Ajker Patrika

যুবককে তুলে নিয়ে মারধরের অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১২: ১৮
যুবককে তুলে নিয়ে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে আলমগীর হোসেন নামের এক যুবককে তুলে নিয়ে মারধর করে মারাত্মক আহত করার অভিযোগ উঠেছে মানিকগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ছানোয়ার হোসেনের (৫৫) বিরুদ্ধে। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত আলমগীর হোসেন মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই ঘটনায় ছানোয়ার রহমান ও তাঁর ছেলে গোলাম ফারুক অভিসহ (২৪) ১৬ জনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেছেন আলমগীর হোসেনের ভাই মো. মনোয়ার হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার রাতে আলমগীর হোসেন মানিকগঞ্জ শহরের গ্রামীণফোন ডিস্ট্রিবিউশন অফিস থেকে পায়ে হেঁটে পৌর এলাকায় তাঁর বাড়িতে ফিরছিলেন। পথে বাজার ব্রিজ এলাকায় ছানোয়ার হোসেনের নেতৃত্বে একদল যুবক তাঁকে হ্যালোবাইকে উঠিয়ে মারধর করতে করতে দেড়গ্রাম অগ্রপথিক ডেভেলপমেন্ট অফিসে নিয়ে যান। এরপর সেখানে পাইপ ও বাটাম দিয়ে আলমগীরকে এলোপাতাড়িভাবে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে তাঁর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ছানোয়ারসহ তাঁর সঙ্গীরা পালিয়ে যান।

অভিযুক্ত ছানোয়ার রহমান বলেন, ‘চার-পাঁচ দিন আগে আমার ছেলে গোলাম ফারুক অভিকে আলমগীরসহ দুই যুবক মারধর করে আহত করে। এ কারণে আমার ছেলের বন্ধুরা আলমগীরকে মারতে পারে। এ বিষয়ে আমি কিছু জানি না। আমি ঘটনাস্থলে ছিলাম না। উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় আমার নাম দেওয়া হয়েছে।’

মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত