Ajker Patrika

পীরগঞ্জের ইউপি নির্বাচনে ৪ নবীন প্রার্থীর বাজিমাত

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৪: ৫৮
পীরগঞ্জের ইউপি নির্বাচনে  ৪ নবীন প্রার্থীর বাজিমাত

পীরগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী আটজনের মধ্যে চারজনই বয়সে নবীন। তাঁরা ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

গত ১১ নভেম্বর পীরগঞ্জের ১৫ ইউপির মধ্যে ১০টিতে নির্বাচন হয়। এতে আওয়ামী লীগ থেকে নবীন চারজনসহ আটজন জয়ী হন। নবীনেরা হলেন চৈত্রকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান শাহ, ভেন্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, কুমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম ও পাঁচগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবলু মিয়া। তাঁরা স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনে এবারই প্রথম নির্বাচন করে সফল হয়েছেন।

নবনির্বাচিত চেয়ারম্যান আমিনুল বলেন, ‘আমি সভাপতি হিসেবে কুমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সঙ্গে সব সময়ই যোগাযোগ রক্ষা করেছি। ফলে তারা প্রায় ৪ হাজার বেশি ভোটে আমাকে নির্বাচিত করেছে।’

আরেক বিজয়ী প্রার্থী সাদেকুল বলেন, ‘আমি নৌকা প্রতীক পাওয়ায় সবাই আমাকে সহায়তা করেছেন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী ছিল ভেন্ডাবাড়ীতে। এই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ১৬ জন আবেদন করেন। কিন্তু কেউই বিদ্রোহী প্রার্থী হননি। নেতা-কর্মীদের মূল্যায়ন করলে রাজনীতির মাঠে তার উত্তম প্রতিদান পাওয়া সম্ভব।’

এদিকে উপজেলার বড়দরগা ইউনিয়নে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক এবং মদনখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন।

পরাজয়ের কারণ হিসেবে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা পরাজিত প্রার্থীদেরই দুষছেন। কারণ হিসেবে জানা গেছে, তাঁরা নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং কর্মীদের মূল্যায়ন করেননি। রাজনীতির মাঠে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।

শামছুল ইসলাম মদনখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওয়ার সময় বলেছিলেন তিনি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন না। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না করায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। ফলে বিদ্রোহী প্রার্থী নুর মোহাম্মদ মন্জু নির্বাচিত হন। বড়দরগা ইউনিয়নেও একই অবস্থা। সেখানে নুরুল হক নেতা-কর্মীদের সঙ্গে সম্পর্ক না রাখায় ক্ষুব্ধরা স্বতন্ত্র প্রার্থী মাফিয়া আক্তার শিলাকে নির্বাচিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত