Ajker Patrika

নবীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৩: ৫৮
Thumbnail image

নবীগঞ্জ উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে সড়কে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

শহরকে যানজটমুক্ত করতে সড়কের ওপর থাকা অবৈধ সিএনজিচালিত অটোরিকশাসহ বাস স্ট্যান্ড, ফুটপাতে থাকা দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

এর আগে সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেয়। উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে হবিগঞ্জ-১ আসনের সাংসদ গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ সরেজমিনে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

সাংসদ গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ সড়কের ওপর থাকা অবৈধ স্থাপনা ও যানবাহনের স্ট্যান্ড শহরের বাইরে পূর্বনির্ধারিত স্ট্যান্ডে স্থানান্তরিত করার আহ্বান জানান।

এ সময় সাংসদ বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ শহরকে একটি যানজটমুক্ত আধুনিক শহর গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, উপজেলা পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু।

আরও উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, সহসভাপতি এম এ মুহিত, নবীগঞ্জ থানার ওসি (অপারেশন) আব্দুল কাইয়ুম, উপজেলা মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, পৌর কাউন্সিলর পারজানা আক্তার পারুল, জাকির হোসেন, ফজল চৌধুরী, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত