Ajker Patrika

প্রার্থীর বিরুদ্ধে অস্ত্র নিয়ে মহড়ার অভিযোগ

উজিরপুর প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ০৯: ৫৮
প্রার্থীর বিরুদ্ধে অস্ত্র নিয়ে মহড়ার অভিযোগ

তৃতীয় ধাপে উজিরপুরের হারতা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগে সন্ত্রাসী নিয়ে অস্ত্রের মহড়া ও ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রিন্স বিশ্বাসের বিরুদ্ধে। গত রোববার বিকেলে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী অমল মল্লিক উপজেলা নির্বাচন কার্যালয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, ২৮ নভেম্বর নির্বাচন হবে ওই ইউনিয়ন পরিষদে। নির্বাচনের দিন যতই কাছাকাছি চলে আসছে ততই ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। ভোটারদের বাড়িতে গিয়ে নৌকায় ভোট দিলে প্রাণ প্রাণনাশের হুমকি দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী প্রিন্স বিশ্বাসের শ্যালক পার্শ্ববর্তী জল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উর্মিলা বাড়ৈর ছেলে অচিন্ত্য বাড়ৈ। এ ছাড়াও অচিন্ত্য বাড়ৈসহ স্বতন্ত্র প্রার্থী প্রিন্স হারতা ইউনিয়নের বিভিন্নগ্রামে সন্ত্রাসীদের নিয়ে অস্ত্রের মহড়া দিচ্ছেন বলে অভিযোগ করা হয়।

গত শনিবার রাতে নাথারকান্দি গ্রামের ৫ নম্বর কেন্দ্রের আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নির্মল চন্দ্র রায়কে স্বতন্ত্র প্রার্থী প্রিন্স বিশ্বাস বাড়ি থেকে ডেকে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে ডিআইজি অফিস, পুলিশ সুপারের কার্যালয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং উপজেলা নির্বাচন কমিশনার কার্যালয়ে লিখিত অভিযোগ দেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী অমল মল্লিক।

আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী প্রিন্স বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার সঙ্গে বহিরাগত কেউ থাকেন না, শ্যালক থাকেন। কোনো ভোটারকে আমি হুমকি দিইনি। আমার বিরুদ্ধে মিথ্যা নাটক সাজানো হয়েছে। যাকে হুমকি দিয়েছি বলে অভিযোগে বলা হয়েছে সম্পর্কে তিনি আমার মামা হন। আমি উল্টো তাঁদের বিরুদ্ধে অভিযোগ দিতে পারি।’

উপজেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ সেখ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো প্রার্থী বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ভোটের মাঠে প্রভাব বিস্তার করলে ছাড় দেওয়া হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত