Ajker Patrika

শ্রীবরদীতে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৭: ০৮
শ্রীবরদীতে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীতে আনিছুর রহমান (৫০) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের চরশিমুলচড়া এলাকার কাঁঠাল গাছ থেকে লাশ উদ্ধার করা হয়। আনিছুর রহমান ওই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আনিছুর রহমান গত রোববার দিবাগত রাতের কোনো এক সময় বাড়ির পাশে কাঁঠাল গাছের ডালের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন। সকালে নিহতের ছোট ভাই আজাহার আলী গোয়ালঘর থেকে গরু নিয়ে কাঁঠাল গাছে বাঁধার জন্য আসলে তার বড় ভাইয়ের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন আসে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

আনিছুর রহমানের আরেক ছোট ভাই ইদ্রিস আলী বলেন, ‘আমার বড় ভাই মানসিক ও বুক ধরফর রোগে আক্রান্ত ছিলেন। শীত মৌসুম আসলেই আমার ভাইয়ের এ রোগ আরও বৃদ্ধি পায়। গত শীতেও হঠাৎ করে এ রোগে আমার ভাই বেশি আক্রান্ত হয়ে যায়।’

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ব্যাপারে নিহতর ছোট ভাই বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত