ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে মারধর ও অপহরণের শিকার হয়েছেন এক মেয়র পদপ্রার্থী। গতকাল রোববার বিকেলের এই ঘটনায় দীর্ঘ আড়াই ঘণ্টা পর পুলিশ বাঁশপাড়া এলাকা থেকে তাঁকে উদ্ধার করেছে। গতকাল শেষ দিন হওয়ায় তিনি মনোনয়নপত্র জমা দিতে পারেননি।
গতকাল বেলা সাড়ে ৩টার দিকে ছাগলনাইয়া উপজেলা নির্বাচন অফিসের গেটে এ ঘটনা ঘটে। অপহৃত আবদুল হালিম ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের মুক্তিযোদ্ধা ছিদ্দিক উল্যাহর ছেলে।
অপহৃত আবদুল হালিম জানান, বিকেল সোয়া ৩টা থেকে সাড়ে ৩টার দিকে তিনি ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করতে উপজেলা নির্বাচন অফিসে যান। তাঁর স্ত্রী, ভাবি, ভাইয়ের শ্বশুর ও ভাতিজা এ সময় তাঁর সঙ্গে ছিলেন। এ সময় প্রতিপক্ষের (বর্তমান মেয়র মোস্তফার সমর্থক) লোকজন তাঁর ওপর হামলা চালায়। সেখানে ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব ও এসআই রমজানের নেতৃত্বে একদল পুলিশ ও ফেনীর এক দল ডিবি পুলিশের উপস্থিতিতেই এই হামলা হয়। তাঁরা মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে যায় এবং তাঁকে বেদম মারধর করতে করতে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। দীর্ঘ আড়াই ঘণ্টা পর পুলিশ তাঁকে বাঁশপাড়া এলাকা থেকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। আবদুল হালিম বলেন, ‘আমি এ কারণে প্রার্থী হওয়া থেকে বঞ্চিত হয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, ‘বিকেলে চিৎকার শুনে অফিস থেকে বের হয়ে দেখি কিছু যুবক টেনেহিঁচড়ে এক লোককে নিয়ে যাচ্ছে। তিনি মেয়র প্রার্থী কিনা তাৎক্ষণিকভাবে তা জানতে পারিনি। ঘটনার পর শুনেছি তিনি একজন মেয়র প্রার্থী।’
ছাগলনাইয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল সোহেল পারভেজ বলেন, ‘বিষয়টি ন্যক্কারজনক। আমি নির্বাচন অফিস থেকে সোয়া ৩টায় বের হয়ে যাই। এর কিছুক্ষণ পরই এই ঘটনা ঘটে। এ ব্যাপারে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. রফিক আহমেদ জানান, ঘটনাস্থল থেকে শিশির ও মেজবা উদ্দিন নামের দুই যুবককে আটক করা হয়েছে।
পৌর মেয়র এম মোস্তফা বলেন, ‘ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না।’
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১০ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১১ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১২ থেকে ১৪ অক্টোবর আপিল। ১৬ অক্টোবর আপিল নিষ্পত্তি। ১৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১৮ অক্টোবর প্রতীক বরাদ্দ এবং ২ নভেম্বর মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে মারধর ও অপহরণের শিকার হয়েছেন এক মেয়র পদপ্রার্থী। গতকাল রোববার বিকেলের এই ঘটনায় দীর্ঘ আড়াই ঘণ্টা পর পুলিশ বাঁশপাড়া এলাকা থেকে তাঁকে উদ্ধার করেছে। গতকাল শেষ দিন হওয়ায় তিনি মনোনয়নপত্র জমা দিতে পারেননি।
গতকাল বেলা সাড়ে ৩টার দিকে ছাগলনাইয়া উপজেলা নির্বাচন অফিসের গেটে এ ঘটনা ঘটে। অপহৃত আবদুল হালিম ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের মুক্তিযোদ্ধা ছিদ্দিক উল্যাহর ছেলে।
অপহৃত আবদুল হালিম জানান, বিকেল সোয়া ৩টা থেকে সাড়ে ৩টার দিকে তিনি ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করতে উপজেলা নির্বাচন অফিসে যান। তাঁর স্ত্রী, ভাবি, ভাইয়ের শ্বশুর ও ভাতিজা এ সময় তাঁর সঙ্গে ছিলেন। এ সময় প্রতিপক্ষের (বর্তমান মেয়র মোস্তফার সমর্থক) লোকজন তাঁর ওপর হামলা চালায়। সেখানে ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব ও এসআই রমজানের নেতৃত্বে একদল পুলিশ ও ফেনীর এক দল ডিবি পুলিশের উপস্থিতিতেই এই হামলা হয়। তাঁরা মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে যায় এবং তাঁকে বেদম মারধর করতে করতে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। দীর্ঘ আড়াই ঘণ্টা পর পুলিশ তাঁকে বাঁশপাড়া এলাকা থেকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। আবদুল হালিম বলেন, ‘আমি এ কারণে প্রার্থী হওয়া থেকে বঞ্চিত হয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, ‘বিকেলে চিৎকার শুনে অফিস থেকে বের হয়ে দেখি কিছু যুবক টেনেহিঁচড়ে এক লোককে নিয়ে যাচ্ছে। তিনি মেয়র প্রার্থী কিনা তাৎক্ষণিকভাবে তা জানতে পারিনি। ঘটনার পর শুনেছি তিনি একজন মেয়র প্রার্থী।’
ছাগলনাইয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল সোহেল পারভেজ বলেন, ‘বিষয়টি ন্যক্কারজনক। আমি নির্বাচন অফিস থেকে সোয়া ৩টায় বের হয়ে যাই। এর কিছুক্ষণ পরই এই ঘটনা ঘটে। এ ব্যাপারে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. রফিক আহমেদ জানান, ঘটনাস্থল থেকে শিশির ও মেজবা উদ্দিন নামের দুই যুবককে আটক করা হয়েছে।
পৌর মেয়র এম মোস্তফা বলেন, ‘ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না।’
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১০ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১১ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১২ থেকে ১৪ অক্টোবর আপিল। ১৬ অক্টোবর আপিল নিষ্পত্তি। ১৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১৮ অক্টোবর প্রতীক বরাদ্দ এবং ২ নভেম্বর মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪