্ন দোকানের সামনে সিএনজি অটোরিকশা, কোম্পানির গাড়ি, টমটম, রিকশা ও ব্যাটারিচালিত রিকশার অপরিকল্পিত পার্কিংয়ের কারণে যানজট তৈরি হয়।’
কানাইঘাট বাজারের ব্যবসায়ী আবুল হাসনাত বলেন, ‘পুরো বাজার জুড়ে সিএনজি অটোরিকশা ও টমটমের অবৈধ পার্কিংয়ের কারণে বাজারে আসা লোকজনের চলাচলে নানা রকম প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে। এ ছাড়া প্রতিনিয়ত ঘটছে ছোটবড় দুর্ঘটনা।’
কানাইঘাট বাজারে আসা সুরইঘাট এলাকার আব্দুল কাদির মুন্না বলেন, ‘সিএনজি অটোরিকশা ও টমটম গাড়িগুলো ফুটপাতের পাশে পার্কিং করে রাস্তার ওপরেই যাত্রী ওঠানামা করে। তারা ফুটপাতকেও পার্কিং হিসেবে ব্যবহার করার কারণে আমাদের দুর্ভোগ পোহাতে হয়।’
কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ উদ্দিন বলেন, ‘বাজারের প্রধান সড়কের ওপরে গাড়ি পার্কিং করা ও যাত্রী ওঠা-নামায় বাজারে আগতদের বিপাকে পড়তে হয়। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যানজটের কারণে অনেকে বাজারে আসেন না।’
কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান বলেন, ‘স্থায়ীভাবে যানজট নিরসনের করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাতে এসব যানবাহনগুলোকে পৌরসভার অন্য কোনো স্থানে সরিয়ে পার্কিংয়ের ব্যবস্থা করা যায়। এ ছাড়া পৌর পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা চালু করতে আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি।’
কানাইঘাট পৌর শহরের ফুটপাত ও সড়ক চলে গেছে সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন গাড়ির দখলে। এসব গাড়ির অপরিকল্পিত পার্কিংয়ের কারণে প্রায়ই লেগে থাকে যানজট। এতে পথচারীদের চলাচলে পড়তে হয় নানা ভোগান্তিতে।
কানাইঘাট পৌর শহরের প্রায় প্রতিটি মার্কেট ও দোকানের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোতে যে যার মতো করে যাত্রী ওঠানামা করায়।
কানাইঘাট পৌর শহরের দক্ষিণ বাজার, উত্তর বাজার, পূর্ব বাজার, মধ্যবাজার, সবজি মার্কেটসহ বিভিন্ন দোকানের সামনে সিএনজি অটোরিকশা, কোম্পানির গাড়ি, টমটম, রিকশা ও ব্যাটারিচালিত রিকশার অপরিকল্পিত পার্কিংয়ের কারণে যানজট তৈরি হয়।’
কানাইঘাট বাজারের ব্যবসায়ী আবুল হাসনাত বলেন, ‘পুরো বাজার জুড়ে সিএনজি অটোরিকশা ও টমটমের অবৈধ পার্কিংয়ের কারণে বাজারে আসা লোকজনের চলাচলে নানা রকম প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে। এ ছাড়া প্রতিনিয়ত ঘটছে ছোটবড় দুর্ঘটনা।’
কানাইঘাট বাজারে আসা সুরইঘাট এলাকার আব্দুল কাদির মুন্না বলেন, ‘সিএনজি অটোরিকশা ও টমটম গাড়িগুলো ফুটপাতের পাশে পার্কিং করে রাস্তার ওপরেই যাত্রী ওঠানামা করে। তারা ফুটপাতকেও পার্কিং হিসেবে ব্যবহার করার কারণে আমাদের দুর্ভোগ পোহাতে হয়।’
কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ উদ্দিন বলেন, ‘বাজারের প্রধান সড়কের ওপরে গাড়ি পার্কিং করা ও যাত্রী ওঠা-নামায় বাজারে আগতদের বিপাকে পড়তে হয়। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যানজটের কারণে অনেকে বাজারে আসেন না।’
কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান বলেন, ‘স্থায়ীভাবে যানজট নিরসনের করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাতে এসব যানবাহনগুলোকে পৌরসভার অন্য কোনো স্থানে সরিয়ে পার্কিংয়ের ব্যবস্থা করা যায়। এ ছাড়া পৌর পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা চালু করতে আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি।’
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
১৪ দিন আগে‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫