Ajker Patrika

বেগম রোকেয়া দিবসে ২১ নারীকে জয়িতা সম্মাননা

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৫: ২০
বেগম রোকেয়া দিবসে ২১ নারীকে জয়িতা সম্মাননা

বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা ও উপজেলায় গতকাল বৃহস্পতিবার আলোচনা সভা শেষে শোভাযাত্রা বের করাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তা ছাড়া বিভিন্ন কর্মক্ষেত্রে স্বীকৃতিস্বরূপ ২১ জন নারীকে জয়িতা সম্মাননা দেওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর এই সম্মাননার আয়োজন করে।

কালীগঞ্জ: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে পাঁচ জয়িতা হলেন—অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মোছা. এলিনা বসুনিয়া, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে নাজমুন নাহার, সফল জননী মোরশেদা হোসেন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন গড়ায় মোছা. জান্নাতুল ফেদৌস ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা রেহেনা পারভীন। তাঁদের ক্রেস্ট ও সনদ দিয়ে সংবর্ধিত করা হয়।

বোদা: পঞ্চগড়ের বোদা উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর অনুসন্ধান ও যাচাই-বাছাই শেষে গতকাল উপজেলা গণমিলনায়তনে পাঁচ নারী জয়িতাকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননা পাওয়া নারীরা হচ্ছেন—সফল জননী নারী হিসেবে আনোয়ারা বেগম, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী হাচিনা বেগম, সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য সুমি চক্রবর্তী, নির্যাতন বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা সাহেদা বেগম এবং শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী সাবিনা ইয়াসমিন।

উলিপুর: কুড়িগ্রামের উলিপুরে উপজেলা অডিটোরিয়াম হলে পাঁচ জয়িতা নারীকে সম্মাননা দেওয়া হয়েছে। তাঁরা হলেন—অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোছা. আকলিমা বেগম, সফল জননী মোছা. নুরিমা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবনে সফল মোছা. নাছিমা বেগম, সমাজ উন্নয়নে ভূমিকা রাখায় রিতা রানী সেন, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোছা. গোলাপি বেগম। সম্মাননা হিসেবে এসব জয়িতাকে সার্টিফিকেট, ক্রেস্ট, অর্থ ও উপহারসামগ্রী দেওয়া হয়।

কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা পর্যায়ে পাঁচ ক্যাটাগরিতে ছয় নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। জয়িতারা হলেন—অর্থনৈতিক সাফল্য অর্জনকারী কুড়িগ্রাম পৌরসভার জুলিয়া ইয়াসমিন, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সদর উপজেলার মোছা. আন্জুমানারা বেগম, সফল জননী নারী সদর উপজেলার মোছা. আমেনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী সদর উপজেলার মোছা. আম্বিয়া বেগম ও নাগেশ্বরী উপজেলার মোছা. লুৎফা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা সদর উপজেলার রওশন আরা বেগম।

প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন কালীগঞ্জ (লালমনিরহাট), বোদা (পঞ্চগড়), উলিপুর (কুড়িগ্রাম) ও চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত