Ajker Patrika

গাইবান্ধায় পুলিশি বাধায় বিএনপির গণসমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১০: ৫৯
গাইবান্ধায় পুলিশি বাধায় বিএনপির গণসমাবেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে গাইবান্ধায় পুলিশি বাধায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার ডা. ময়নুল হাসান সাদিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় শহরের বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুন-উর-রশিদ।

বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রেজা পাহলভী মাসুম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ড. মিজানুর রহমান মাসুম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আশরাফুল আলম ফকির লিংকন, কৃষক দলের সহসাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ।

এদিকে সমাবেশ উপলক্ষে দুপুরের পর থেকেই ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ সহযোগী দলের নেতাদের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল সমাবেশস্থলে আসতে থাকে। শহরের প্রাণকেন্দ্র ১ নম্বর ট্রাফিক মোড় সংলগ্ন সড়ক সার্কুলার রোড লোকে লোকারণ্য হয়ে যায়। এ সময় শহরের ডিবি রোড, গোডাউন রোডসহ বিভিন্ন সড়কে পুলিশ মিছিলে বাধা ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

১৭ বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন জোবাইদা রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত