Ajker Patrika

বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৬: ০২
বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

শেরপুরের শ্রীবরদীতে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। একই এলাকার ওবাইদুল (৩০) গত শনিবার দুপুরে তাঁকে ধর্ষণ করেন বলে জানা গেছে। এই ঘটনায় নির্যাতনের শিকার ওই তরুণীর বড় ভাই বাদী হয়ে গতকাল সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় একটি মামলা করেছেন।

নির্যাতনের শিকার ওই তরুণীর মা বলেন, ‘শনিবার দুপুরে আমি আমার মেয়েকে বাড়িতে রেখে তার ফুফুকে দেখতে যাই। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আমি ও আমার ছেলে যাওয়ার সময়সময় ওবাইদুল রাস্তায় আমাদের দেখে। বাড়িতে কেউ না থাকার সুযোগে ওবাইদুল আমার মেয়েকে জোর করে আমাদের বসত ঘরের বারান্দায় গোসল খানায় নিয়ে ধর্ষণ করে। পরে আমার মেয়ে বিষয়টি ওবাইদুলের মা মোর্শেদা বেগমকে জানায়।’

তিনি আরও বলেন, ‘আমরা বাড়িতে এলে মেয়ে আমাদের সবকিছু বলে। এ ঘটনায় আমি সুষ্ঠু বিচার দাবি করছি।’

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘নির্যাতনের ঘটনায় তরুণীর বড় ভাই বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আশা করি দ্রুতই তাঁদের গ্রেপ্তার করা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত