Ajker Patrika

পলাশে আচরণবিধি নিয়ে সভা

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৩: ২৪
পলাশে আচরণবিধি নিয়ে সভা

নরসিংদীর পলাশের চরসিন্দুর ও জিনারদী দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আইন শৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম। এ সময় আরও বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ এবং রিটার্নিং অফিসার ও পলাশ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা জোবাইদা খাতুন।

এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ আসনের প্রার্থী গণসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। আগামী ২৬ ডিসেম্বর নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ও জিনারদি দুই ইউপি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সভায় বক্তারা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য নির্বাচনি আচরণবিধি মানতে, প্রার্থী ও সমর্থকদের আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত