Ajker Patrika

সরকারি পাঠ্যবই মিলল বাজারের দোকানে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ১৫
সরকারি পাঠ্যবই মিলল বাজারের দোকানে

পটুয়াখালীর গলাচিপার পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সরবরাহ করা সরকারি বই কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই বিদ্যালয়ের অফিস সহকারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বইগুলো জব্দ করা হয় এবং অভিযুক্তদের আটক করা হয়।

পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা করেন।

এতে তিনজনকে আসামি করা হয়। তাঁরা হলেন, পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মো. শহিদুল ইসলাম খান, দশমিনা উপজেলার বেতাগী এলাকার আবদুল মজিদ চৌকিদার ও মিলন মিয়া।

গলাচিপা থানার উপপরিদর্শক মোক্তার হোসেন জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কলাগাছিয়া তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানে পাতাবুনিয়া এলাকার ধলু ফকিরের বাজারের মিলন মিয়ার দোকান থেকে ৫০০ কেজি সরকারি বই উদ্ধার করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী শহিদুল ইসলামকে আটক করে গলাচিপা থানায় নিয়ে যাওয়া হয়।

এ সময় দোকানের কর্মচারী আবদুল মজিদকেও আটক করে পুলিশ। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে সরকারি বই কালোবাজারে বিক্রির অভিযোগে মামলা করেন।

গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, সরকারি (সম্পদ) বই বিক্রির অভিযোগে উপজেলা শিক্ষা কর্মকর্তার করা মামলায় শহিদুল ও আব্দুল মজিদ চৌকিদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত