Ajker Patrika

কিশোরদের দ্বন্দ্ব থেকে হামলা ঘরবাড়ি ভাঙচুর লুটপাট

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৪: ৪২
Thumbnail image

ফরিদপুরের সদরপুরে কিশোর গ্যাংয়ের হামলায় ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও এলাকায় অস্ত্র মহড়া করে তুষার (১৭) নামের এক কিশোরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা সদর ইউনিয়নের নয়রশি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় সদরপুর স্টেডিয়াম মাঠ এলাকায় নয়রশি গ্রামের পিয়াস নামের এক কিশোরের মোটরসাইকেল চুরির ঘটনা নিয়ে একই উপজেলার বাইশরশি গ্রামের সানি (১৭) নামের এক কিশোরের কথাকাটাকাটি হয়। পরে এ ঘটনা নিয়ে সানির দলের সঙ্গে কথাকাটাকাটি ও মারপিটের ঘটনা ঘটে।

ওই ঘটনার জেরে বৃহস্পতিবার বাইশরশি গ্রামের সরোয়ার মাতুব্বরের ছেলে সানি ও নাজমুল, শুভাশিস, অঙ্কুর, নাহিদ নামের কয়েক কিশোরের নেতৃত্বে ১৫-২০ জনের সশস্ত্র কিশোর দল রামদা, স্যান, চাইনিজ কুড়াল, চাপাতি ও হকিস্টিক নিয়ে নয়রশি গ্রামের পিয়াসের ভাগনে তুষারের বাড়ি হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় প্রায় দুই লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার লুটপাট করা হয়েছে বলে অভিযোগ তুষারের মা খাদেজা বেগমের।

সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযুক্ত সানির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছেন। কিশোর গ্যাংয়ের সদস্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত