Ajker Patrika

বিশ্বনাথে বার্ষিক জলসা ও পাগড়ি বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৩: ১৮
বিশ্বনাথে বার্ষিক জলসা ও পাগড়ি বিতরণ

বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার ১৬তম বার্ষিক জলসা ও হিফজ সমাপনী ছাত্রদের মধ্যে পাগড়ি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন শাহজালাল ডি ওয়াই কামিল মাদ্রাসার অধ্যক্ষ কমর উদ্দিন চৌধুরী। বয়ান শেষে হিফজ সমাপনী ছাত্র মেহেদী হাসান ও বাহা উদ্দিন মাছুমের মাথায় পাগড়ি পড়িয়ে দেন প্রধান অতিথি।

দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মখলিছুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইমাদ উদ্দিনের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন ঢাকার দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আজাদ হোসাইন ছালেহী। বিশেষ অতিথি ছিলেন রাখালগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শিহাব উদ্দিন, মিয়ারবাজার শাহচান্দ-শাহকালু আলীম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মুক্তাদির খাঁন।

খতমে খাজানের মাধ্যমে দোয়ার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আয়-ব্যয়ের হিসাব পেশ করেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শাহাব উদ্দিন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বয়ান পেশ করেন হাজী তোরাব উল্লাহ ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক আমির আলী, দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান, মাওলানা লায়েক আহমদ, পাড়ুয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত