Ajker Patrika

পেকুয়ায় তিন জনকে কুপিয়ে জখম

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৩: ০২
Thumbnail image

কক্সবাজারের পেকুয়ায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন একই এলাকার মো. ফরিদ (৭০), তাঁর স্ত্রী মনোয়ারা বেগম (৬০) ও ছেলে মো. আজম (৩০)। তাঁরা বর্তমানে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মো. ফরিদ বলেন, ‘বাড়ির পাশে মাদক সেবন ও জুয়া খেলার প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছেন সাগরপাড়া এলাকার কফিল, ইসফাত, মো. কালাম, মিজান, ইউসুফ আবছার, ইমন, রানা, মনিরসহ কয়েকজন।

এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন কফিল, ইসফাত, মো. কালাম, ইউসুফ আবছার, ইমন, রানা ও মনির। তাই তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত